আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৩

ইসরায়েলের মন্ত্রীর মন্তব্য
ফিলিস্তিন ও ফিলিস্তিনি বলতে কিছু নেই

ফিলিস্তিন ও ফিলিস্তিনি বলতে ‘কিছু নেই’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোট সরকারের এই মন্ত্রী দখল করা পশ্চিম তীরে প্রশাসন পরিচালনার দায়িত্বেও রয়েছেন। তাঁর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। প্রতিবেশী জর্ডানেরও ক্ষোভের কারণ হয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী। তিনি এমন একটি মঞ্চে বক্তব্য রেখেছেন, যা ভিন্ন এক ইসরায়েলি পতাকায় মোড়ানো ছিল। এতে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের পাশাপাশি গাজা ও জর্ডানকেও ইসরায়েলি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। গত রোববার ফ্রান্সে একটি সম্মেলনে দেওয়া বক্তৃতায় স্মোত্রিচকে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনি ইতিহাস বা সংস্কৃতি বলতে কি কিছু আছে? এ রকম কিছু নেই। ফিলিস্তিনি জনগণ বলতেও তেমন কিছু নেই।’ তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সূত্র: প্রথম আলো

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ
শান্তি প্রতিষ্ঠার বদলে রাশিয়ার পক্ষেই চীন

এক বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রন যুদ্ধ বন্ধে বেইজিং শান্তির রূপকার হতে পারবে কি না—চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের চলমান রাশিয়া সফরে এটাই সবচেয়ে আলোাচিত প্রশ্ন। কারণ এশীয় পরাশক্তিটি বলছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় তারা। কিন্তু এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ঘোর সন্দিহান। সোমবার শি চিনপিংয়ের রাশিয়া সফর শুরুর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেন, এ মুহূর্তে যুদ্ধবিরতির কোনো উদ্যোগ ‘সুস্পষ্টভাবে রাশিয়ার বিজয়কে স্বীকার করে নেওয়ার মতো হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সার্বভৌমত্বের আদর্শকে উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ভূখণ্ডগত অর্জন এবং প্রতিবেশীর ভূমি জোরপূর্বক দখলকে স্বীকৃতি দেওয়া হবে।’এ ছাড়া যুক্তরাষ্ট্র এখনো মনে করে, বেইজিং মস্কোকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের বিষয়টি বিবেচনা করছে। সূত্র: কালের কণ্ঠ

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত ৯, আহত ১৬০

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে দুই নারী ও শিশুসহ অন্তত ৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬০ জন। মঙ্গলবার রাতের এই ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে। খবর- জিও নিউজ। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে আঘাত আনা এই ভূমিকল্পে ইসলামাদ, পেশোয়ার ও লাহোরসহ অনেক জায়গা কেঁপে ওঠে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার কিছু বেশি। এরপর ৩ দশমিক ৭ মাত্রার একটি পরাঘাতেরও ঘটনা ঘটে।আফগানিস্তানের রাজধানী কাবুল, ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর থেকেও এ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিক আফগানিস্তান ও ভারত থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি। সূত্র: সমকাল

Nagad

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন
প্রত্যাখ্যান-সমর্থনের ঘেরাটোপ

বাংলাদেশে ২০২২ সালের মানবাধিকার নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। অতীতের মতোই এ প্রতিবেদন প্রত্যাখ্যান ও সমর্থনের ঘেরাটোপে বন্দি।তিবেদনটি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয়। যারা অভিযোগ তুলেছে, সেই যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। দেশটির উদ্দেশে তারা বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজের ঘরের চিত্রটাও বলুন। নিজ দেশের গণতন্ত্রকে আগে পারফেক্ট করুন।তবে মাঠের বিরোধী দল বিএনপি নেতারা এ প্রতিবেদনকে সমর্থন জানিয়ে বলেছেন, বিগত সময়ে তারা যেসব তথ্য-উপাত্ত ও অভিযোগ করে এসেছেন এ প্রতিবেদনে সেটাই উঠে এসেছে। তবে বাস্তবে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মতে, নির্বাচন নিয়ে প্রশ্ন এ দেশে সব সময়ই ছিল। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বলতে যা বোঝায় তা এ দেশে কখনোই হয়নি। ২০১৮ সাল নয়, এর আগের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। অপ্রিয় হলেও সত্য, মূলত যারা ক্ষমতায় থাকে, তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। সূত্র: যুাগন্তর

