আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

আইনসভার বিশেষ অধিবেশন
প্রতিরক্ষা ব্যয় সর্বোচ্চ মাত্রায় বাড়ানোর ঘোষণা চীনের

আগামী চার বছর প্রতিরক্ষা ব্যয় সর্বোচ্চ গতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটির আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) অধিবেশন শুরুর দিন গতকাল রবিবার এ ঘোষণা দেওয়া হয়েছে। বেইজিং বলছে, ‘বাইরের হুমকি’ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।শনিবার চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) বার্ষিক বৈঠক শুরু হয়। পরদিন গতকাল শুরু হয়েছে আইনসভার সমমর্যাদাসম্পন্ন এনপিসির বৈঠক, যা রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। রীতি অনুযায়ী, এ দুটি বৈঠক প্রায় একই সময়ে হয়ে থাকে। চীনে এটি ‘দ্বৈত অধিবেশন’ নামে পরিচিত। এনপিসির বৈঠকেই গতকাল সামরিক ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগের কথা জানানো হয়। ন্যাশনাল পিপলস কংগ্রেসে দাঁড়িয়ে বিদায়ি প্রধানমন্ত্রী লি খোছিয়াং বলেন, ‘চীনের বিরুদ্ধে বাইরের হুমকি এবং তাকে দমিয়ে রাখার চেষ্টা বেড়েছে।’ রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ সরকারের বার্ষিক কার্যবিবরণী প্রকাশ করার সময় তিনি বলেন, সব দিক থেকে এবং সব ক্ষেত্রে সামরিক বাহিনীকে শক্তিশালী হতে হবে। সূত্র: কালের কন্ঠ

সম্মুখসারির যোদ্ধাদের প্রতি জেলেনস্কির শ্রদ্ধা

ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস শহরে সম্মুখসারিতে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাঁরা ‘বেদনাদায়ক ও কঠিন’ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, কুপিয়ানস্ক, লিম্যান, বাখমুত ও আভদিভকা শহরে গতকাল রোববার এক দিনে ১৩০টির বেশি হামলা চালিয়েছে শত্রুরা। এরপরই জেলেনস্কি এ কথা বলেছেন। রোববার সকালে জেলেনস্কি বলেন, বাখমুত দখলের জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালাচ্ছে মস্কো।ইউক্রেন বাখমুত রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘর্ষে বাখমুত ধ্বংস হয়ে গেছে। তবে বাখমুতের কৌশলগত মূল্যায়ন খুব বেশি নয়। লড়াই তীব্র ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বাখমুত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া তাঁর দিনের ভাষণে বলেন, ‘দনবাসে যাঁরা যুদ্ধ করছেন, তাঁদের সাহস, শক্তি ও দৃঢ়তার জন্য আমি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই। এটি কঠিন যুদ্ধগুলোর মধ্যে একটি। বেদনাদায়ক।’ সূত্র: প্রথম আলো

ঐতিহাসিক সমুদ্র চুক্তিতে পৌঁছাল বিশ্ব

১০ বছরের আলোচনার পর মহাসাগরগুলোকে রক্ষার জন্য ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বিশ্ব। চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সমুদ্রের ৩০ শতাংশ এলাকাকে সুরক্ষিত ঘোষণা করা হবে। এই চুক্তিকে বলা হচ্ছে ‘হাই সি’স ট্রিটি’।টানা দেড় দিন বা ৩৮ ঘণ্টা আলোচনার পর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে চুক্তিটির ব্যাপারে সবার সম্মতি মেলে বলে জানিয়েছে বিবিসি। তহবিল ও মাছ ধরার অধিকার নিয়ে মতানৈক্যের কারণে চুক্তির আলোচনা এতদিন ধরে ঝুলে ছিল। সমুদ্র সুরক্ষার সর্বশেষ আন্তর্জাতিক চুক্তিটি ৪০ বছর আগের। ১৯৮২ সালে স্বাক্ষরিত হয়েছিল সমুদ্রের আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন। ওই চুক্তিটির নাম ছিল ‘ইউএন কনভেনশন অন দ্য ল অব দ্য সি।’ এই চুক্তিতে উচ্চ সমুদ্র ধারণাকে প্রতিষ্ঠিত করলেও, তার মাত্র এক দশমিক ২ শতাংশ সুরক্ষিত অবস্থায় রয়েছে।
‘হাই সি’ হচ্ছে আন্তর্জাতিক জলসীমা, যেখানে সব দেশের মাছ ধরার, জাহাজ চালানো ও গবেষণার অধিকার রয়েছে। জলবায়ু পরিবর্তন, অত্যধিক মাছ ধরা ও জাহাজ চলাচলের কারণে সংরক্ষিত এলাকার বাইরে থাকা সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণি ভয়াবহ ঝুঁকির মধ্যে থাকে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) জানিয়েছে, তাদের সর্বশেষ পর্যালোচনায় দেখা গেছে প্রায় ১০ শতাংশ বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সূত্র : বিবিসি সূত্র: বিডি প্রতিদিন ।

