আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

রাশিয়ার কাছ থেকে সুখোই সু-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

রাশিয়ার কাছ থেকে আধুনিক সুখোই সু-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। ইতিমধ্যে রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন রাশিয়াকে ব্যবহার করতে দেখা গেছে। এখন রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার বিষয়ে খবর এল। জাতিসংঘে ইরান মিশনকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, রাশিয়ার সুখোই সু-৩৫ যুদ্ধবিমান ইরানের কাছে কারিগরিভাবে গ্রহণযোগ্য। এ যুদ্ধবিমান কেনার জন্য ইরান একটি চুক্তি চূড়ান্ত করেছে। চুক্তির তথ্য সঠিক কি না, সে বিষয়ে রাশিয়ার নিশ্চিতকরণ বক্তব্য আইআরআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ ছাড়া চুক্তির বিস্তারিত বিবরণও প্রতিবেদনে নেই।আইআরআইবি জানিয়েছে, ইরান মিশন বলেছে, আরও কয়েকটি দেশ থেকে সামরিক বিমান কেনার বিষয়ে তেহরান খোঁজখবর করেছে। তবে এ দেশগুলোর নাম ইরান মিশন উল্লেখ করেনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে তেহরানে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেন। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা চাপের মুখে মস্কো ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন পুতিন। সূত্র: প্রথম আলো

চীনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের অস্বস্তি

অনেকটা আকস্মিকভাবেই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব ও ইরান। মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বৈঠক হয়েছে বেইজিংয়ে। চুক্তিতে সম্মত হওয়ার চার দিন পর গত শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় দুই পক্ষ। দূতাবাস খুলে দেওয়ার পাশাপাশি ২০ বছর আগে স্বাক্ষর হওয়া অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তিও বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্ততায় রিয়াদ ও তেহরানের এমন ঘোষণা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর বলছেন বিশ্লেষকরা। যদিও গত শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ওয়াশিংটন সরাসরি জড়িত না থাকলেও ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের অবহিত করেছে সৌদি আরব। জন কিরবি চুক্তিতে চীনের সম্পৃক্ততাকে খাটো করে দেখিয়ে বলেছেন, ‘হোয়াইট হাউস বিশ্বাস করে, ইরান ও তার মদদে চলা গোষ্ঠীদের আক্রমণের বিরুদ্ধে সৌদির কার্যকর প্রতিরোধসহ অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ শেষ পর্যন্ত তেহরানকে আলোচনার টেবিলে বসিয়েছে।’ সূত্র: কালের কন্ঠ

সৌদি-ইরান চুক্তিতে চীনের ভূমিকা
কঠিন পরীক্ষায় যুক্তরাষ্ট্র

কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সৌদি আরব ও ইরানের আকস্মিক চুক্তি তেহরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার সম্ভাব্য পথ আর ইয়েমেনে যুদ্ধবিরতি নিশ্চিতের সুযোগসহ যুক্তরাষ্ট্রকে কৌতূহলী হয়ে ওঠার অনেক উপাদানই দিচ্ছে। এতে আরও একটি উপাদান আছে, যা ওয়াশিংটনের কর্মকর্তাদের ব্যাপক অস্বস্তিতে ফেলেছে। সেটি হলো- শান্তির মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভূমিকা, তাও এমন এক অঞ্চলে যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবের কথা সুবিদিত। বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে চার দিনের আলোচনার পর শুক্রবার এ চুক্তির ঘোষণা আসে; চুক্তির আগে ওই আলোচনার খবর প্রকাশ্যে আসেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত না থাকলেও, সৌদি আরব ইরানের সঙ্গে তাদের আলোচনার বিষয়বস্তু নিয়মিতই মার্কিন কর্মকর্তাদের অবহিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য থেকে শুরু করে গুপ্তচরবৃত্তিসহ নানান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমাগত তিক্ত হয়েছে। দুই অর্থনৈতিক পরাশক্তি নিজেদের সীমানা থেকে অনেক দূরে প্রভাব বিস্তার নিয়েও প্রতিদ্বন্দ্বিতায় মেতেছে। কারবি শুক্রবার ঘোষিত চুক্তিতে চীনের ভূমিকাকে খুব একটা গুরুত্ব না দিয়ে বলেছেন, ইরান ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর হামলার পাল্টায় কার্যকর সৌদি প্রতিরোধসহ ভিতরে-বাইরে নানান চাপই তেহরানকে আলোচনার টেবিলে বসিয়েছে বলে মনে করে হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জেফরি ফেল্টম্যানের মতে, ছয় বছর পর একে অপরের দেশে দূতাবাস খুলতে ইরান-সৌদি আরবের রাজি হওয়ার চেয়েও চীনের ভূমিকাই এই চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক বলে মনে হচ্ছে। ‘এটি ব্যাখ্যা করা হবে বাইডেন প্রশাসনের গালে চপেটাঘাত ও চীনের উত্থানের প্রমাণ হিসেবে, যা সম্ভবত সঠিকই হবে,’ বলেছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের ফেলো ফেল্টম্যান। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

