পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

ছবি- সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (০৬ মার্চ) দেশটির বেলুচিস্তান প্রদেশে ওই হামলার ঘটনা ঘটেছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ বলেন, বিস্ফোরণে বেলুচিস্তান কন্সটাবুলারির কমপক্ষে ৯ প্যারামিলিটারি সেনা নিহত হয়েছেন। তিনি আরও জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কাচি জেলার সিবি শহরে সেনা সদস্যরা বাসে করে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী সেনা সদস্যদের বহনকারী গাড়ির পেছনে ধাক্কা দেয়।

কর্মকর্তারা জানান, ওই সেনা সদস্যরা প্রায় এক সপ্তাহ ধরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালের কর্মকর্তারা কমপক্ষে ৭ জন পুলিশ সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর সিরিজ হামলার ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী সোমবারের হামলার দায় স্বীকার করেনি।

Nagad

সারাদিন/০৬ মার্চ/এমবি