আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

র‌্যাপিডের গবেষণা
ইউরোপে অতিরিক্ত আরও ১৮০০ কোটি ডলারের রপ্তানির সুযোগ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই বাজারে বর্তমানে বাংলাদেশ তাদের সক্ষমতার মাত্র ৬০ শতাংশ ব্যবহার করছে। বাকি সুযোগ কাজে লাগাতে পারলে ইইউর বাজারে বছরে আরও ১ হাজার ৮০০ কোটি ডলার রপ্তানি করা যাবে।বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার ‘ইইউ-বাংলাদেশ অংশীদারত্বের পঞ্চাশ বছর: সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়া’ শীর্ষক এই গবেষণাপত্রের উপস্থাপনা ও এক সেমিনারের আয়োজন করা হয়। র‌্যাপিড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেমিনারে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিশেষত ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বাড়াতে জিএসপি–সুবিধাসহ আনুষঙ্গিক বিষয়ে নীতিনির্ধারকদের এখনই উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। সূত্র: প্রথম আলো

বালি দ্বীপে মোটরসাইকেল চালাতে পারবেন না পর্যটকেরা

ইন্দোনেশিয়ার পর্যটন অঞ্চল বালি। নানান দেশের পর্যটকেরা যান ঘুরতে। সেখানে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ভাড়ায় নিয়ে ঘোরা। উন্নত গণপরিবহনব্যবস্থা না থাকায় বালিতে বিদেশি পর্যটকেরা প্রায়ই দ্বীপের চারপাশে ঘুরতে মোটরসাইকেল ভাড়া করেন।
এবার সে সুযোগ আর থাকছে না। মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ট্রাফিক আইন ভঙ্গসহ নানা অভিযোগের কারণে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্থানীয় প্রশাসন।বালির গভর্নর আই ওয়াইন কোস্তের বলেছেন, ‘শার্ট বা কাপড় ছাড়া খালি গায়ে আপনার মোটরবাইক চালিয়ে গোটা দ্বীপ ঘোরা উচিত নয়। হেলমেট ছাড়া ঘোরা ঠিক নয়। এমনকি অনেকে লাইসেন্স ছাড়াই বাইক চালান। এটাও ঠিক নয়।’-কোভিড-১৯ মহামারির কারণে পর্যটক কমে গেছে বালিতে। এমন অবস্থায় মোটরসাইকেল চালানো বন্ধের সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনা চলছে। কেউ এটা সমর্থন করছেন তো কেউ বলছেন, এতে আরও কমবে পর্যটক। তবে মোটরসাইকেল নিয়ে ঘোরা বন্ধ হচ্ছে—এটা ভেবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ, পর্যটকেরা এখন থেকে ট্রাভেল এজেন্সি থেকে সরবরাহ করা মোটরবাইক চালাতে পারবেন। উন্নত গণপরিবহন না থাকায় বালিতে বিদেশি পর্যটকেরা প্রায়ই দ্বীপের চারপাশে ঘুরতে মোটরবাইক ভাড়া করেন। সহজেই মেলে দুই চাকার গাড়িগুলো। পর্যটকেরাও সহজেই অলিগলির মধ্যে প্রবেশ করে পুরো দ্বীপ ঘুরতে পারেন সহজে। এ জন্য অনেক পর্যটক বাইক ব্যবহার করেন। আর মোটরসাইকেল চালাতে গিয়ে এ বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৭১ জন পর্যটক ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। এ ছাড়া অনেকে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করেছে। সূত্র: প্রথম আলো

পরমাণু শক্তিচালিত সাবমেরিন চুক্তি নিয়ে বেইজিং
ভুল ও বিপদের পথে হাঁটছে অকাস
মুখোমুখি অকাস জোট ও চীন

