আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে দেড় কোটি টাকা মুক্তিপণ আদায় ডিবির

‘১ কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই। আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিছি না?’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই টেলিফোন কথোপকথনের সত্যতা পাওয়া গেছে। ঘুষ লেনদেনের এই ঘটনা ঘটেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার মধ্যে। ওই টেলিফোন আলাপচারিতায় ছিলেন বর্তমানে সিআইডির চাকরিচ্যুত উপপরিদর্শক (এসআই) আকসাদুদ জামানের স্ত্রী তাহমিনা ইয়াসমিন এবং ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কায়সার রিজভী কোরায়েশি। প্রায় এক বছর তদন্ত করে এ ঘটনার সত্যতা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফৌজিয়া খানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গত ২৬ অক্টোবর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ নভেম্বর সিআইডির এসআই আকসাদুদ জামানকে মালিবাগ থেকে উঠিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন এবং জোরপূর্বক মুক্তিপণ বাবদ ১ কোটি ৪২ লাখ টাকা আদায় করার সত্যতা পাওয়া গেছে। সূত্র: প্রথম আলো

ছোট-বড় দ্বন্দ্বে দুই ছাত্র খুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই ছাত্র খুন হয়েছে। হামলায় আরেক ছাত্রও আহত হয়। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে নবম শ্রেণির হামলাকারী ছাত্রদের বিরুদ্ধে কিশোর অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন নিহতদের স্বজন ও শিক্ষকরা।দশম শ্রেণির নিহত দুই ছাত্র হচ্ছে মারুফ হাওলাদার (১৫) ও নাফিস মোস্তফা (১৬)। মারুফ ইন্দ্রকুল গ্রামের বাবুল হাওলাদারের ছেলে এবং নাফিস একই গ্রামের মিরাজ মোস্তফার ছেলে। সূত্র: কালের কণ্ঠ

ইন্দোপ্যাসিফিক
চট্টগ্রাম ও উত্তর-পূর্ব ভারতে জাপানের বিনিয়োগ হাজার কোটি ডলার ছাড়িয়েছে
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি সপ্তাহেই দুই দিনের এক সফরে প্রতিবেশী ভারতে এসেছিলেন। সেখানে দেয়া বক্তব্যে এ অঞ্চলে জাপানি কৌশলগত বিনিয়োগের বড় ক্ষেত্র হিসেবে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কানেক্টিভিটিকে চিহ্নিত করেন তিনি। দুই দেশের কানেক্টিভিটি খাতে এরই মধ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে জাপান। বাংলাদেশ ও ভারতের মধ্যে গত এক দশকে শুধু কানেক্টিভিটি গড়ে তুলতে গিয়েই হাজার কোটি ডলারের বেশি ব্যয় করেছে টোকিও। এর মধ্যে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে দেশটির ব্যয় এরই মধ্যে ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশে জাপানের আঞ্চলিক কানেক্টিভিটি কার্যক্রমের বড় একটি অংশজুড়ে রয়েছে চট্টগ্রাম অঞ্চল। এর প্রধানতম অনুষঙ্গ হলো কক্সবাজারের মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন। গভীর সমুদ্রবন্দরটি নির্মাণ ও আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রমে মোট। সূত্র: বণিক বার্তা।

