দুই বছর পর ঘরের মাঠে হারলো মেসি-এমবাপ্পেরা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

দুই বছরে প্রথম নিজেদের মাঠে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রোববার (১৯ মার্চ) ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে পঞ্চমস্থানে থাকা রেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।

২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে হার দেখলো পিএসজি। দিনের হিসেবে সময়টা ৭৫১ দিন।

এদিন ম্যাচে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল পিএসজিই। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এর পরপরই (ম্যাচের ৪৫ মিনিটে) কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল হজম করে চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড কালিমেন্দু। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেনে।

লিগ ওয়ানে টানা চার জয়ের পর হারলো পিএসজি। অবশ্য পয়েন্ট টেবিলে এখনও বড় ব্যবধানে এগিয়েই শীর্ষে রয়েছে গালতিয়ের দল। পিএসজি ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস। ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রেন।

সারাদিন/২০ মার্চ/এমবি

Nagad