অসুস্থ রুক্মিণী, বন্ধ বিনোদিনীর শুটিং

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

ছবি- সংগৃহীত

শুটিং শুরুর এক মাসের মাথায় বন্ধ হয়ে গেলে ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’-এর শুটিং। ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্র-সহ টিমের বেশিরভাগ সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। এই কারণে উদ্বিগ্ন সিনেমাটির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। রুক্মিণী-সহ সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

‘বিনোদিনী’ সিনেমার পরিচালক রামকমল মুখোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে খোলসা করেছেন।

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সাথে ছবি পোস্ট করে পরিচালক রামকমল লিখেছেন, “টিম বিনোদিনী এক নাটির উপাখ্যানের সদস্যরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন! আপনারা যোদ্ধা, জানি আপনারা সুস্থ হয়ে উঠবেন।”

রামকমল আরও লিখেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে বিনোদিনী মূল অভিনেতা এবং টিমের অন্যান্য সদস্যরা শুটিংয়ে ভাইরাল জ্বরে আক্রান্ত। রুক্মিণী মৈত্রের সাথে অসুস্থ আমার পুরো ডিরেক্টরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট এবং হেয়ার মেকআপ টিম।”

পরিচালক রামকমল লিখেছেন, “সকলেই এই ভাইরাল, জ্বরের মাত্রও বেশি। সকলেই চিকিৎসা এবং সতর্কতার মধ্যেই রয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করছি।” সবশেষে পরিচালক লিখেছেন, “হরি গুরু, গুরু হরি।”

Nagad

রুক্মিণী মৈত্র নিজেও ইনস্টাস্টোরিতে নিজের ১০২.২ জ্বরের কথা জানিয়েছেন। লিখেছেন, “ডাউন অ্যান্ড ডেড।”

এদিকে, শুটিং শুরু ঠিক আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র জানিয়েছিলেন বিনোদিনী হয়ে উঠতে তাকে কীভাবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। তিনি জানান, আপাতত তিনি পুরোপুরি বিনোদিনীর মধ্যেই রয়েছেন। সকাল ৯-১১ টা পর্যন্ত নানান রকম প্রস্তুতি নেন তিনি।

বিনোদিনী হয়ে উঠতে তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে অ্যাক্টিং ওয়ার্কশপ করেছেন নিয়মিত, সাথে চলেছে নাচের রিহার্সাল। বিনোদিনীর প্রস্তুতি নেওয়ার কারণে তিনি কাজের বাইরে বিশেষ কোথাও যাচ্ছেন না। তার কথায়, “বিনোদিনীকে যত চিনছি নারী হিসাবে গর্ব হচ্ছে।”

সারাদিন/১৩ মার্চ/এমবি