আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ‘স্থানীয় লোকজনের হামলা ও পুলিশের গুলির’ প্রতিবাদে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। এর আগে আজ রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১০টার দিকে তাঁরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা পৌনে ১১টার পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ রোববার সকাল সাড়ে ১০টায় সেখান তাঁরা এ সময় শিক্ষার্থীরা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘পুলিশের হামলা কেন, সন্ত্রাসীদের হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘টোকাইদের কালো হাত, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সূত্র: প্রথম আলো

দেশে খাদ্যঘাটতি নেই

দেশে খাদ্যঘাটতি নেই। যুদ্ধের কারণে (রাশিয়া-ইউক্রেন) জিনিসপত্রের দাম বেড়েছে। এর পরও কম দামে ও ভিজিডির মাধ্যমে দেশে দরিদ্রদের চাল দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন। সমাবেশে ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী ফিতা কেটে ৭৩টি নতুন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ‘এই উন্নয়নগুলো হলো। অসমাপ্ত কিছু কাজ ধীরে ধীরে শেষ করা হবে। আপনারা এগুলো দেখেশুনে রাখবেন। আমার আরো অনেক কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না।’বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সমাবেশ মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ।সমাবেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের রাজনীতির কথা উল্লেখ করে বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ছিল বিএনপি-জামায়াতের কাজ। তাদের আমলেই ময়মনসিংহে চারটি সিনেমা হলে বোমা হামলা করা হয়। বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসে। দেশে লুটপাট ও ধ্বংসের রাজনীতি চালু করে।’ তিনি বলেন, বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ করে উন্নয়ন। বর্তমানে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এ দেশে কেউ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না।শেখ হাসিনা বলেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগ করেছি। এখানে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে। সব ধরনের উন্নয়ন হবে। কিন্তু করোনার কারণে উন্নয়নে দেরি হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এসব উপহার আপনারা সংরক্ষণ করবেন।’ সূত্র: কালের কণ্ঠ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ
নির্বাচনে না এলে অস্তিত্ব থাকবে না বিএনপির

বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী গতকাল শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। ময়মনসিংহ বিভাগ বাদে দেশের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ঢাকা জেলা আওয়ামী লীগ তিনটি স্থানে পৃথক সমাবেশ করে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশগুলোয় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন। আর সেই নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে। নইলে বিএনপি বলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগ। আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিএনপি আসুক অথবা না আসুক নির্বাচন নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি বিভিন্ন দাবি নিয়ে ৫৪ দল গঠন করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। তবে তারা সফল হবে না। বিএনপির ডাকে জনগণের সাড়া নেই বলে তিনি দাবি করেন। সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি নিজেরাই খালেদা জিয়াকে অপসারণ করে তারেক জিয়াকে আনার চেষ্টা করছে। খালেদা জিয়াকে বিএনপি নেতারা মাইনস করছেন, এর দায় একসময় বিএনপিকেই দিতে হবে। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম, মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি প্রমুখ। ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। ক্ষমতায় যাওয়ার ইচ্ছা যাদের, আসেন নির্বাচন করেন। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

সীমা গ্রুপকে ঋণ দিয়ে দশ ব্যাংক বিপাকে
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে সাতজনের প্রাণহানির ঘটনায় নতুন করে বিপদে পড়েছে সাত ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট, মার্কেন্টাইল, পূবালীসহ ১০টি ব্যাংক সীমা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে হাজার কোটি টাকা। ঋণের এসব টাকা উদ্ধার হওয়া নিয়ে এখন তৈরি হয়েছে সংশয়।সীমা গ্রুপের তিন কর্ণধারের বিরুদ্ধেই অবহেলাজনিত হত্যা মামলা করেছেন বিস্ফোরণে নিহত এক শ্রমিকের স্ত্রী। এ ছাড়া বছর তিনেক আগে থেকেই বিভিন্ন ব্যাংকে ঋণের কিস্তি নিয়মিত দিতে পারছে না এই গ্রুপ। কয়েকটি ব্যাংকে তারা হয়েছে খেলাপি। গ্রুপের কারখানাও একের পর এক বন্ধ হচ্ছে। ঋণ দিয়ে তাই এসব ব্যাংক বিপাকে পড়েছে। অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ যেন ব্যাংকগুলোর জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ‘সীমা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজখবর নিতে গিয়ে নানা ধরনের ত্রুটি পাচ্ছি আমরা। একসময় সুনাম থাকলেও এখন বিভিন্ন ব্যাংকে এই গ্রুপের ঋণ জমেছে ৮০০ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানের তিন কর্ণধারের বিরুদ্ধে হয়েছে মামলাও। তাদের বেশ কিছু প্রতিষ্ঠান এখন রুগ্ন হয়ে আছে। তদন্ত শেষে আমরা এ প্রতিষ্ঠান সম্পর্কে একটি উপসংহার টানব।’ খারাপ সময় যাওয়ার কথা স্বীকার করে সীমা অক্সিজেন প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন বলেন, ‘হঠাৎ করে বড় ধরনের বিপদে পড়েছি আমরা। আশা করছি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারব। তবে এ কাজটি এবার অনেক কঠিন হবে। ব্যাংকে যে ঋণ আছে সেগুলো আমরা পরিশোধ করব। কিন্তু কিছুটা সময় বাড়তি লাগতে পারে। সূত্র: সমকাল