অর্ধেক বিশ্বেই নীরব পানিযুদ্ধ

পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। বিশাল জলরাশির এই বিশ্বে তবুও চলে জল নিয়ে কাড়াকাড়ি। বিশুদ্ধ পানির অভাবে দিন যায় বিশ্বের প্রায় অর্ধেক মানুষ। এর অন্যতম কারণ হলো ধনী দেশগুলো। বিদ্যুৎ উৎপাদনের নামে নিজ ভূখণ্ডে পানি ধরে রাখতে আন্তঃসীমান্ত নদীগুলোর ওপর বড় বড় বাঁধ নির্মাণ করছে অনেক আগে থেকেই। যার ফলে প্রতিবেশী দরিদ্র-দুর্বল রাষ্ট্রগুলো ভুগছে চরম পানির কষ্টে। যেন নীরব যুদ্ধ চলছে পানি নিয়ে। একজন মারছে, মুখবুঝে তা সহ্য করছে অন্যরা। পানি নিয়ে চলমান এসব সংকট নিরসনে এবার ব্যতিক্রমী সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘ। ২২-২৪ মার্চ নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। দীর্ঘ ৪৬ বছর ধরে দফায় দফায় ব্যর্থতার পর এবারই প্রথম সবগুলো সদস্য রাষ্ট্রকে পানি আলোচনা বসাতে সক্ষম হয়েছে জাতিসংঘ। সম্মেলনকে সামনে রেখে পানি নিয়ে সংঘাতে থাকা ৫ দেশের মেগা বাঁধ প্রকল্প নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এএফপি।নীল নদের ওপর মেগা বাঁধ : আফ্রিকার তথা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী নীল নদ। নদীটির জল নিয়ে ইথিওপিয়ার সঙ্গে এক দশক ধরে বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রতিবেশী দেশ সুদান এবং মিসর। ২০১১ সালে নদীটিতে ৪২০ কোটি টাকায় গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ নামে একটি জলবিদ্যুৎ প্রকল্প চালু করেছে। কিন্তু সুদান এবং মিসর বাঁধটিকে তাদের জল সরবরাহের জন্য হুমকি হিসাবে দেখে। কারণ মিসরের ৯৭ শতাংশ সেচ এই নদীর পানির ওপর নির্ভরশীল। সূত্র: যুগান্তর

চীনের ‘কৌশলগত পার্টনার’ রাশিয়া

চীনা নেতা শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গতকাল তাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন। চীনা প্রেসিডেন্ট রাশিয়া ও চীনকে ‘কৌশলগত পার্টনার’ এবং ‘বড় প্রতিবেশী শক্তি’ বলে বর্ণনা করেছেন। গতকাল মস্কোতে তার সফরের দ্বিতীয় দিনে চীনের প্রেসিডেন্ট শি পুতিনকে এ বছর ‘তার সময় সুযোগ মতো’ চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বলেছেন মস্কোর সঙ্গে যোগাযোগকে তিনি অগ্রাধিকার দেবেন। এ দুই দিনেই দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন। পেসকভ বলেন, দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুজন বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। আলোচনা হয়েছে বেইজিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়েও। তবে এসব আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি পেসকভ। বলেছেন, গতকাল দুই দেশের পক্ষ থেকে পুতিন-শির বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে। সূত্র: বিডি প্রতিদিন ।

