আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

চার দিনের অফিস শুরুর ফল যেমন হচ্ছে

সপ্তাহে পাঁচ দিন অফিস সময়ের পরিবর্তে যুক্তরাজ্য অফিস সময় চার দিনে নামিয়ে এনেছে। এখনো এটা পাইলট প্রকল্পের আওতায় আছে। গত ফেব্রুয়ারির জরিপে দেখা গেছে, চার দিন অফিস সময় চালু করার ফল অত্যন্ত ইতিবাচক হচ্ছে।সপ্তাহে চার দিন অফিস সময় চালুর এই পাইলট প্রকল্পে যুক্তরাজ্যের বিপণন সংস্থা থেকে শুরু করে আর্থিক সংস্থা, শিক্ষা পরিষেবা, মাছ, চিপের দোকানসহ ৬০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ৯২ শতাংশ নিয়োগকর্তা বলেন, তাঁরা এই প্রকল্পের পর সংক্ষিপ্তভাবে এই কর্মসপ্তাহ চালিয়ে যাবেন। আর ৩০ শতাংশ বলেন, তাঁরা এই পরিবর্তন স্থায়ী করবেন। এসব অফিসের প্রায় ৩ হাজার কর্মীর মধ্যে ৭১ শতাংশ বলেন, চার দিন অফিস চালু হওয়ায় তাঁদের চাপের মাত্রা কমে এসেছে। শারীরিক স্বাস্থ্য ও সুস্থতারও উন্নতি হয়েছে।এই প্রকল্পে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে ঐক্যমত্যে নিয়ে এসেছে অলাভজনক সংস্থা ফোর ডে উইক গ্লোবাল। অংশগ্রহণকারী সংস্থাগুলো জানিয়েছে, সপ্তাহে চার দিন অফিস চালু হওয়ায় তাদের কর্মীরা পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পেরেছেন। সূত্র; প্রথম আলো

যুদ্ধ বন্ধে অগ্রগতি নেই

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠক। শান্তি আলোচনার চেয়ে দুই বিশ্বনেতার নজর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ছিল বলে মত পর্যবেক্ষকদের।
গত ফেব্রুয়ারিতে শান্তি আলোচনায় চীনের ১২ দফা প্রস্তাব পাস এবং সম্প্রতি ইরান-সৌদি আরব সম্পর্ক পুনঃস্থাপনে বেইজিংয়ের মধ্যস্থতার পর চিনপিংয়ের মস্কো সফর ঘিরে ছিল তুমুল আলোচনা। তবে দুই নেতার বৈঠকের পর যুদ্ধ বন্ধে বিশেষ অগ্রগতি হয়নি।
চিনপিং যথারীতি যুদ্ধ বন্ধের আহবান পুনর্ব্যক্ত করেছেন এবং পুতিন চীনের শান্তি প্রস্তাবের প্রশংসা করেছেন। সূত্র: কালের কণ্ঠ

এসভিবির পরিণতি হতে পারে আরো ১৯০ ব্যাংকের?

সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের ধসের কারণে বর্তমান বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে। যদি যুক্তরাষ্ট্রের আরো ১৯০টি ব্যাংক একই ধরনের পরিস্থিতিতে পড়ে, তাহলে পরিস্থিতি কেমন হবে সে-বিষয়ক চিত্র উঠে এসেছে সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কের (এসএসআরএন) এক গবেষণায়। গত মাসে পরিচালিত গবেষণায় দেখা যায়, ১৮৬টি ব্যাংকের অবীমাকৃত ঋণ বা সম্পদের কারণে তাদের বীমাকৃত আমানতকারীরা ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া এসব ব্যাংকও এসভিবি, এসবি ও সিলভারগেট ব্যাংকের মতো আমানত পরিচালনা করার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ে যাচ্ছে।যুক্তরাষ্ট্র সরকারের বীমাকারী ব্যাংকের আমানত আড়াই লাখ ডলারের বেশি, ঝুঁকিতে থাকা এসব ব্যাংকের অনেক অবীমাকৃত আমানতকারী রয়েছে যাদের ক্ষেত্রে সেসব হারিয়ে ফেলার ভয়ে নিজেদের তহবিল সরিয়ে নেয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এসব ব্যাংকে বেশকিছু সুদহার সংবেদনশীল সম্পদ রয়েছে, যেমন সরকারি বন্ড। সুদহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ বন্ড খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সূত্র: বণিক বার্তা।

Nagad

শিখ বিচ্ছিন্নতাবাদীকে ধরতে পাঞ্জাবে টানা চতুর্থ দিনের মতো ইন্টারনেট নিষেধাজ্ঞা

এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তারের জন্য ভারতের পাঞ্জাবে টানা চতুর্থ দিনের মতো চলছে ইন্টারনেট নিষেধাজ্ঞা। পাঞ্জাবের ২৭ মিলিয়ন মানুষ এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা ছাড়া রয়েছেন; খবর সিএনএন এর।শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তার অভিযান চালানোর জন্য শনিবার প্রাথমিকভাবে ২৪ ঘণ্টার জন্য রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল পাঞ্জাব সরকার। ভারতে শিখদের জন্য আলাদা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে খালিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অমৃতপাল সিং।মঙ্গলবার দিনের মধ্যভাগ পর্যন্ত ইন্টারনেট শাটডাউনের মেয়াদ বাড়িয়েছে পাঞ্জাব সরকার। যেকোনো ধরনের সহিংসতার উস্কানি দেওয়া ও জনগণের শান্তি-শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানো প্রতিরোধে একটি বিশেষ আইনের আওতায় রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছেন সরকার।পাঞ্জাব পুলিশের ভাষ্যে, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ‘ভুয়া সংবাদ’ প্রচার রোধে এ পদক্ষেপের দরকার ছিল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

