‘প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই’
পিটিআই চট্টগ্রামের সাবেক সুপারিন্টেনডেন্ট এবং রোটারি ক্লাব চিটাগাং ইস্ট-এর প্রেসিডেন্ট ইলেক্ট নাছিমা আকতার রুমি বলেছেন, সাহসিকতার প্রধানতম লক্ষণ হলো প্রতিজ্ঞায় অটুট থাকা। প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই। এটি বারে বারে পরিক্ষিত এবং প্রতিষ্ঠিত সত্য।
তিনি বলেন, সাহসিকতার অন্য নাম ধৈর্য। কোন কিছু অর্জনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করলে অবশ্যই ইতিবাচক কিছু অর্জন হবে। ভবিষ্যৎ তারাই নির্মাণ করতে পারেন যারা ঝুঁকি গ্রহণ করতে পারেন। যারা জীবনে ঝুঁকি পরিহার করেন তাদের জীবনে কোন মহত্ত্ব নেই।
শনিবার (১৮ মার্চ) রোটারি ইন্টারন্যাশানাল ডিসট্রিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্ট ইলেক্ট্রো ট্রেনিং সেমিনারে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে পুরস্কৃত হওয়ায় রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের সদস্যদের সাথে অভিজ্ঞতা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে এদিন সন্ধ্যায় রোটারিয়ান নীলুফার আজাদের বাসভবনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ক্লাব সদস্যরা ইলেক্ট্রো প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট সবাইকে পিন পরিয়ে দেন।।
এসময় অন্যদের মধ্যে চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবু, সাবেক প্রেসিডেন্ট হাসিনা আক্তার লিপি, আজিজুর রহমান খান, কর্নেল (অব.) জয়নুর রশীদ, কামরুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ, রাকিবুল ইসলাম, নীলুফার আজাদ এবং রোটারি ক্লাব চিটাগং ইস্টের নতুন সদস্য রোটারিয়ান শ্যামল মজুমদার, শওকত বাঙালি, মিজানুর রহমান প্রমুখ।
ক্লাব সদস্যবৃন্দ প্রেসিডেন্ট ইলেক্টকে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করায় শুভেচ্ছা জানান এবং ইলেক্ট্রো নাছিমা আকতার রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮২ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে গত ১০ ও ১১ মার্চ দু’দিনব্যাপী প্রেসিডেন্ট ইলেক্ট্রো ট্রেনিং সেমিনার (পেটস) কক্সবাজার অনুষ্ঠিত হয়। এতে ১৩৭ জন প্রেসিডেন্ট ইলেক্ট্রো অংশগ্রহণ করেন। এর মধ্যে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ইলেক্ট্রো প্রেসিডেন্ট নাছিমা আকতার রুমি।
সারাদিন. ১৯ মার্চ