যুক্তরাষ্ট্রের নির্মিত পাঁচটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন কেনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহযোগিতায় সাবমেরিন বহর প্রতিষ্ঠার উচ্চাভিলাষী প্রকল্পের অংশ হিসেবে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।এ নিয়ে গতকাল মঙ্গলবার বেইজিং বলেছে, এর মাধ্যমে অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ‘ভুল ও বিপদের পথে’ হাঁটছে। অকাসের এ পরিকল্পনার পুরোভাগজুড়ে রয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের ক্রমবর্ধমান সম্প্রসারণমূলক তৎপরতার বিষয়টি। চীন অভিযোগ করছে, এর মাধ্যমে পরমাণু অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত চুক্তি ‘নিউক্লিয়ার নন-প্রলিফিকেশন ট্রিটি (এনপিটি)’ হুমকির মুখে পড়ল। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলছেন, অস্ট্রেলিয়া পরমাণু প্রযুক্তি পাবে না।অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি হওয়া নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যৌথ বিবৃতিতে দেখা যায়, নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে অবজ্ঞা করছে এবং ভুল ও বিপদের আরো নিচের দিকে নামছে তারা।’ পশ্চিমা দেশগুলোর এই ধরনের তৎপরতাকে স্নায়ুযুদ্ধের মানসিকতা হিসেবে আখ্যা দেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

Nagad

পোষা সাপ যাবে রেস্টুরেন্টে

না, আহার্য হিসেবে নয় মোটেই। কাস্টমারের গেস্ট হিসেবে বরং তার পোষা সাপ যাবে রেস্টুরেন্টে। আর কাস্টমার যখন খাবারের অর্ডার দেবেন কিংবা খাবেন বা গল্প করবেন, তখন সেটি ঘুরে বেড়াবে তার আশপাশেই।একটা সময় ছিল, যখন বিশ্বের কোনো রেস্টুরেন্টেই কেউ তার পোষা প্রাণী নিয়ে প্রবেশ করতে পারতেন না। যদি কেউ প্রবেশ করতেন, তবে অন্যদের আতঙ্ক দেখে নিজেই অস্বস্তিতে পড়ে যেতেন। কিন্তু সময় পরিবর্তন হয়েছে। পশুপ্রেমীদের ক্রমাগত আন্দোলন আর সাহসী পদক্ষেপের কারণে এখন বিভিন্ন বড় রেস্টুরেন্টে মানুষ তাদের প্রিয় পোষা কুকুর, বিড়াল নিয়ে হাজির হচ্ছেন। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উপকণ্ঠে ‘ফ্যাংস বাই ডেকোরি’ হলো প্রথম রেস্টুরেন্ট যেখানে সাপ, গিরগিটি, টিকিটিকির প্রবেশাধিকার পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।রেস্টুরেন্টের মালিক ইয়াপ মিং ইয়াং নিজেও একজন সরীসৃপপ্রেমী। তার রেস্টুরেন্টে কাচের বড় বড় বাক্সে রয়েছে কর্ন স্নেক, লেপার্ড গেকো, বেয়ার্ডেড ড্রাগনসহ নানা ধরনের সাপ ও গিরগিটি। রেস্টুরেন্টে আসা ছোট ছেলেমেয়েরা সেগুলো ধরতে এবং তাদের নিয়ে খেলতেও পারে। ইয়াং বলছিলেন, ‘কুকুর, বিড়ালের মতো লোমশ প্রাণীগুলোর প্রতি মানুষের ভালোবাসা বাড়লেও সরীসৃপ প্রজাতির প্রাণীর জন্য বাড়েনি। এগুলোকে এখনো ঘিনঘিনে ভেবে অনেকে দূরে সরিয়ে রাখেন, অনেকে আবার রীতিমতো ভয় পান নিরীহ এ প্রাণীগুলোকে। অথচ এ প্রাণীগুলো অনেক বেশি ভালোবাসা পাওয়ার দাবিদার। তাই মানুষের মনোভাব পরিবর্তন করতেই এই রেস্টুরেন্টে পোষা সাপ বা গিরগিটি নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছি।’ সূত্র; দৈনিক বাংলা