শির সফরেও শান্তি বহুদূর

এবার হয়তো শান্তির বার্তা আসবে– চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফর ঘিরে এমনটাই প্রত্যাশা ছিল। তবে তাঁর এই সফর হতাশ করেছে। কারণ ইউক্রেনের সংঘাত সমাধানে তাঁর সফরে আদতে কোনো অগ্রগতি হয়নি। ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়ে রাশিয়া ত্যাগ করেছেন তিনি। খবর সিএনএন ও রয়টার্সের। ক্রেমলিনের তালিকা অনুযায়ী, বেইজিং এবং মস্কোর মধ্যে বাণিজ্য, শিল্প, বিজ্ঞান ও সামরিক খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক ডজনেরও বেশি নথিতে সই করেছেন দুই নেতা। এর মাধ্যমে বন্ধুত্ব জোরদার করে জিনপিংয়ের সফর শেষ হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতাই ‘উত্তেজনা বাড়ায়’ এবং যুদ্ধকে ‘দীর্ঘায়িত’ করে– এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে জিনপিং ও পুতিনের আগ্রহ নেই। সূত্র: সমকাল

চার বছর ধরে বন্যায় দ. সুদান

তীব্র খরা। মাসের পর মাস বৃষ্টি নেই। অথচ বন্যায় ভাসছে দক্ষিণ সুদান। একদিন দুদিন নয়। টানা চার বছর ধরে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলেই প্রকৃতির এই বিরূপ রোষানলে পড়েছে দক্ষিণ সুদান। দেশটির প্রায় দুই-তৃতীয়াংশই ডুবে গেছে। হাজার হাজার মানুষ পানিতে আটকা পড়ে কোনো রকম টিকে আছে। তবে সবচেয়ে করুণ অবস্থা উত্তরের বেন্টিউ শহরে-পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আজ যে স্থানটি শুকনো কাল তা পানির তলায়। বুধবার বিশ্ব পানি দিবসে দক্ষিণ সুদানের জনজীবনের এ মানবেতর দৃশ্য তুলে ধরেছে এএফপি।বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গবেষণা মূল্যায়ন এবং পর্যবেক্ষণের প্রধান উইলিয়াম নাল বলেছেন, ‘বেন্টিউ মূলত এখন একটি দ্বীপে পরিণত হয়েছে। রাস্তা-ঘাট ভেসে গেছে। পানি কোথাও বুক সমান, কোথাও হাঁটু পর্যন্ত। প্রধান ফসল শস্য, উদ্ভিজ্জ তেল এবং চিনাবাদামের পেস্ট (যা নল দিয়ে আটকে রাখা পানির মাধ্যমে তৈরি করা হয়) উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছে। এককথায় এখানকার মতো বন্যার কোনো রেকর্ড দেশটির আর কোথাও নেই।’ সূত্র: যুগান্তর

শি জিনপিং-পুতিন যৌথ সংবাদ সম্মেলন
ইউক্রেন ও পশ্চিম শান্তির জন্য প্রস্তুত নয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে ঘিরে চীনের শান্তি পরিকল্পনা চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে এই পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য আগে ‘পশ্চিম ও কিয়েভকে’ প্রস্তুত হতে হবে। মঙ্গলবার মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা শেষে দুই প্রেসিডেন্টের এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ কথা বলেন। তার বক্তব্য ‘ইউক্রেন সংঘাত বন্ধের ভিত্তি হিসেবে চীনের দেওয়া শান্তি পরিকল্পনার অনেক কিছুই গ্রহণ করা যেতে পারে; তবে এর জন্য আগে পশ্চিম এবং কিয়েভকে প্রস্তুত হতে হবে।’ সংবাদ সম্মেলনে শি জিন পিং চীন এবং রাশিয়াকে ‘শক্তিশালী প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। ইউক্রেন সংঘাতে চীন নিরপেক্ষ অবস্থানে রয়েছে জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন সবসময় শান্তি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে রয়েছে। এর আগে, ইউক্রেনে সংঘাত বন্ধ ও শান্তি স্থাপনের জন্য ১২ দফা প্রস্তাব করে চীন। চীনের প্রস্তাব করা ওই দফাগুলোতে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই। বরং এতে সব রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান জানানো এবং সব পক্ষকে ‘যৌক্তিক আচরণ’ করার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইউক্রেন চাইছে কোনো ধরনের শান্তি আলোচনার আগে রাশিয়া যেন ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু সেজন্য রাশিয়া প্রস্তুত- এমন ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি। সূত্র: বিডি প্রতিদিন।