Nagad

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকার কামব্রি বিজের নিকটে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবারের এ বোমা বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছেন। খবর: ডন অনলাইন’র। বেলুচিস্তানের সিবি ও কাচি অঞ্চলের সীমান্ত এলাকা কামব্রি ব্রিজে বোমা হামলা হয়।কাচি পুলিশের কর্মকর্তা মাহমুদ নোতেজাই ডন অনলাইনকে বলেন, ‘প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল। তবে তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।’পুলিশ কর্মকর্তা জানান, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর লোকজন ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট পৌঁছেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সূত্র: সমকাল

ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা পুলিশের, পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভের আশঙ্কা

লাহোরের বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুলিশ অভিযোগ করে, তিনি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন। এরপরই জনসম্মুখে আসেন ইমরান। খবর ব্লুমবার্গের -এসময় তিনি বলেন, ‘আমি শুধু আল্লাহর সামনে মাথানত করি, অন্য কোনো শক্তি বা প্রতিষ্ঠানের সামনে নয়। এটা আমাদের স্বাধীনতা অর্জনের আসল লড়াই’। পাকিস্তানে ব্যাপক দুর্নীতির জন্য এসময় তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দোষারোপ করেন। এর আগে ইসলামাবাদ পুলিশের মুখপাত্র ত্বকি জাওয়াদ বলেন, রোববার (৫ মার্চ) ইমরানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশের একটি দল তার বাসভবনে গেলেও, তাকে সেখানে পাওয়া যায়নি। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান গণমাধ্যমকে বলেন, ৭ মার্চের আগেই তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যানকে আদালতে হাজির করার নির্দেশ আছে। তিনি স্থানীয় গণমাধ্যম এআরওয়াই টেলিভিশনকে বলেন, ‘পুলিশকে অবশ্যই তাকে (ইমরান খান) গ্রেপ্তার করতে হবে। আইনি প্রক্রিয়ায় বাধা না দিতে আমরা জনতার কাছে অনুরোধ করছি’।
গ্রেপ্তার ঠেকাতে ইম রানের বাড়ির বাইরে তাবু খাঁটিয়ে অবস্থান করছেন তার অনেক সমর্থক। পিটিআই নেতারাও সামাজিক মাধ্যমে সমর্থকদের ইমরানের বাড়ির সামনে অবস্থান নেওয়ার অনুরোধ করছেন। ইমরানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা জানান, তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষ হতে পারে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

এমএইচ৩৭০: মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে ফের তল্লাশির আহ্বান

নয় বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০-তে থাকা যাত্রীদের পরিবারগুলো উড়োজাহাজটির খোঁজে নতুন করে তল্লাশি শুরু করার আহ্বান জানিয়েছে। রোববার মালয়েশিয়া সরকারকে সমুদ্রতল অনুসন্ধান বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান ‘ওশেন ইনফিনিটি’কে এ নিয়ে কাজ শুরু করার অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছে তারা। ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে ফ্লাইট এমএইচ৩৭০ হারিয়ে যায়; তারপর থেকে এটি বিশ্বের বিমান চলাচলের সেরা রহস্যগুলোর একটি হয়ে আছে। দক্ষিণ ভারত মহাসাগরে আকাশযানটিকে খোঁজার জন্য মালয়েশিয়া ২০১৮ সালে ওশেন ইনফিনিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। উড়োজাহাজটি পাওয়া গেলে সাত কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু কিছুদিনের মধ্যেই অভিযানটি বন্ধ হয়ে যায়। সূত্র: বিডি নিউজ