কেনো প্রয়োজন অস্ট্রেলিয়ার
চীন ঠেকাতে নতুন প্রকল্পে অকাস
তিন দেশের পারমাণবিক সাবমেরিন চুক্তি

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব দিন দিন বেড়ে চলছে। এতে খানিকটা বিব্রত পশ্চিমারা। সে ভয়েই চীনকে ঠেকাতে নতুন পরিকল্পনা এঁটেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। এবার পারমাণবিকচালিত সাবমেরিনের একটি নতুন যৌথ বহর তৈরি করবে বলে ঘোষণা দেন তারা। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর নৌঘাঁটিতে এর বিশদ বিবরণ প্রকাশ করা হয়। সে সময় বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ‘অকাস’ (অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস) চুক্তির অধীনে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো কমপক্ষে তিনটি পারমাণবিক শক্তিচালিত সাব-সফর দেখতে পাবে বলে নিশ্চিত করা হয়। সান দিয়েগোতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে যৌথ বিবৃতিতে বাইডেন বলেন, চুক্তিটি পারমাণবিকমুক্ত দেশ অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিকে নষ্ট করবে না।’ আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ান শিপইয়ার্ডে সাবমেরিন নির্মাণের ফলে স্থানীয় হাজার হাজার কর্মসংস্থানও তৈরি হবে।হাত গুটিয়ে বসে নেই বেইজিংও। কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘বড় নৌচুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। এছাড়া চীনের জাতিসংঘ মিশনও পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে পারমাণবিক সম্প্র্রসারণ প্রচেষ্টা বৃদ্ধির অভিযোগ এনেছে। তবে প্রেসিডেন্ট বাইডেন তা নাকচ করে বলেন, ‘এই চুক্তির লক্ষ্য এই অঞ্চলে শুধু শান্তি প্রতিষ্ঠা করা। সাবমেরিনগুলো শুধু পারমাণবিক শক্তিচালিত, পারমাণবিক অস্ত্রে সজ্জিত নয়।’ বিবরণীতে বলা হয়েছে, মিত্ররা যুক্তরাজ্যের তৈরি রোলস-রয়েস চুল্লিসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন বহর তৈরিতে কাজ করবে। যুক্তরাজ্যের পর ওয়াশিংটনের অভিজাত পারমাণবিক প্রযুক্তি গ্রহণকারী দ্বিতীয় দেশ হবে অস্ট্রেলিয়া। নিউক্লিয়ার সাবমেরিন বিশ্বে সপ্তম। সাবমেরিনগুলো বিদ্যমান ডিজেল-ইঞ্জিন বহরের চেয়ে অত্যধিক দ্রততার সঙ্গে কাজ করতে সক্ষম হবে। অস্ট্রেলিয়া প্রথমবারের মতো শত্রুদের বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালাতে পারবে। চুক্তির অধীনে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ব্যবহার শেখাতে অস্ট্রেলিয়ার নৌ সেনাদের এ বছর থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবমেরিন ঘাঁটিতে পাঠানো হবে। সূত্র; যুগান্তর

আইনের শাসনের জন্য লড়াই চালিয়ে যান: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তোশাখানা দুর্নীতি মামলা এবং এক নারী বিচারক ও দুই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী ও পিটিআই কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, রাতে টুইটারে ভিডিওবার্তায় ইমরান তার সমর্থকদের উদ্দেশে বলেন, জাতির উদ্দেশে আমার বার্তা হচ্ছে, প্রকৃত স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যান। পুলিশ ভাবছে আমাকে জেলে পাঠালে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তা হবে না।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমরা মৃত্যু হলেও এ লড়াই আপনারা থামাবেন না। একনায়কতন্ত্রকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। ইমরানের টুইটার বার্তার পরে লাহোরের পাশাপাশি পাকিস্তানের অন্যান্য শহরেও বিক্ষোভ শুরু করেছেন পিটিআই সমর্থকেরা। সূত্র: সমকাল

মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত; নিহত বেড়ে ১৯০

আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন অন্তত ৫৮৪ জন। নিখোঁজ রয়েছেন ৩৭ জন। প্রবল ঘূর্ণিঝড়ে মালাউই-এর বহু এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি এবং উপড়ে গেছে গাছপালা। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে, ঘূর্ণিঝড়টি দুর্বল হচ্ছে। তবে দক্ষিণ মালাউই জেলার বেশিরভাগ অংশে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। স্থানীয় সময় গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক বিভাগের কমিশনার চার্লস কালেম্বা মঙ্গলবার সিএনএনকে বলেছেন, দক্ষিণ মালাউইতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

রুশ যুদ্ধবিমানের ধাক্কায় কৃষ্ণসাগরে বিধ্বস্ত মার্কিন ড্রোন

কৃষ্ণসাগরের ওপর রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন স্পাই ড্রোনের সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) এ সংঘর্ষের ঘটনায় মার্কিন ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয় বলে জানায় আমেরিকা। যদিও সংঘর্ষের ঘটনা অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।প্রতিবেদন অনুযায়ী, গত বছরে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বিমানের মধ্যে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল।যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার চরম বেপরোয়া এবং অপেশাদারিত্ব মনোভাবের কারণে ঘটনাটি ঘটেছে। এদিকে, ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছে, পুরো ঘটনাটিকে ‘উস্কানিমূলক’ হিসেবে দেখছে মস্কো।জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নিয়মিত নজরদারি চালায় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে সমর্থন করেছে দেশটি। তবে, সহায়তা দিলেও যুক্তরাষ্ট্র বা পশ্চিমা সামরিক জোট ন্যাটো সরাসরি যুদ্ধে জড়ায়নি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর ইউরোপিয়ান কমান্ডের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, কৃষ্ণসাগরের ওপর আন্তর্জাতিক জলসীমায় মার্কিন এমকিউ-৯ ড্রোন (মার্কিন স্পাই ড্রোন) চালানো হচ্ছিল। ওই ড্রোনকে ‘ইন্টারসেপ্ট’ করে রাশিয়ার দুটি সুখোই-২৭ যুদ্ধবিমান। স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিটে ড্রোনের সঙ্গে রাশিয়ার একটি সুখোই যুদ্ধবিমানের ধাক্কা লাগে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইরাক যুদ্ধের আগে যে নিষেধাজ্ঞা দেশটিকে পঙ্গু করে দিয়েছিল

হাজার হাজার সেনা পাঠিয়ে ইরাক ১৯৯০ সালের অগাস্টে কুয়েত দখল করে নেয়ার পর বাগদাদের উপর নেমে এসেছিল ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞা। এক যুগেরও বেশি সময় ধরে চলা এই নিষেধাজ্ঞার কারণে ইরাকে মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল। দীর্ঘসময় ধরে এই নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যাপক সমালোচনাও রয়েছে বিশ্বজুড়ে। ইরাকের উপর নিষেধাজ্ঞা এসেছিল মূলত দেশটির শাসক সাদ্দাম হোসেনকে চাপে ফেলার জন্য। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা ইরাক সরকারকে যতটা না কাবু করেছে, তার চেয়েও অনেক বেশি ভুগতে হয়েছে সাধারণ জনগণকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, “গণবিধ্বংসী অস্ত্র তৈরির ধোয়া তুলে যে অভিযান যুক্তরাষ্ট্র চালিয়েছিল, তার আসলে কোন ভিত্তি ছিল না, যা পরে প্রমাণিত হয়েছে।”তাঁর মতে, সাদ্দাম হোসেনকে উৎখাতের যে উদ্দেশ্য ছিল তা পূরণ হয়নি, বরং সাধারণ মানুষ এই নিষেধাজ্ঞার কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। পরে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।নতুন সমস্যা তৈরি করে দেশটির অভ্যন্তরীণ পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র বছরের পর বছর এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রাখে বলে মত তার- সূত্র: বিবিসি বাংলা।