জিসান, আতাউরের পর আরাভ
ইন্টারপোলের নিশানায় থাকা ৩ বাংলাদেশি এখন দুবাই

Nagad

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় থাকা ৬২ বাংলাদেশির মধ্যে দু’জন দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থান করছেন। তাঁরা হলেন– একসময়ের ঢাকার অপরাধ জগৎ কাঁপানো সন্ত্রাসী জিসান আহমেদ ও আতাউর রহমান মাহমুদ চৌধুরী। ইন্টাপোলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জিসানের ঠিকানা ঢাকার খিলগাঁওয়ে আর আতাউরের ফেনীতে। ২০১৯ সালে দুবাই পুলিশের হাতে আটক হয়েছিলেন জিসান। এর পর তাঁকে ফেরাতে শুরু হয়েছিল কূটনৈতিক তৎপরতা। তবে এখনও তাঁকে ফেরানো যায়নি। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। ইন্টারপোলের নিশানায় থাকা জিসান ও আতাউরের সঙ্গে এবার যুক্ত হলো পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম আরাভ খানের নাম।
এরই মধ্যে আরাভকে দেশে ফেরাতে বাংলাদেশের আবেদন গ্রহণ করেছে ইন্টারপোল। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের ওয়েবসাইটে রেড নোটিশধারী হিসেবে তাঁর নাম যুক্ত করা হয়নি। এদিকে দুবাইয়ে আরাভ ভারতীয় পাসপোর্ট নিয়ে অবস্থান করায় ইন্টারপোলের পাশাপাশি ভারতকে নথিপত্র সরবরাহ করেছে বাংলাদেশ। আরাভ ও তাঁর মা-বাবার বাংলাদেশি নাগরিকত্বের সনদের অনুলিপি গতকাল কূটনৈতিক চ্যানেলে ভারতে পাঠানো হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি মনজুর রহমান বলেন, আরাভকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে বাংলাদেশ যে আবেদন করেছে, তা গ্রহণ করা হয়েছে। কেন এখনও রেড নোটিশধারী হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত করেনি, এটা আমরা জানি না। সূত্র: সমকাল

যুদ্ধের কারণে ভর্তুকির চাপ বাড়ছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাবে চলতি অর্থবছরে বিভিন্ন খাতে সরকারের দেওয়া ভর্তুকি বেড়েছে।তারপরও বিদ্যুৎ, সার, জ্বালানি তেল, গ্যাস ও খাদ্যপণ্য সরবরাহে সরকারের বিভিন্ন সংস্থার অতিরিক্ত ১১০,১০৫ কোটি টাকা ভর্তুকির চাহিদা সৃষ্টি হলেও – ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ মন্ত্রণালয় মাত্র ১৬,৮১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘায়িত যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবার দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই বিপুল ভর্তুকির চাপ সৃষ্টি হয়েছে। রাজস্ব আহরণে ঘাটতির কারণেও অতিরিক্ত চাহিদার মাত্র ১৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তারা। সূত্র:বিজনেস স্ট্যান্ডার্ড।

ডলার সংকটে এলসি খোলা ব্যাহত
রোজানির্ভর পণ্যের আমদানি কম

প্রকট ডলার সংকটের কারণে এবার রোজানির্ভর পণ্যের সার্বিক আমদানি কম হয়েছে। এতে আমদানিনির্ভর কিছু পণ্যের সরবরাহ কম রয়েছে।গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রোজানির্ভর পণ্যের আমদানির এলসি খোলা গড়ে কমেছে ১৫ শতাংশ।আমদানি কমেছে ১৩ শতাংশ। তবে দেশে উৎপাদিত পণ্যের সরবরাহ রয়েছে স্বাভাবিক। তারপরও রোজা উপলক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের পণ্যের দাম বিদ্যুৎ গতিতে বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের ভোক্তারা।সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে ডলার সংকট দেখা দেয়। মে মাসে তা প্রকট আকার ধারণ করে। ওই সময় থেকে বিলাসী পণ্যসহ ভোগ্যপণ্যের আমদানির এলসি খোলা কমে যায়। জুলাই থেকে এসব পণ্যের আমদানিও কমে যায়। এর মধ্যে ডলার সংকট আরও প্রকট হয়। এ সময়ে ব্যাংকগুলো ডলারের সংস্থান ছাড়া এলসি খোলা বন্ধ করে দেয়। কিন্তু ভোগ্যপণ্যের আমদানিকারকরা নিজস্ব উদ্যোগে ডলারের সংস্থান করতে না পারায় তারা এলসি খুলতে পারছিল না। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। যে কারণে ভোগ্যপণ্যসহ রোজানির্ভর অনেক পণ্যের এলসি খোলা কমে যায়। সূত্র: যুগান্তর

ভোটের আগে যত কূটনৈতিক তৎপরতা
ঢাকায় আওয়ামী লীগের সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক বিএনপির, বিদেশেও দুই দল বাড়িয়েছে যোগাযোগ

