পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৩০

মাদারীপুর সংবাদদাতামাদারীপুর সংবাদদাতা
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

ছবি- সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ সময় আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (১৯ মার্চ) সকালে শিবচর উপজেলার কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো: মোফাজ্জেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা প্রায় ২০ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে।

মাদারীপুর রিজিওনের ডিআইজি সালমা বেগম গণমাধ্যমকে জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বাসটির ওভার স্পিডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত গতির কারণে প্রথমে বাসটির ডান পাশের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে এক্সপ্রেসওয়ের ১০০ মিটার উঁচু থেকে উড়ে এসে নিচের সার্ভিস লেনের ব্রিজে সাথে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে এখন পর্যন্ত নারীসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

সারাদিন/১৯ মার্চ/এমবি 

Nagad