৪২ শহরে সেনা নিয়োগ করছে রুশপন্থি ভাড়াটে যোদ্ধা ওয়াগনার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের লড়াইয়ে ব্যাপক সেনা হতাহত হয়েছে রুশপন্থি ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। আর সেই ঘাটতি পূরণে এবার রাশিয়ার ৪২টি শহরে নিয়োগ কেন্দ্র খুলছে গ্রুপটি। বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তিনি বাখমুতের যুদ্ধে বড় ক্ষতি পূরণ করতে নতুন করে যোদ্ধা নিয়োগ করতে চান।গত শুক্রবার অডিও বার্তায় প্রিগোজিন বলেন, কেন্দ্রগুলোতে গিয়ে নতুন যোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছে। তবে তিনি সেই সংখ্যা উল্লেখ করেননি। তিনি আরও বলেন, রুশ সেনাবাহিনী থেকে গোলাবারুদ সরবরাহের পরিমাণ বেড়েছে। ২০২৩ সালে উৎপাদিত গোলাবারুদ তাদের দেওয়া হয়েছে জানালেও গোলাবারুদ সংকট উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন তিনি। এ সময় ইউক্রেনীয় বাহিনীর প্রচণ্ড প্রতিরোধ সত্ত্বেও ওয়াগনার সেনারা এগিয়ে যাবে, এ প্রত্যয় ব্যক্ত করেন প্রিগোজিন। সম্প্রতি মস্কোর ওপর ক্ষোভ প্রকাশ করেন ওয়াগনার প্রধান। তাঁর অভিযোগ, নথিতে সই করার পরও যুদ্ধের প্রয়োজনীয় রসদ দিচ্ছে না রাশিয়া। এরপর তাঁর বাহিনীর প্রতিনিধে রুশ সেনা সদরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। বাখমুতে মারাত্মক ক্ষতির কথা স্বীকার করে এক পর্যায়ে ওয়াগনার যোদ্ধাদের মৃতদেহের লাইনের ভয়ঙ্কর ছবিও পোস্ট করেছিলেন প্রিগোজিন। সূত্র: সমকাল

বাখমুতে ২৪ ঘণ্টায় ৪৩০ সেনা নিহত

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। গত ২৪ ঘণ্টার লড়াইয়ে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মস্কো ও কিয়েভ। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়া দাবি করেছে— বাখমুতের লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় শত শত শত্রু সেনা নিহত হয়েছে। কিয়েভ দাবি করেছে, তারা অবিচ্ছিন্নভাবে আক্রমণ প্রতিরোধ করে যাচ্ছে। শহরটিকে বিভক্ত করা বাখমুত নদীর ওপর নির্মিত একটি ব্রিজকে এখন নতুন ফ্রন্টলাইন হিসেবে চিহ্নিত করা হয়েছে।ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, বাখমুতে মস্কোপন্থি অন্তত ২২১ সেনা নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অংশে ২১০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। যদিও এক পক্ষের দাবির ব্যাপারে অপর পক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বাখমুতের পরিস্থিতিকে একটি কিলিং জোনের সঙ্গে তুলনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে রাশিয়ার ভাড়াটে বাহিনী সম্ভবত পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ছে। সূত্র: যুগান্তর