ডিবি পরিচয়ে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই
সাড়ে ৭ কোটি টাকার অঙ্ক মিলছে না
রহস্য উদ্ঘাটনে তিন সদস্যের কমিটি গঠন * নিরাপত্তা ছাড়া টাকা বহনের সময় রহস্যঘেরা গাড়ি নষ্টের গল্প * জড়িত আরও কয়েকজন আটক, নতুন করে আরও টাকা উদ্ধারের দাবি

ডাচ্-বাংলা ব্যাংকের বুথে সরবরাহের জন্য বহন করা সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের পর ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানিয়েছিল ডিবি পুলিশ। কিন্তু ঘটনার পর সময় যত গড়ায়, টাকার অঙ্ক যেন ততই কমতে থাকে। শেষ পর্যন্ত টাকা উদ্ধার দেখানো হয় ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার। মামলার এজাহারেও টাকার এই অঙ্ক উল্লেখ করা হয়েছে। বাকি প্রায় সাড়ে ৭ কোটি টাকা তাহলে কোথায় গেল-সেই প্রশ্নের জবাব মিলছে না।পুলিশের উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারাও এখন মুখে কুলুপ এঁটেছেন। ফলে এ নিয়ে খোদ পুলিশ প্রশাসনেই চলছে নানা কানাঘুষা। এদিকে নিরাপত্তা ছাড়া টাকা বহনের সময় রহস্যঘেরা গাড়ি নষ্টের গল্পেরও ডালপালা পাখা মেলছে। তবে পুলিশ ওই ঘটনায় জড়িত আরও কয়েকজনকে আটক করে তাদের নিয়ে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।অপরদিকে টাকার হিসাব মেলাতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামানকে।জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান যুগান্তরকে বলেন, ‘আমরা পেপার ওয়ার্ক শুরু করেছি। ছিনতাইয়ের ঘটনার পর টাকা উদ্ধারের অঙ্কে গরমিল এবং এসব নিয়ে ওঠা প্রশ্নগুলোসহ সবদিক নিয়ে আমরা কাজ করব। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারব।’ সূত্র: যুগান্তর।

৪০ বছরে গড়ে ওঠা ব্যাংক মূলধন সংকটে ৪৮ ঘণ্টাও টিকতে পারল না

মূলধনের সংকট মোকাবেলা ও ব্যালান্স শিটের দুর্বলতা মোকাবেলায় শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল মার্কিন ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। এ ঘোষণায় বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে ব্যাংকটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার একদিনে ৪২ বিলিয়ন (৪ হাজার ২০০ কোটি) ডলার তুলে নেন আমানতকারীরা। শুক্রবার দিনের শুরুতেও এ পরিস্থিতি বহাল থাকে। এক পর্যায়ে ব্যাংকটি বন্ধের ঘোষণা দিতে বাধ্য হয় এসভিপি কর্তৃপক্ষ। চার দশক ধরে গড়ে ব্যাংকটি সংকটের মুখে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ধসে পড়ে। ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যাংকটিকে ধরা হতো সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের বড় কোম্পানি ও উদ্যোক্তাদের ঋণ পাওয়ার বড় আশ্রয়স্থল হিসেবে। গ্রাহকদের ওপর ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ার আর্থিক প্রভাব নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত সামনে আসেনি। তবে মার্কিন প্রযুক্তি খাতের মেরুদণ্ড হিসেবে পরিচিত সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ নিয়ে বড় আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: বণিক বার্তা।

অবকাঠামো বাড়াতে ২৮০ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ আইটি কনসালট্যান্টসের

