এবার সব বিষয়েই এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

সংগৃহীত

আগামী জুলাই মাসে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়া হতে পারে। সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে। চলতি বছর সব বিষয়েই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড চেয়ারম্যান জানান, সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর নির্ধারিত সময়ে এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া গত বছরের এইচএসসি পরীক্ষা গত ০৬ নভেম্বর শুরু হয়।

তপন কুমার সরকার বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে এখনও দিন-তারিখ অর্থাৎ রুটিন চূড়ান্ত করা হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ড বলেন, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

আর চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। যা চলবে ২৩ মে পর্যন্ত।

Nagad

সারাদিন/১৩ মার্চ/এমবি