কোলাজেনের জন্য ব্রাজিলে বন উজাড়
মাছ, শুকর এবং গবাদি পশু থেকে কোলাজেন সংগ্রহ করা যায়। ব্যবহারকারীদের বিশ্বাস, এই বিশেষ ধরনের প্রোটিন চুল, ত্বক, নখ ও হাড়ের সন্ধি ভালো রাখে। সেই সঙ্গে শ্লথ করে বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে। ত্বকের তারুণ্য ধরে রাখতে জনপ্রিয় হয়ে ওঠা কোলাজেন উৎপাদনের পেছনের গল্পটি উঠে এসেছে একদল সাংবাদিকের অনুসন্ধানে। এই কোলাজেন বানাতে প্রয়োজনীয় উপাদান সংগ্রহে গড়ে তোলা হচ্ছে গবাদিপশুর খামার, যাতে ধ্বংস হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল।গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, একেকটি খামারে হাজার হাজার পশুপালন হচ্ছে। ব্রাজিলের বনভূমি তাতে বিপর্যস্ত।গার্ডিয়ানের সঙ্গে এই অনুসন্ধানে ছিল ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম, সেন্টার ফর ক্লাইমেট ক্রাইম অ্যানালাইসিস (সিসিসিএ), আইটিভি এবং ব্রাজিলের সংবাদমাধ্যম ও জোইও ই ও ত্রাইগো। অনুসন্ধানী প্রতিবেদনটি করা হয়েছে পুলিৎজার সেন্টারের রেইনফরেস্টস ইনভেস্টিগেশন নেটওয়ার্কের সহায়তায়।গরুর মাংস ও সয়া বাণিজ্যের সঙ্গে বন বিনাশের যোগসাজশ নিয়ে আলোচনা হচ্ছে বহু আগে থেকেই। এসবের মধ্যে নজর এড়িয়ে গিয়েছে কোলাজেনের ধুন্ধুমার বাণিজ্য, যা এখন চারশ কোটি ডলার ছুঁয়েছে। সূত্র: বিডি নিউজ

পুরনো ক্ষতে নতুন বিড়ম্বনায় ভারত

নানা ভাষা, জাতি-সম্প্রদায় এবং প্রশাসনিকভাবে প্রদেশ ও কেন্দ্রশাসিত কয়েকটি অঞ্চল নিয়ে বিশাল দেশ ভারত। কিন্তু ভারত স্বাধীন দেশ হিসেবে পথচলার শুরু থেকেই নানা আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং পড়ছে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ছাড়াও আসাম, নাগাল্যান্ড, মিজোরামে বহুদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলা করছে ভারত সরকার। বাস্তবতা হলো এ অঞ্চলগুলোর সঙ্গে ভারতের মূলধারার দূরত্ব আছে। কিন্তু ভারতীয় মূলধারায় বেশ ভালো অবস্থানে থাকা শিখপ্রধান পাঞ্জাবেও আছে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার-চিন্তা। দীর্ঘদিন ধরে কমসংখ্যক হলেও শিখরা পাঞ্জাবে নিজস্ব রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে। কল্পিত খালিস্তান নামের সঙ্গে জড়িয়ে আছে রক্তাক্ত ইতিহাস। এর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক ও ভারতের জন্য বিব্রতকর এক অধ্যায় হলো ১৯৮৪ সালে পরিচালিত ‘অপারেশন ব্লু স্টার’। খালিস্তান প্রতিষ্ঠায় সশস্ত্র শিখদের বিরুদ্ধে ওই বছর অমৃতসরে শিখদের সর্বোচ্চ উপাসনালয় স্বর্ণ মন্দিরে চালানো কমান্ডো অপারেশনে রক্তাক্ত ইতিহাস রচিত হয়। যার পরিণতি হিসেবে দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সূত্র: দেশ রুপান্তর

আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর বেআইনি হত্যার অভিযোগে তদন্ত শুরু

আফগানিস্তানে ব্রিটিশ সেনা সদস্যদের হাতে কথিত বেআইনি হত্যাকাণ্ডের ব্যাপারে ব্রিটেনে এক তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত কমিটির প্রধান বলেছেন, “সামরিক বাহিনী এবং দেশের সুনাম রক্ষার” জন্য এই তদন্ত খুব গুরুত্বপূর্ণ। লর্ড জাস্টিস হ্যাডন-কেভ ব্রিটিশ সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগগুলোকে “অত্যন্ত গুরুতর” বলে বর্ণনা করেন।দু’হাজার দশ সালের মাঝামাঝি থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস (কমান্ডো) বাহিনীর পরিচালিত রাতের বেলার অভিযানগুলির ব্যাপারে এই তদন্তে অনুসন্ধান চালানো হবে।আইন বহির্ভূত হত্যা এবং সেগুলিকে পরবর্তীকালে ধামাচাপা দেয়া – দুটি অভিযোগই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। সূত্র: বিবিসি বাাংলা