এবার নিউজিল্যান্ডে ৬.৯ মাত্রার ভূমিকম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

এবার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতিরও খবর মেলেনি।

শনিবার (০৪ মার্চ) দেশটির কারমাডেক আইল্যান্ডস অঞ্চলে ভয়াবহ ওই ভূমিকম্প আঘাত হানে।

লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৯ ছিলো বলে জানা গেছে। মাত্র কয়েক সেকেন্ড এই ভূ-কম্পনের স্থায়ী হয় বলেও জানিয়েছেন ভু-বিজ্ঞানীরা। আর তাতেই সেখানে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম।

ইউএসজিএস-এর থেকে পাওয়া আরও তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো মাটি থেকে ১৫২ কিলোমিটার ( ৯৪ মাইল) গভীরতায়।

সারাদিন/০৪ মার্চ/এমবি

Nagad