আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

সু চির এনএলডিসহ বিলুপ্ত হচ্ছে ৪০ দল

মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এক ঘোষণায় বলেছে, নতুন নির্বাচনী আইন অনুযায়ী নতুন করে দলের পুনর্নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এ দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হবে। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়। নির্বাচনের জন্য ক্ষমতাসীন সামরিক সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে নিবন্ধন করতে যে ৪০টি রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, তার মধ্যে রয়েছে সু চির এনএলডিও। গত জানুয়ারিতে নতুন জারি করা কঠোর নির্বাচনী আইনের অধীনে দুই মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে পুনর্নিবন্ধনের নির্দেশ দেয় জান্তা সরকার। সেইসঙ্গে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। বিরোধী দলগুলো বলছে, জান্তা সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। এরই মধ্যে সু চির দল এনএলডি বলেছে, তারা এ ‘অবৈধ নির্বাচনে’ অংশ নেবে না। সূত্র: সমকাল

এবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থা কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি) বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো বিনিময় প্রতিষ্ঠান বিন্যান্সের বিরুদ্ধে মামলা করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইনকে ফাঁকি দিয়ে ‘বেআইনিভাবে’ ব্যবসা করার অভিযোগে সিএফটিসি গত সোমবার বিন্যান্স ও চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে মামলাটি করে। সিএফটিসির চেয়ারম্যান রোস্টিন বেহনাম বলেন, অস্থির ও ঝুঁকিপূর্ণ ডিজিটাল বাজারে অনিয়ম খুঁজে বের করে তা বন্ধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার অংশ হিসেবে বিন্যান্সের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে চীনে জন্ম নিয়ে মাত্র ১২ বছর বয়সে কানাডায় পাড়ি জমানো চ্যাংপেং সিএফটিসির মামলাকে ‘অপ্রত্যাশিত ও হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে মনে হয়েছে, অভিযোগটা অসম্পূর্ণ কিছু তথ্য দিয়ে সাজানো। অভিযোগপত্রে উল্লেখ করা অনেক বিষয়ের সঙ্গেই আমরা একমত নই।’ক্রিপ্টোকারেন্সি একধরনের ভার্চ্যুয়াল মুদ্রা। করোনা মহামারির সময় খুব দ্রুতই ক্রিপ্টোকারেন্সির ব্যবসা বিস্তার লাভ করে। বিন্যান্সও তখন নিজেদের ব্যবসা অনেক বাড়িয়েছে।বর্তমানে সারা বিশ্বে মোট ১ ট্রিলিয়ন ডলার বা ৯২৪ বিলিয়ন ইউরোর ক্রিপ্টো বাজার রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ক্রিপ্টোর বাজার বাড়তে দেখা গেছে। তবে ২০২১ সালের তুলনায় তা অনেক কম। ওই বছর ক্রিপ্টোর বাজার তিন ট্রিলিয়ন ডলারে উঠেছিল। সূত্র: প্রথম আলো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
লেপার্ড ট্যাংক পেল ইউক্রেন

জার্মানি থেকে লেপার্ড ২ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে লেপার্ড ২ ট্যাংকের সবচেয়ে আধুনিক ধরন ‘এ৬’ দিয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেয় জার্মান আর্মি। প্রশিক্ষণ শেষে প্রথম দফায় ১৮টি অত্যাধুনিক লেপার্ড ২ ট্যাংক কিয়েভে সরবরাহ করা হয়েছে। এ৬ বিশেষভাবে রাশিয়ার প্রধান ট্যাংক টি-৯০ মোকাবেলা করার যোগ্য করে তৈরি করা হয়েছে। এ ট্যাংক রক্ষণাবেক্ষণ করাও সহজ এবং অন্যান্য পশ্চিমা অস্ত্রের চেয়ে কম তেল খরচ হয়। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ‘প্রতিশ্রুতিমতো নির্ধারিত সময়ে আমাদের ইউক্রেনীয় মিত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে।’ প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি নিশ্চিত যে সম্মুখযুদ্ধে ট্যাংকগুলো ‘ফলাফল নির্ধারকের’ ভূমিকা রাখতে পারবে। লেপার্ড ছাড়াও ইউক্রেনে ট্যাংক উদ্ধারের বিশেষ যান এবং ৪০টি মারডেক যুদ্ধযান পাঠিয়েছে বার্লিন। সূত্র: কালের কণ্ঠ

