ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার প্রতিবাদে ইসরাইলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর বিরুদ্ধে বড় বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (২৬ মার্চ) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

নেতানিয়াহু সরকারের নেওয়া পরিকল্পনার বিরুদ্ধে কথা বলার পরদিনই গ্যালান্টকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তবে গ্যালান্টের বরখাস্তের ঘোষণা দিলেও তার স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে কিছু জানায়নি নেতানিয়াহুর কার্যালয়।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীকে আকস্মিকভাবে বরখাস্ত করার পর হাজার হাজার বিক্ষোভকারী তেলআবিবসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির বাইরেও জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেললে পুলিশ বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

সারাদিন/২৭ মার্চ/এমবি 

Nagad