মোদি আমার পরবর্তী ভাষণকে ভয় পাচ্ছেন: রাহুল গান্ধী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার পরবর্তী ভাষণকে ভয় পাচ্ছেন। ফলে সংসদ থেকে আমাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তারা চায় না আমি সংসদে কথা বলি। আমি মোদির চোখে ভয় দেখতে পাচ্ছি।”

দেশটির লোকসভায় সংসদ সদস্য পদ খারিজ হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী এই কথা বলেন। শনিবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোদি ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলাতেই নিশানা করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, “মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর বিমানে তার সফরসঙ্গী আদানির ছবি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। এরপর দেশের বিভিন্ন বিমানবন্দরের লিজ নিয়মবহির্ভূতভাবে আদানিকে দেওয়া হয়েছিল।” তাদের সম্পর্ক বহু দিনের পুরনো বলে দাবি করেন রাহুল।

মোদির রাজ্যের আদালতের রায়কে হাতিয়ার করে তার সংসদ সদস্য পদ খারিজ করা হলেও দেশের স্বার্থে রাহুল লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি। বিরোধীদলীয় নেতা রাহুল বলেন, “আমি ভয় পাই না। ওরা (বিজেপি) এত দিনেও সেটা বুঝতে পারেনি।”

সারাদিন/২৫ মার্চ/এমবি

Nagad