বায়ুদূষণে নাকাল ব্যাংকক, ১ সপ্তাহে হাসপাতালে ভর্তি ২ লাখ

বায়ুদূষণে নাকাল অবস্থা পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের। দেশটির রাজধানী ব্যাংককে গত সপ্তাহে দূষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় দুই লাখ মানুষকে।বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানে আনুমানিক এক কোটি ১০ লাখ লোকের বাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই শহরটিই কয়েকদিন ধরে অস্বস্তিকর হলুদ-ধূসর মিশ্রিত যানবাহনের ধোঁয়া, শিল্প নির্গমন এবং কৃষি বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ঢেকে আছে। বায়ুদূষণের কারণে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত শহরটির ১৩ লাখেরও বেশি মানুষ অসুস্থ হয়েছে। ক্রিয়াংক্রাই নামথাইসং নামে দেশটির এক চিকিৎসক বুধবার শিশু ও গর্ভবতী নারীদের ঘরে অবস্থান নিতে বলেছেন। কেউ বাইরে বের হলে তাকে উচ্চ সুরক্ষার এন-৯৫ মাস্ক পরারও আহ্বান জানিয়েছেন তিনি।দূষণের প্রেক্ষিতে জানুয়ারির শেষের দিকে ও ফেব্রুয়ারির শুরুতে ঘরে থেকে জনগণকে কাজ করার আহ্বান জানিয়েছিল শহর কর্তৃপক্ষ। সূত্র: দৈনিক বাংলা

সৌদি আরবের বাজেট উদ্বৃত্ত ২ হাজার ৭৬৮ কোটি ডলার

তেলের উচ্চমূল্যে ভর করে গত বছর সৌদি আরবের বাজেট উদ্বৃত্ত ২ হাজার ৭৬৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এতে প্রায় ১০ বছর পর বাজেট উদ্বৃত্ত দেখল মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতিটি।সম্প্রতি প্রকাশিত দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে সৌদি আরবের বাজেট উদ্বৃত্ত ছিল ১০ হাজার ৩৯০ কোটি সৌদি রিয়াল বা ২ হাজার ৭৬৮ কোটি ডলার। গত বছর সৌদি আরবের রাজস্ব আয় ট্রিলিয়ন-রিয়ালের সীমা অতিক্রম করেছে। অর্থ মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে দেশটির রাজস্ব আয় ছিল ১ দশমিক ২৭ ট্রিলিয়ন রিয়াল বা ৩৩ হাজার ৮০০ কোটি ডলার। ২০২১ সালের ২৫ হাজার ৭০০ কোটি ডলারের চেয়ে যা ৩১ শতাংশ বেড়েছে। গত বছর দেশটির মোট সরকারি ব্যয় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ১৬ ট্রিলিয়ন রিয়াল বা ৩০ হাজার ৯০০ কোটি ডলার। সূত্র: বণিক বার্তা

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার রাইটিং ফিচার যুক্ত করবে গ্রামারলি

