আন্তর্জাতিক সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন)

বাংলাদেশে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনেভা-ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন)। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিনিয়র অ্যাসোসিয়েট, সোশ্যাল প্রটেকশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অ্যাসোসিয়েট, সোশ্যাল প্রটেকশন। পদসংখ্যা: একজন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পলিসি/ অ্যাপ্লাইড ইকোনমিকস/ডেভেলপমেন্ট স্টাডিজ/সমাজবিজ্ঞান/সমাজকল্যাণ বা এ ধরনের বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো জাতীয়/আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় সোশ্যাল প্রটেকশন/হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এমঅ্যান্ডই ও ডেটা ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। পলিসি রিসার্চে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্থানীয় বা ফরাসি ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, ফুড সিস্টেম, লাইভলিহুডস, জেন্ডার ও পোভার্টি বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চার বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)। কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ। বেতন: বছরে ১৫ লাখ ৫৫ হাজার ৫৮৪ থেকে ১৭ লাখ ৭৭ হাজার ৬০৮ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)।

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, পাঁচ মাস মাতৃত্বকালীন ও ১০ দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সুবিধা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের https://jobs.gainhealth.org/vacancies/976/ এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

Nagad

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ মার্চ, ২০২৩।

সূত্র-প্রথম আলো

সারাদিন/১৪ মার্চ/এমবি