নির্বাচন ঘনিয়ে আসতেই শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। নির্বাচন নিয়ে দেশের ভিতরে-বাইরে আগ্রহ থেকেই চোখে পড়ার মতো কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রকাশ্যে ও আড়ালে বৈঠক চলছে হরহামেশা। আওয়ামী লীগ ও বিএনপি দুই দল শামিল হয়েছে এই কূটনৈতিক মিশনে। সঙ্গে যোগ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ। আসছে নির্বাচন নিয়ে বৈশ্বিক এই আগ্রহ বড় দেশগুলোর মধ্যে এক ধরনের মেরুকরণও তৈরি করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। জানা যায়, আসন্ন নির্বাচন নিয়ে সর্বশেষ গতকাল দুপুরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতারা এতে অংশ নেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত। দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে ছিলেন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক ও রাজনৈতিক কাউন্সিলর স্কট ব্রেন্ডন, রাজনৈতিক শাখাপ্রধান আরতুরো হাইনস, যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক টিম লিডার মেধাউই গিরি এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মেথিউ বেহ। সূত্র: বিডি প্রতিদিন।

চিম্বুক পাহাড়ে পানির কষ্ট

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে বান্দরবানের চিম্বুক পাহাড়ে এমনিতেই শুষ্ক মৌসুমে পানির সংকট থাকে; কিন্তু মার্চ-মে এই তিন মাস যেন পানির জন্য ‘নীরব হাহাকার’ তৈরি হয় ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত প্রায় ১০০ পাড়ায়। এই সময়ে নারীরা মধ্যরাত থেকে পালা করে ভোর পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে কোনোমতে পরিবারের খাবারের পানি সংগ্রহ করে আনেন। ঝিরি ও ছড়ায় পাথরের ফাঁকে অল্প অল্প করে পানি আসে।পানির উৎস হাতেগোনা থাকায় পাড়ার অনেক মানুষ একসঙ্গে পানি আনতে পারেন না। এভাবে চললে একসময় বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করেছেন পাড়াবাসী। সূত্র: বিডি নিউজ

আমদানি ঝোঁকে ঝুঁকিতে জ্বালানি
স্বাধীনতা-পরবর্তী ভঙ্গুর অর্থনীতিতে বিদেশি কোম্পানির পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নিয়ে দেশের জ্বালানি নিরাপত্তার পথ দেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু দেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে তখন আমদানির ঝোঁকের কারণে জ্বালানি নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করেন খাত-সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এবারের জ্বালানির মূল্যবৃদ্ধি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জ্বালানির জন্য নিজস্ব দীর্ঘমেয়াদি উৎস থাকা দরকার। সংকট কাটাতে দেশীয় গ্যাসের অনুসন্ধান কার্যক্রম জোরদারের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ নেয়। কিছু সমালোচনা সত্ত্বেও বিদ্যুৎ উৎপা সূত্র: দেশ রুপান্তর

শহরাঞ্চলে বিশুদ্ধ বা সুপেয় পানির সঙ্কট কীভাবে সামাল দিচ্ছে বাসিন্দারা?

ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুতে গেলেন, কিন্তু দেখলেন কল দিয়ে বের হচ্ছে ময়লা পানি বা দুর্গন্ধযুক্ত পানি। সেই সময় কেমন লাগবে আপনার? এইরকম পানি ফুটিয়ে ব্যবহার করলেও কতটা আশ্বস্ত হবেন?হয়তো পরিস্থিতির প্রেক্ষাপটে অনেকে এমন পানি ফুটিয়ে ব্যবহার করবেন, আবার অনেকে হয়তো বাইরে থেকে বিশুদ্ধ পানি কিনে আনবেন। কিন্তু শহরাঞ্চলে থাকা নিম্ন আয়ের মানুষ যারা লাইনে ময়লা পানি আসার অভিযোগ করেন, তারা কীভাবে এমন পরিস্থিতি সামাল দেন? একমাসের মধ্যে পনের দিনই থাকে না পানি। আর ওই পানির কথা আর কী কইয়াম?” – বলছিলেন কড়াইল বস্তিতে দশ বছর ধরে বসবাসরত মায়া।বিশুদ্ধ পানির চাহিদা দিনে দিনে বাড়ছে-পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য। কিন্তু বিশ্বের অনেক মানুষ এখনও পর্যাপ্ত পানি পায় না। বিশেষ করে বিশ্বের অনেক দেশেই বিশুদ্ধ পানির অভাব রয়েছে ।জাতিসংঘের টেকসই উন্নয়নের যে লক্ষ্যগুলো রয়েছে তার মধ্যে ছয় নাম্বারে রয়েছে, ২০৩০ সালের মধ্যে সব মানুষের জন্য সুপেয় বা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে হবে।এই লক্ষ্য সামনে রেখে প্রতি বছর ২২শে মার্চ পালন করা হয় পানি দিবস। সূত্র: বিবিসি বাংলা।