তথ্যপ্রযুক্তি পরিষেবা সম্প্রসারণে একটি বহুতল ভবন, আইটি অবকাঠামো এবং একাধিক অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণের জন্য ২৮০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি আইটি কনসালট্যান্টস লিমিটেড। এসব অবকাঠামো তৈরির জন্য একটি আইটিসি টাওয়ার নির্মাণে তেজগাঁও শিল্প এলাকায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।জানা গেছে, সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বিনিয়োগের এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ২৬ এপ্রিল একটি সাধারণ সভা (ইজিএম) ডেকেছে আইটি কনসালট্যান্টস লিমিটেড।কর্মকর্তারা জানান, শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর কোম্পানি একটি ১৩ তলা বিশিষ্ট আইটিসি টাওয়ার এবং দুটি বেসমেন্ট স্থাপনা নির্মাণের অনুমোদন চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে আবেদন করবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে এলেঙ্গা-রংপুর সড়কে আগাম প্রস্তুতি

আর মাস দেড়েক পরই আসছে রোজার ঈদ। ঢল নামবে মহাসড়কে। সেই ঢল সামলাতে প্রতিবারই মহাসড়কে হিমশিম খেতে হবে সংশ্লিষ্টদের। তাই ঈদযাত্রায় ভোগান্তি কমাতে এবার আগাম প্রস্তুতি শুরু হয়েছে। উত্তরবঙ্গে ঢোকার প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের ‘বোটলনেক’ এরিয়া চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। যেসব জায়গায় যানজট হতে পারে, সেই জায়গাতে যান চলাচলা স্বাভাবিক রাখার পথ খোঁজা হচ্ছে। চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত ৪ লেন আছে। কিন্তু এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার সার্ভিস লেনসহ ৬ লেনের সড়ক নির্মাণকাজ চলছে। এর ফলে ৪ লেনের গাড়িগুলো যখন টাঙ্গাইল থেকে এলেঙ্গাতে ঢুকবে তখনই যানজট তৈরি হবে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে গাড়িগুলো যেন উত্তরবঙ্গে যানজট ছাড়া যেতে পারে, সেজন্য কাজ শুরু করেছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাসেক সড়ক সংযোগ-২-এর প্রকল্প পরিচালক ড. মো. ওয়ালিউর রহমান দৈনিক বাংলাকে বলেন, ‘মহাসড়কের নির্মাণকাজ অনেক খানি এগিয়ে গেছে। তবে কোথায় ‘বোটলনেক’ তৈরি হতে পারে যেই জায়গাগুলো আমরা চিহ্নিত করছি। ঈদের আগে এই বোটলনেকগুলো নিয়ে একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি। চেষ্টা করছি রাস্তাগুলোকে যতটা ইজি করা যায়। যাতে যানবাহনগুলো বাধাহীনভাবে চলতে পারে। ঈদের আগে যদি কিছু ব্রিজ, কালভার্ট খুলে দেয়া যায়। তাহলে বোটলনেকগুলো থাকবে না।’ সূত্র: দৈনিক বাংলা।

যে সাতটি খাতে বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বাংলাদেশে
বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করার সময় তিনি বলেছেন, ‘’আপনারা আসুন, বিনিয়োগ করুন, বাংলাদেশ সবসময় প্রস্তুত আপনাদের আগমনের জন্য।‘’বাংলাদেশ ব্যাংকের হিসাবে, বাংলাদেশে ২০২১-২২ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে ৪৭০ কোটি ৮০ লাখ ডলার। জুন ২০২২ সালের হিসাবে দেশে বর্তমানে মোট এফডিআই রয়েছে ২ হাজার ৫০ কোটি ৩৫ লাখ ডলার। আগের বছরের তুলনায় এফডিআই প্রায় ৫ শতাংশ কমেছে।তবে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বোর্ড এবং অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই দেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিভল ২১ ঘণ্টায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে লাগা আগুন প্রায় ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম। রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া আছে। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার আউট ঘোষণা করা হয়নি।”শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা এলাকার নেমসন কন্টেইনার ডিপো সংলগ্ন ওই তুলার গুদামে আগুন লাগে। ইউনিটেক্স নামে একটি কোম্পানির আমদানি করা দুই হাজার ৭০০ টন তুলা মজুদ ছিল সেখানে। পর্যাপ্ত পানি না পাওয়ায় দীর্ঘ চেষ্টাতে ওই গুদামের আগুন নেভানো যাচ্ছিল না। আশপাশের পুকুরসহ বিভিন্ন জলাধারের পানি শেষ হয়ে যাওয়ায় ক্যান্টনমেন্ট, ভাটিয়ারি, বাড়বকুণ্ডসহ বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করা হয়।এনডিসি তৌহিদুল ইসলাম বলেন, গুদামে তুলার পরিমাণে বেশি হওয়ায় এক অংশের আগুন নির্বাপণ করার পর স্তূপের নিচ থেকে আরেক অংশে আগুন ছড়াচ্ছিল। সূত্র: বিডি নিউজ