আইরিশদের বিপক্ষে লড়ছে টাইগাররা, সাকিবের রেকর্ড

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

ছবি- সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার পর নতুন মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ থেকেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ওপেনার তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের ঘরে প্রবেশ করেছেন সাকিব আল হাসান।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এর ফলে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

আইরিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালোই শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। যদিও দলীয় ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। ৯ বলে ৩ রান করে মার্ক অ্যাডাইর-এর শিকারে পরিণত হন তিনি।

এরপর লিটনের সাথে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩৪ রানের জুটি গড়ে দলীয় ৪৯ রানের মাথায় ফিরে যান ওপেনার লিটন দাস। ক্যাম্পরের ব্যাক অফ লেন্থের বলে শর্ট কাভারে স্টার্লিংকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৩১ বলে ২৬ রান করে আউট হন লিটন।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শান্তও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। দলীয় ৮১ রানে ম্যাকব্রাইনের বলে বোল্ড আউট হন তিনি। ৩৪ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেছেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান।

Nagad

সাকিব আল হাসান ৬০ বলে ৪৫ আর তৌহিদ হৃদয় ৩৪ বলে ২৯ রানে অপরাজিত আছেন।

ওপেনার তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে প্রবেশ করেছেন ৭০০০ রানের ঘরে তিনি।

এই ম্যাচের আগে ৭০০০ রানের ক্লাবে প্রবেশ করতে সাকিবের প্রয়োজন ছিলো মাত্র ২৪ রান। ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান নামের পাশে রেখে আইরিশদের বিপক্ষে ইনিংসের ১০ম ওভারে ব্যাট করতে নামেন টাইগার অলরাউন্ডার। এরপর ৩৩ বল মোকাবিলা করে সেই কাঙ্ক্ষিত রান তুলে নেন সাকিব। তাতে তিনি প্রবেশ করেন ৭০০০ রানের ঘরে।

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবার আগে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল। তিনি অবশ্য পেরিয়ে গেছেন ৮০০০ রানের ঘরও।

বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে ২০১০ সালে। দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড। একটি ম্যাচের ফল হয়নি।

সারাদিন/১৮ মার্চ/এমবি