যুদ্ধের রাজনীতিতে জাপানও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আলোচনার কেন্দ্রে এখন চীন। এশিয়ার পরাশক্তি যুদ্ধ বন্ধের প্রস্তাব দিলেও পশ্চিমাদের সন্দেহ যুদ্ধে রাশিয়াকে সুবিধা দিচ্ছে পেইচিং। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে চীন প্রকাশ্যেই বলছে, বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা মেরুকরণের বাইরে বিকল্প বিশ্বব্যবস্থার সময় এসেছে। ইতিমধ্যে বিশ্বের নেতৃত্বদানকারী শক্তি হওয়ার স্পষ্ট জানান দিচ্ছে চীন। ইউরোপে চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাব কিংবা আরব-ইরানের বৈরিতা দূর করে নতুন নেতার ভূমিকায় পেইচিং। তৎপর চীনের সর্বময় ক্ষমতাধর শি চিনপিং গেছেন মস্কো। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তখন মিত্রের সঙ্গে সাক্ষাতে চিনপিংয়ের এ সফর। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, আন্তর্জাতিক নীতি ও আইনভিত্তিক যে বিশ্বব্যবস্থা তা বজায় রাখতে রাশিয়ার সঙ্গে মিলে রক্ষক হিসেবে কাজ করতে প্রস্তুত চীন। এমনটাই জানিয়েছেন রাশিয়া সফররত চীনা প্রেসিডেন্ট। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাক্ষাৎ অথবা আলাপ চেয়ে আসছেন। ইউরোপে যখন এশিয়ার নতুন পরাশক্তি প্রভাবশালীর ভূমিকায় তখন বসে নেই পশ্চিম। সূত্র: দেশ রুপান্তর

দক্ষিণ এশিয়ায় আইএমএফের কর্তৃত্ব চীনের স্বার্থে আঘাত হানছে কি

চলতি সপ্তাহেই শ্রীলংকাকে ২৯০ কোটি ডলারের ঋণের অর্থছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালনা পর্ষদ। যদিও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা কলম্বোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিকে কর সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রাখতে হবে। অন্যথায় দেশটি সংকটের আবর্তেই ঘুরতে থাকবে।ঠিক একই দিনে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঋণের শর্ত হিসেবে বলা নীতিগত সংস্কারগুলো বাস্তবায়নের ‘উল্লেখযোগ্য মাত্রায়’ অগ্রগতি পেয়েছে পাকিস্তানও। সংস্থাটির পাকিস্তানে নিযুক্ত আবাসিক প্রতিনিধি এসতার পেরেজ রুইজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, আর কিছু বিষয়ের নিষ্পত্তি হলেই দুই পক্ষের মধ্যে কর্মকর্তা পর্যায়ের একটি চুক্তি হবে। এর মধ্য দিয়ে নীতিগত সংস্কারগুলো সর্বোচ্চ অগ্রাধিকারে বাস্তবায়ন করতে গিয়ে পাকিস্তানের কর্তৃপক্ষের যাতে পর্যাপ্ত পরিমাণে অর্থের সংস্থান হয়, তা নিশ্চিত করা হবে। আইএমএফের শর্তমাফিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে চলছে বাংলাদেশও। এরই মধ্যে বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন শেষে প্রথম কিস্তির অর্থ ছাড়ও করেছে সংস্থাটি।দক্ষিণ এশিয়ায় ঋণদাতা দেশগুলোর মধ্যে চীনকেই দেখা হয় সবচেয়ে প্রভাবশালী হিসেবে। ভারত ও ভুটান বাদে এ অঞ্চলের অন্যান্য দেশে গত কয়েক বছরে চীনা অর্থায়নে নেয়া হয়েছে একের পর এক প্রকল্প। বিভিন্ন প্রকল্পে অর্থায়নকে চীনের আঞ্চলিক সফটপাওয়ার (কোনো দেশ বা অঞ্চলে সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও বুদ্ধিবৃত্তিকভাবে প্রভাব বিস্তারের সক্ষমতা) বিস্তারের বড় একটি অনুষঙ্গ হিসেবে দেখেন ভূরাজনীতির পর্যবেক্ষকরা। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তান— আইএমএফের ঋণগ্রহীতা এ তিন দেশই চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (বিআরআই) গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত। চীনের কাছ থেকে নেয়া বিপুল পরিমাণ ঋণকে এ অঞ্চলের সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের পেছনে বহুলাংশে দায়ী করে এসেছেন বেইজিংয়ের সমালোচকরা। সূত্র: বণিক বার্তা।

৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, জোরালো কম্পন অনুভূত দিল্লিতেও

মঙ্গলবার রাতে জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর)-সহ উত্তর ভারতের একাংশে।
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। তার জেরে দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অনুভূত হয়েছে জোরালো কম্পন। অনেকের দাবি, দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পনের মাত্রা এতটাই ছিল যে রীতিমতো পা কাঁপতে থাকে। দেশটির জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানায়, মঙ্গলবার রাত ১০টা ১৭ মিনিট ২৭ সেকেন্ডে আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণপূর্বে ভূমিকম্প হয়েছে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। অর্থাৎ সেই ভূমিকম্প ‘তীব্র’ শ্রেণির মধ্যে পড়ছে।তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্সের তরফে দাবি করা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা আরও বেশি ছিল। তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ১৮৪ কিলোমিটার গভীরে ছিল বলে জানানো হয়। সূত্র: বিজনেস স্ট্যার্ডার্ড।