Nagad

যুক্তরাষ্ট্রে ৩ মাসে ১২৯ বন্দুক হামলা
নাশভিল স্কুলে সাবেক ছাত্রের ১৪ মিনিটের ‘কিলিং মিশন

চলতি বছরের প্রথম তিন মাসেই কমপক্ষে ১২৯টি বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। অনলাইনে বন্দুক সহিংসতা তথ্য সরবারাহকারী প্রতিষ্ঠান দ্য গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ) থেকে এ তথ্য জানা যায়। জিভিএ অনুসারে, গত বছরের ১৯ মার্চ একদিনেই একশ বন্দুক হামলা চালানো হয়েছিল। এর আগে ২০২১ সালেও মার্চের শেষ দিনে একই ধরনের হামলার ঘটনা ঘটে। স্থানীয় সোমবার সকাল ১০টার দিকে টেনিসি রাজ্যের নাশভিলের এক বেসরকারি প্রাথমিক স্কুলে বন্দুক হামলার পর এ পরিসংখ্যান প্রকাশ করেছে সিএনএন। এতে তিন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্কসহ নিহত হয়েছে ৬ জন। স্কুলেরই সাবেক ছাত্র অড্রে হালে বন্দুক হামলাটি চালায়। প্রায় ১৪ মিনিটব্যাপী সাবেক এই ছাত্রের ‘কিলিং মিশনে’ নিহত হয় মোট ছয়জন। তাদের মধ্যে রয়েছে তিন প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। মেট্রোপলিটন নাশভিল পুলিশের দুই মিনিটের একটি নজরদারি ভিডিওতে সন্দেহভাজন এক ব্যক্তিকে হলওয়ে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। সে সময় তার হাতে ছিল তিনটি আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার এই ফুটেজটি প্রকাশ করেছে পুলিশ।ঘটনার বর্ণনায় পুলিশের মুখপাত্র ডন অ্যারন এদিন বলেন, স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে কভনেন্ট স্কুলে বন্দুকধারীর খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানো পাঁচজন পুলিশ অফিসার স্কুলটির দ্বিতীয়তলা থেকেও গুলির শব্দ শুনতে পান। পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশের গাড়ির ওপরও হামলা চালিয়েছিল সেই বন্দুকধারী। এরপর স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে দুজন পুলিশ অফিসারের গুলিতে সেই বন্দুকধারী নিহত হয়। বন্দুকধারী নিহত হওয়ার পর শিশুদের স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, হালের কাছে তিনটি বন্দুক ছিল। এর মধ্যে একটি ছিল সেমি অটোমেটিক রাইফেল। পুলিশের তালিকায় হালের নামে অপরাধের কোনো রেকর্ড নেই। পুলিশের ধারণা, আগের ‘ক্ষোভ’ থেকে হালে এ হামলা চালিয়ে থাকতে পারে। সূত্র: যুগান্তর

মিসরে পিরামিড চত্বরে ২ হাজার ভেড়ার কঙ্কাল!

২ হাজারের বেশি ভেড়ার মাথার মমি। মিসরের একটি সমাধি চত্বরে আবিষ্কৃত হয়েছে সেগুলো। যা দেখে হতবাক পুরাতত্ত্ববিদরা। রবিবার মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, ‘মিসরের রাজা ফারাও রামসেসের মন্দিরে ভেড়ার মাথার সন্ধান পাওয়া গেছে।’ গবেষকরা জানিয়েছেন, মন্দির থেকে কুকুর, ছাগল, গরু, হরিণের মাথার মমিও মিলেছে। মার্কিন প্রত্নতাত্ত্বিকদের একটি দল ওই পশুগুলোর মাথার খোঁজ পেয়েছে। গবেষকরা জানিয়েছেন, ভেড়া এবং অন্যান্য প্রাণীর মাথা রাজা ফারাও রামসেস দ্বিতীয়কে নৈবেদ্য হিসেবে দেওয়া হয়েছিল। অনুসন্ধান দলের প্রধান সামেহ ইস্কান্দার বলেন, ‘ফারাও রামসেসের মৃত্যুর পর তার সমাধিতে পশু বলি দেওয়া হয়। জবাইয়ের জন্য বেশির ভাগ ভেড়া ব্যবহার করা হতো। প্রাচীন মিসরীয়রা তাদের রাজাদের জন্য পশু উৎসর্গ করত। সূত্র: বিডি প্রতিদিন।

