ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি- সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন দেশটির আদালত।

সোমবার (০৬ মার্চ) ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তোশাখানা মামলার (প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্ত উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ায় মামলা) শুনানিতে ক্রমাগত অনুপস্থিত থাকায় ইমরান খানের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

একই আদালতে গত সপ্তাহে ইমরান খানের বিরুদ্ধে আরও তিনটি মামলার শুনানি হয়। সেখানেও তিনি অনুপস্থিত ছিলেন।

এরই প্রেক্ষিতে রোববার ইমরান খানকে গ্রেপ্তারের জন্য লাহোর যায় পুলিশ। কিন্তু তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয় তারা। পরে ইমরান খানকে গ্রেপ্তার না করেই ফিরতে হয় তাদের।

Nagad

সারাদিন/০৭ মার্চ/এমবি