অমৃতপাল সিং ইস্যুতে বিদেশে ভারতের দূতাবাসগুলোয় হামলা

পাঞ্জাবে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং-কে আটক করার জন্য পুলিশের ক্র্যাকডাউনকে কেন্দ্র করে বিদেশে ভারতের একের পর এক দূতাবাস বা রাষ্ট্রদূতরা খালিস্তান সমর্থকদের হামলার মুখে পড়ছেন। পশ্চিমের যে সব দেশে বড়সড় শিখ জনসংখ্যা আছে সেখানেই এই প্রবণতা দেখা যাচ্ছে। ব্রিটেনের পর যুক্তরাষ্ট্র, কানাডা বা অস্ট্রেলিয়ার নামও এই তালিকায় যুক্ত হয়েছে।এদিকে আশি হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়েও পাঞ্জাব পুলিশ কেন এখনও অমৃতপাল সিংকে ধরতে পারছে না, সেই প্রশ্নেও আজ মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সরকারের কড়া সমালোচনা করেছে।ফলে দেশের ভেতরে যেমন, তেমনি বাইরেও অমৃতপাল সিংকে আটক করার অভিযানের জেরে ভারতকে তীব্র অস্বস্তির মুখে পড়তে হচ্ছে।শনিবার বিকেলে পাঞ্জাবের জলন্ধরের কাছে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার পর বাহাত্তর ঘন্টারও বেশি কেটে গেলেও অমৃতপাল সিং এখনও ফেরার রয়েছেন, পুলিশ তার কোনও সন্ধান পায়নি।লন্ডনের পর ক্যালিফোর্নিয়া-পুলিশের এই অভিযানের বিরুদ্ধে রবিবারই লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে খালিস্তানপন্থী সংগঠনগুলো বিক্ষোভ দেখায়, একজন বিক্ষোভকারী দূতাবাসের প্রবেশপথে টাঙানো ভারতের তেরঙা জাতীয় পতাকাও টেনে নামিয়ে ফেলেন। সূত্র: বিবিসি বাংলা।

খালিস্তানপন্থি নেতা অমৃতপাল এখনও অধরা,পাঞ্জাবজুড়ে চলছে তল্লাশি

ভারতে গত শনিবার পাঞ্জাব রাজ্যের জলন্ধরের কাছে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অধরা খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং। এই শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার খোঁজে রাজ্যজুড়ে জোর তল্লাশি চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। হাজার হাজার পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।অমৃতপাল পালানোর পর থেকেই এ ঘটনা ঘিরে যাতে রাজ্যে কোনও অশান্তি না ছড়ায় বা ভুয়া খবর না রটে সেটি নিশ্চিত করতে পাঞ্জাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। মঙ্গলবার এই সেবা আংশিক চালু করা হয়েছে।বিবিসি জানায়, ব্যাপক অনুসন্ধান চালিয়ে গত শনিবার থেকে অমৃতপালের ১০০’র বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তবুও তার হদিস মিলছে না।অমৃতপাল সিং খালিস্তান বা শিখদের জন্য একটি আলাদা মাতৃভূমিকে সমর্থন করেন। পাঞ্জাবে তার দ্রুত উত্থান ১৯৮০’র দশকে খালিস্তান বিদ্রোহের স্মৃতিই পুনরুজ্জীবিত করেছে,যে বিদ্রোহ কেড়ে নিয়েছিল হাজারো মানুষের প্রাণ।পুলিশ তাকে বাগে পাওয়ার পরও ধরে রাখতে পারেনি। ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের এই নেতা পুলিশের শক্ত ঘেরাটোপ পেরিয়ে জলন্ধরের ডেরা থেকে পালিয়েছেন। শনিবারই তাকে ‘ফেরারি’ ঘোষণা করে তল্লাশি অভিযানে মাঠে নামে পুলিশ। তিনি কোথায় আছেন তা স্পষ্ট নয়। সূত্র: বিডি নিউজ