শখের দাম লাখ ডলার

মেটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন স্থানে স্বর্ণ অনুসন্ধান ছিল তার শখ। আর এই শখই তাকে এনে দিল লাখ ডলার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার স্বর্ণখনিতে স্বর্ণ অনুসন্ধান করছিলেন ওই ব্যক্তি। হঠাৎই তিনি পান সাড়ে চার কেজি ওজনের বিশাল এক শিলাখণ্ড। যার মধ্যে রয়েছে আড়াই কেজিরও বেশি স্বর্ণ। আর এই স্বর্ণের মূল্য ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির কাছ থেকে স্বর্ণটি ইতিমধ্যেই কিনে নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী ডারেন কাম্প। ডারেন বলেন, তার ৪৩ বছরের ব্যবসায়ী জীবনে তিনি এত বিশাল স্বর্ণের তাল দেখেননি কখনো। প্রথমে ওই ব্যক্তি যখন তার কাছে আসেন, তিনি ভাবেন, সোনালি রঙের শিলা দেখে তিনিও অন্যদের মতো স্বর্ণ ভেবে হাজির হয়েছেন। পরে শিলাটি হাতে নিয়ে এবং পরীক্ষা করে রীতিমতো তাজ্জব বনে গেলেন ডারেন। কেননা, শিলাটির অর্ধেকের বেশি অংশজুড়ে রয়েছে স্বর্ণ। সূত্র: দৈনিক বাংলা।

ইউক্রেনে মার্কিন স্বেচ্ছাসেবক যোদ্ধাদের যত ছলছাতুরী আর ব্যর্থতা

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর রণাঙ্গনে অনেক মার্কিনীই ছুটে গিয়েছিলেন ইউক্রেনের হয়ে যুদ্ধ করার জন্য। তাদের মধ্যে অনেকেই ছিলেন সামরিক বাহিনীর সদস্য, কেউ বা যুদ্ধের জন্য অর্থ তুলেছেন, অনেকে আবার যুদ্ধ সরঞ্জাম দেওয়ারও অঙ্গীকার করেছেন। কিন্তু যুদ্ধের এক বছর পার হওয়ার পর এখন এ মার্কিন স্বেচ্ছাসেবকদের অনেকেই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন, যুদ্ধের মূল্য উদ্দেশ্য থেকে সরে এসেছেন। কেউ কেই যুদ্ধের জন্য তোলা অর্থ অপচয় করেছেন, অনেকে নিজের পূর্ববর্তী সামরিক অভিজ্ঞতার মিথ্যা গল্প ফেঁদেছেন। কেউবা আবার যুদ্ধ থেকে ব্যক্তিগত লাভের চেষ্টা করছেন। বিস্তারিত জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।মার্কিন মেরিনের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বর্তমানে ফেডারেল তদন্তের কেন্দ্রে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইউক্রেনে অবৈধভাবে সামরিক প্রযুক্তি রপ্তানি করেছেন। আরেকজন সেনাসদস্য ইউক্রেনের হয়ে লড়াই করতে গিয়ে বেইমানি করে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

সরবরাহ ও উৎপাদন কমায় যুক্তরাজ্যে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম

যুক্তরাজ্যে বেড়েছে বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দাম। ১৯৭৭ সালের পর এবারই প্রথম খাদ্যদ্রব্যের দামে এত উল্লম্ফন দেখা গেল। সংশ্লিষ্টরা বলছেন, ব্রিটেনবাসীর এখন তাজা সবজির ঘাটতিতে অভ্যস্ত হয়ে যেতে হবে। কারণ লাফিয়ে বাড়ছে দাম ও অনিশ্চিত আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ায় এ সংকট সহজেই মিটছে না। খবর রয়টার্স। গত কয়েক সপ্তাহ ধরেই ব্রিটেনের বাজারে টমেটো, শশা ও মরিচের মতো অত্যাবশ্যকীয় সালাদ পণ্যের সরবরাহে দারুণ সংকট তৈরি হয়েছে। এর কারণ হিসেবে মূল সরবরাহকারীর উত্তর আফ্রিকায় উৎপাদন কম হওয়ার কথা বলা হচ্ছে। ট্যাক্স অফিসের তথ্য বলছে, জানুয়ারিতে ব্রিটেন ২ লাখ ৬৬ হাজার ২৭৩ টন সবজি আমদানি করেছে। ২০১০ সালের পর এটিই একমাসে সবচেয়ে কম সবজি আমদানির রেকর্ড। অথচ সে সময়ের চেয়ে এখন জনসংখ্যা বেড়েছে অন্তত ৭ শতাংশ বেশি। পরিস্থিতি আরো জটিল করে দিচ্ছে যুক্তরাজ্যে জ্বালানির উচ্চমূল্য। যে কারণে দেশটির উৎপাদকরা অতিরিক্ত অর্থ ব্যয় করে গ্রিনহাউজে সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন না। ফলে চলতি পুরো বছরজুড়েই যুক্তরাজ্যের বাজারে নিত্য প্রয়োজনীয় সবজিগুলোর সরবরাহে নিম্নগতি থাকবে। আর এ কঠিন পরিস্থিতি ব্রিটেনে খাদ্য মূল্যস্ফীতি তৈরি করবে, যা গত প্রায় ৫০ বছরে দেখা যায়নি। সূত্র: বণিক বার্তা