১৩০০ কর্মী ছাঁটাইয়ের মাস না যেতেই বরখাস্ত জুম প্রেসিডেন্ট

চাকরি হারালেন ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্ব। ‘কোনো কারণ ছাড়াই’ তাকে বিদায় দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। অবশ্য নিয়োগকালীন চুক্তি অনুসারে, বিদায়লগ্নের সব সুযোগ-সুবিধা পাবেন তিনি। ২০২২ সালে এই পদে নিয়োগ দেয়া হয়েছিল ব্যবসায়ী ও গুগলের সাবেক কর্মকর্তা টম্বকে। যোগদানের পর থেকেই সংস্থাটির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন তিনি। জুম কর্তৃপক্ষের খবর, টম্বের জায়গায় অন্য কাউকে আপাতত নেয়ার চিন্তা করছে না প্রতিষ্ঠানটি।২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন এরিক ইউয়ান। বর্তমানে তিনিই প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। টম্ব সরাসরি ইউয়ানের কাছে জবাবদিহি করতেন।২০২০ সালে করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হলে ব্যাপকভাবে চাহিদা বাড়তে থাকে জুমের। তবে করোনাভাইরাসের ভয়াবহতা কমে আসায় ও লকডাউন উঠে যাওয়ায় চাহিদা কমতে থাকে এই প্লাটফর্মটির। এরপরই এটি কর্মী ছাঁটাই শুরু করে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

 

চার্লসের রাজ্যাভিষেক: অনুষ্ঠানে আমন্ত্রিত হ্যারি-মেগান

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্য অভিষেক অনুষ্ঠান। এতদিন জুড়েই জল্পনা কল্পনা ছিলো চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কিনা ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজদায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে।হ্যারি ও মেগানের এক মুখপাত্র সানডে টাইমসকে জানান, এ দম্পতি চার্লসের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। রাজ কার্যালয় থেকে আমন্ত্রণ জানিয়ে তাঁদের ই-মেইল পাঠানো হয়েছে।তবে হ্যারি ও মেগান এ অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে সিদ্ধান্ত এখনো জানাননি। তাদের মুখপাত্র আরও জানান, ডিউক অফ সাসেক্স ও ডাচেস অফ সাসেক্স এই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। বাকিংহাম প্যালেস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। ৬ মে হ্যারি-মেগানের ছেলে আর্চির জন্মদিনও। সূত্র; দেশ রুপান্তর

ভারতসহ ৬ দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া
ভারত, সিরিয়া, ইন্দোনেশিয়াসহ ছয়টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইভগেনি ইভানভকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা তাস জানিয়েছে এ তথ্য। ইভানভ বলেছেন এ বিষয়ে ‘ভারত ছাড়াও অ্যাঙ্গোলা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিরিয়া এবং ফিলিপাইনের সঙ্গে কাজ করা হচ্ছে।’র আগে ইভানভ বলেন, রাশিয়া, সৌদি আরব, বার্বাডোস, হাইতি, জাম্বিয়া, কুয়েত, মালয়েশিয়া, মেক্সিকো ও ত্রিনিদাদসহ ১১টি দেশের সঙ্গে ভিসা-ফ্রি ভ্রমণের বিষয়ে আন্তঃসরকারি চুক্তিরও প্রস্তুতি নিচ্ছে। সূত্র: জাগো নিউজ

পতনের দ্বারপ্রান্তে বাখমুত, রাস্তায় রাস্তায় লড়াই

পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে হঠে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। পশ্চিমা দেশের বিশ্লেষকরা মনে করছেন, বাখমুত থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে।ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা ঐ শহরের পশ্চিমে নতুন পরিখা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলিকে সেখানে পাঠানো হয়েছে।কিন্তু বাখমুতের ডেপুটি মেয়র অলেক্সান্ডার মার্চেনকো জোর দিয়ে বলছেন, রুশ সৈন্যরা এখনও শহরটি দখল করতে পারেনি।দু’পক্ষের প্রচণ্ড লড়াইয়ের মধ্যে রুশ বাহিনীর নিয়মিত সৈন্যরা শহরের উত্তরাঞ্চলে অগ্রসর হচ্ছে।
তাদের সাথে রয়েছে ওয়াগনার গ্রুপের ভাড়াটে সৈন্যরা। সূত্র: বিবিসি বাংলা।