রাশিয়া থেকে আমদানি
লেনদেনে ইউয়ানের ব্যবহার নিরুৎসাহিত করছে ভারত

রাশিয়া থেকে আমদানির ক্ষেত্রে দেশীয় ব্যাংক ও ব্যবসায়ীদের চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার এড়াতে বলেছে ভারত। নীতি প্রণয়নের সঙ্গে সম্পর্কিত ভারতের তিনজন সরকারি কর্মকর্তা এবং দুটি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেশী দেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্যের জেরে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স। রাশিয়ার তেলের পাশাপাশি কয়লার অন্যতম শীর্ষ ক্রেতা ভারত। লেনদেনের ক্ষেত্রে এখন থেকে ইউয়ানের বদলে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ভারতের তিন সরকারি কর্মকর্তা। সিদ্ধান্তটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক কর্মকর্তা বলেন, ‘নয়াদিল্লি বৈদেশিক বাণিজ্য নিষ্পত্তির ক্ষেত্রে চীনের মুদ্রা ব্যবহারে স্বস্তিবোধ করে না, বরং দিরহাম ব্যবহার স্বস্তিদায়ক।’ অন্য এক কর্মকর্তার বরাতে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের সঙ্গে সম্পর্ক উন্নত না হওয়া পর্যন্ত ভারত ইউয়ান ব্যবহারের অনুমতি দিতে পারে না। সূত্র: বণিক বার্তা।

কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের সঙ্গে রুশ জঙ্গি বিমানের সংঘর্ষ

রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়। কৃষ্ণ সাগরের ওপরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের সঙ্গে রাশিয়ার একটি জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে চালক বিহীন বিমানটি (ড্রোন) ধ্বংস হয়ে সাগরে পড়েছে বলে জানিয়েছে আমেরিকান সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়।মার্কিন সেনাবাহিনী বলছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মিশনে ছিল। দুটি রুশ জঙ্গি বিমান সেটিকে আটকানোর চেষ্টা করে।মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, রাশিয়ার ‘অপেশাদার’ কর্মকাণ্ডের ফলেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনী ওই এলাকায় অভিযান অব্যাহত রাখবে।সংঘর্ষের এই ঘটনার বিষয়ে রাশিয়ার কাছ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি- সূত্র: বিডি নিউজ

মার্কিন ড্রোন ধ্বংস, ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতকে তলব

কৃষ্ণসাগরের আকাশে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোনের সঙ্গে রাশিয়ার একটি জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে চালকবিহীন ড্রোনটি ধ্বংস হয়ে সাগরে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।ঘটনার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিএনএন’র।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, এঘটনায় রুশ রাষ্ট্রদূতকে আমরা কড়া অভিযোগ দেব। রুশ যুদ্ধবিমান যা করেছে, তা একদমই অনিরাপদ ও অপেশাদার আচরণ। এরই মধ্যে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া বার্তা দিয়েছেন বলে জানান তিনি। তলব করার পর রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সাংবাদিকদের জানান, ইউরোপের পূর্ব অংশে যা ঘটছে, তা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, যেখানে যুক্তরাষ্ট্র ক্রিমিয়াকে রাশিয়া ফেডারেশনের একটি অংশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেখানে রাশিয়ান নৌবাহিনী বা রাশিয়ান বিমানবাহিনীকে উসকে দেয়া প্রয়োজন ছিল কি-না। সূত্র: দেশ রুপান্তর

মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ১৯০

আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন অন্তত ৫৮৪ জন। নিখোঁজ ৩৭ জন।প্রবল ঘূর্ণিঝড়ে মালাউই-এর বহু এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি এবং উপড়ে গেছে গাছপালা। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে। মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে, ঘূর্ণিঝড়টি দুর্বল হচ্ছে। তবে দক্ষিণ মালাউই জেলার বেশিরভাগ অংশে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সূত্র: বাংলানিউজ