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রাইটিং ফিচার যুক্তের ঘোষণা দিয়েছে ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট গ্র্যামারলি। ‘গ্রামারলি গো’ নামের এই এআই ফিচার ব্যবহার করে ব্যবহারকারী খুব সহজেই নিজের মতো করে নির্দেশনা দিয়ে লিখিত কন্টেন্ট তৈরি করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির নতুন এ ফিচারে লিখিত কন্টেন্টের জন্য ‘কাস্টম ভয়েজ অপশন’ যুক্ত করা হবে। একইসাথে আইডিয়া তৈরির জন্য এআই ব্যবহার করে ব্রেইনস্টর্মিং সেশন করারও সুযোগ থাকবে।
গ্রামারলির পক্ষ থেকে অফিসিয়াল ব্লগ পোস্টে বলা হয়, “জেনারেটরি এআই টুলটি লেখার স্টাইল এবং টোন বুঝে যে কোনো কন্টেন্ট পুনরায় লিখতে পারবে। একইসাথে কনটেন্টের শব্দ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে। এটি একদিকে যেমন ব্যবহারকারীদের সময় বাঁচাবে, অন্যদিকে সৃজনশীলতাও বৃদ্ধি করবে।”
আগামী এপ্রিল থেকে প্ল্যাটফর্মটির গ্রামারলি প্রিমিয়াম, গ্রামারলি বিজনেস এবং গ্রামারলি এডুকেশন ফর কাস্টমার ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, জার্মানি ও ইউক্রেনের ফ্রি তে গ্রামারলি ব্যবহারকারীরাও এ ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

‘বিজেপি কর্মীরা জয় শ্রীরাম বলে সংসদ সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে’

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভোট পরবর্তী সহিংসতায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট ও কংগ্রেস সংসদ সদস্যরা। ক্ষমতাসীন বিজেপি কর্মীরাই ওই হামলা চালিয়েছেন বলে তাদের অভিযোগ।ত্রিপুরা পুলিশ বলছে সংসদ সদস্যদের দলটিতে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর হলেও কেউ শারীরিকভাবে আহত হননি।তবে বিজেপি বলছে এ ধরনের হামলার কোনও ঘটনাই হয়নি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মীদের বাড়ি-দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে বাম এবং কংগ্রেসের সাতজন সংসদ সদস্য ও বিধানসভার সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে শুক্রবার ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। সিপাহীজলা জেলার নেহাল চন্দ্র নগর এলাকায় সংসদ সদস্যদের ওপরে হামলা হয় বলে অভিযোগ করছে বামফ্রন্ট ও কংগ্রেস জোট। সূত্র: বিবিসি বাংলা।

সরকারের অভিবাসন নীতির সমালোচনা করে বরখাস্ত লিনেকারকে ঘিরে বিবিসিতে অস্থিরতা

যুক্তরাজ্য সরকারের বিতর্কিত অভিবাসন নীতি নিয়ে সমালোচনার করা গ্যারি লিনেকারকে বরখাস্ত করে ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিবিসি। ফুটবল খেলা নিয়ে বিবিসি ওয়ানের আয়োজন ‘ম্যাচ অব দ্য ডে’-র হোস্ট সাবেক তারকা ফুটবলার লিনেকারকে শুক্রবার দায়িত্ব থেকে সরে যেতে বলে ব্রিটিশ গণমাধ্যমটি।মূল উপস্থাপক না থাকার পাশাপাশি তার প্রতি সমর্থন জানিয়ে অন্য উপস্থাপক ও ভাষ্যকারদের ওয়াক আউটের কারণে শনিবার নিয়মিত ওই প্রোগ্রামে ব্যাঘাত ঘটে।এর জন্য বিবিসির মহাপরিচালক টিম ডেভি লাইসেন্স ফি দেওয়া দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন বলে গণমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে।সরকারের চাপে লিনেকারকে বরখাস্ত করার কথাও অস্বীকার করেছেন ডেভি। শনিবার রাতে নির্ধারিত সময়ে ‘ম্যাচ অব দ্য ডে’ শুরু হলেও সেটি চলে মাত্র ২০ মিনিট। ছিল না কোনো কথোপকথন, বিশ্লেষণ নিয়ে হাজির হননি অ্যালান শিয়ারার বা ইয়ান রাইট, তাদের পরিবর্তে অন্য কাউকে দেখাও যায়নি। সূত্র: বিডি নিউজ