ইউরো বাছাইপর্ব: ফ্রান্সের কষ্টের জয়, নেদারল্যান্ডের প্রথম জয়

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউরো ২০২৪ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে ফ্রান্স। আরেক ম্যাচে জিব্রালটারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ড।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে রাইট-ব্যাক বেঞ্জামিন পাভার্ডের ৫০ মিনিটের এক মাত্র গোলে জয় পেয়েছে ফ্রান্স। এছাড়া শেষ ২ মিনিটে মাইক মেইগন্যান দুইটি অসাধারণ বল রুখে দিয়ে ফ্রান্সকে রক্ষা করেছেন।

সাবেক অধিনায়ক হুগো লোরিসের স্থলাভিষিক্ত এসি মিলানের মেইগন্যান সতীর্থ জুলেস কুন্ডের হেড কর্ণারের সাহায্যে কোনমতে রক্ষা করেন। কর্ণার থেকে নাথান কলিন্সের শক্তিশালী হেড প্রায় একই দক্ষতায় সেভ করে নিজের দক্ষতার জানান দিয়েছেন মেইগন্যান।

এদিকে, রটারডামে গ্রুপ-বি’র আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি সেন্টার-ব্যাক নভথান এ্যাকের জোড়া গোলে নেদারল্যান্ড ১০ জনের জিব্রালটারকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

এ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড মেমফিস ডিপে ২৩ মিনিটে ডেনজেল ডামফ্রাইসের ক্রসে দারুন এক হেডের গোলে ডাচদের এগিয়ে দেন। আর ৫১ মিনিটে অভিজ্ঞ লিয়াম ওয়াকার সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিনত হয় জিব্রালটার।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০০তম স্থানে থাকা জিব্রালটারের বিরুদ্ধে এই জয়ে নেদারল্যান্ড বাছাই পর্বে প্রথম পয়েন্ট অর্জণ করলো।

Nagad

সারাদিন/২৮ মার্চ/এমবি