গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮, আহত অন্তত ১২০

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৩

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাতের মতো উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ মার্চ) সকালে সেনাবাহিনীর দল এলে আবার উদ্ধার কাজ শুরু হবে। এরই মধ্যে মৃতদেহ হস্তান্তরের কাজও শুরু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল এক ব্রিফিংয়ে বলেছেন, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বিকেল ৪টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। পরে প্রয়োজন অনুসারে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১টিতে উন্নীত করা হয়। বিস্ফোরণে পাশাপাশি দুটি ভবন ক্ষতিগস্ত হয়েছে।