গৃহযুদ্ধ এড়াতে নরম নেতানিয়াহু!

নপন্থিদের সঙ্গে জোট বেঁধে ইসরায়েলের ক্ষমতায় আসা বেনিয়ামিন নেতানিয়াহু। উগ্র-ডানপন্থার চাপে শেষমেশ নিজ সরকারের প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করতে পিছপা হননি তিনি। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত নেতানিয়াহুকে বিচারব্যবস্থা সংস্কার বাতিলের আহ্বান জানান। কারণ সাবেক এই সেনা কর্মকর্তা বুঝতে পেরেছিলেন তার সরকারের বিচার বিভাগে হস্তক্ষেপ জনগণ থেকে শুরু করে খোদ ইসরায়েলি সামরিক বাহিনীরই পছন্দ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা, ফাইটার পাইলটরা পর্যন্ত চলমান বিক্ষোভের পক্ষে অবস্থান নিতে শুরু করায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেন গ্যালান্ত। পরিণতিতে জোটে বহিষ্কার। কিন্তু তাকে বহিষ্কারের সেই সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢেলে দেয়, উত্তাল ইসরায়েলের রাজপথে শুরু হয় জনতার সুনামি। ভূখণ্ডটিতে স্পষ্ট হয় দুটি পক্ষ, একটি চরম ডানপন্থিরা আরেকটি বাকি ইসরায়েল। এ অবস্থা আঁচ করতে পেরে খোদ নেতানিয়াহু বলেছেন, ‘যখন সংলাপের মাধ্যমে গৃহযুদ্ধ এড়ানোর সুযোগ রয়েছে, তখন আমি প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ইসরায়েল কোনো গৃহযুদ্ধ চায় না।’ এই মন্তব্য করে অবশেষে বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগ পেছানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় গত সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ঐকমত্যে পৌঁছানোর জন্য সংস্কার পরিকল্পনাটির বাস্তবায়ন পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে।’ সূত্র: দেশ রুপান্তর

আদালতে অপহরণের মামলার পর শিশুর লাশ মিললো ডোবায়

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার অজনপ্রিয় পেনশন সংস্কার বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভকারীদের ময়লার বাক্সে আগুন ও প্রজেক্টাইল ছোড়ার পাল্টায় পুলিশও লাঠিচার্জ করেছে, ছুড়েছে কাঁদুনে গ্যাস।মঙ্গলবার রেন, বোহদ্যু, টুলুসের মতো একাধিক শহরের সমাবেশ থেকেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, নঁতে শহরে একটি ব্যাংকের শাখায় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পেনশন বিল নিয়ে জনঅসন্তোষ ম্যাঁক্রোবিরোধী বিস্তৃত মনোভাব বিকশিত করলেও গত সপ্তাহের তুলনায় মঙ্গলবার ফ্রান্সজুড়ে তুলনামূলক কম সংঘর্ষ হয়েছে, বেশিরভাগ সমাবেশই মোটাদাগে শান্তিপূর্ণ ছিল।তবে বিএফএম টিভির লাইভ ফুটেজে প্যারিসে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের পর এক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের ফুটেজ ভাইরাল হয়ে গেছে। ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পরে মন্তব্য চাইলেও পুলিশ তাতে সাড়া দেয়নি। সূত্র: বিডি নিউজ