২০৭ রানে বাংলাদেশকে থামালো বৃষ্টি

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার থেকে বাংলাদেশ ছিলো মাত্র ৯ রান দূরে। এত কাছে গিয়েও বৃষ্টির কারণে হলো না বাংলাদেশের সেই রেকর্ড গড়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.২ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২০৭ রান তুলেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগের দুই দলীয় সর্বোচ্চ হলো ২১৫ এবং ২১১ রান। আজ আগের দুই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও বৃষ্টির কারণে আর সম্ভব হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯.২ ওভারে ২০৭/৫।
(লিটন ৪৭, রনি ৬৭, শান্ত ১৪, শামীম ৩০, তাওহিদ ১৩, সাকিব ২০, মিরাজ ৪; ট্যাক্টর ২-০-১৬-‌১ , অ্যাডয়ার ৩.২-০-৪৮-১, হিউম ৪-০-৩৫-১, ইয়ং ৪-০-৪৫-২ , ডেলানি ৩-০-২১-০, হোয়াইট ৩-০-৩৭-০)। 

Nagad

সারাদিন/২৭ মার্চ/এমবি