আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
বাখমুত হারালে চড়া মূল্য দিতে হবে

ইউক্রেনীয় শহর বাখমুতের দখল রাশিয়ার হাতে গেলে চড়া মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন, সম্মুখযুদ্ধ চলা এই শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তিচুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করতে পারেন। এতে ইউক্রেনকে অগ্রহণযোগ্য আপস করতে হতে পারে।
জেলেনস্কি বলেন, বাখমুত রুশ সেনাদের হাতে গেলে পুতিন তা নিজের দেশে, পশ্চিমাদের কাছে এবং চীন ও ইরানের কাছে তুলে ধরবেন। বিশেষজ্ঞদের মতো ইউক্রেনীয় প্রেসিডেন্টও বাখমুত হারানো কৌশলগত ব্যর্থতার চেয়ে রাজনৈতিক ব্যর্থতাই বেশি হবে বলে মনে করছেন। তাঁর আশঙ্কা, বাখমুত হারালে আন্তর্জাতিক সম্প্রদায়, এমনকি নিজ দেশ থেকে দ্রুত চাপ আসতে থাকবে। জেলেনস্কি বলেন, ‘আমাদের সমাজ ক্লান্ত অনুভব করবে। আমাকে তাদের সঙ্গে আপস করার জন্য বলবে।’ সূত্র: কালের কণ্ঠ

বিলুপ্ত প্রাণীর ডিএনএ থেকে মিট বল

কৃত্রিম মাংস নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। এবার কৃত্রিম পদ্ধতিতে তৈরি ‘মিট বল’ নিয়ে আলোচনা শুরু হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। নেদারল্যান্ডসের আমস্টারডামের বিজ্ঞানবিষয়ক জাদুঘর নেমো জানিয়েছে, তাদের হাতে একটি মিট বল এসেছে, যেটি কি না বিলুপ্ত একটি প্রাণীর ডিএনএ থেকে তৈরি। গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন নেদারল্যান্ডসের গবেষকেরা। তবে এটা বলার সঙ্গে সঙ্গেই বল নিজের কোর্টে নিয়েছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। দেশটিতে কৃত্রিম মাংস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভো জানিয়েছে, এই মিট বলটি তারা তৈরি করেছে। এটা মজা করার জন্য তৈরি করা হয়নি। তারা চায় কৃত্রিম পদ্ধতিতে তৈরি করা এ মাংস নিয়ে আলোচনা হোক। প্রাণী থেকে যে মাংস পাওয়া যায়, কৃত্রিম মাংস তার ভালো বিকল্প হতে পারে। সূত্র: প্রথম আলো

পাকিস্তানে ভয়াবহ অভাব
আটার জন্য দিশেহারা জনগণ
পদদলিত হয়ে নিহত ২, আহত ৫৬ * চলছে রাস্তায় রাস্তায় বিক্ষোভ শহরে শহরে আটার ট্রাক লুট

ভয়াবহ আর্থিক সংকটে বেহাল পাকিস্তানের জনগণ। চরমে পৌঁছেছে মুদ্রাস্ফীতির হার। দেশটিতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। রিজার্ভ সংকটে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দ্রব্য আমদানি। জ্বালানি তেলের দামও আকাশছোঁয়া। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের এতটা বাইরে চলে গেছে যে, এক বস্তা আটার জন্যও দিশেহারা হয়ে পড়ছে জনগণ। বিভিন্ন শহরে আটার ট্রাক লুটসহ চলছে রাস্তায় রাস্তায় বিক্ষোভ। এমনকি আটা সংগ্রহ লাইনের ভিড়ে পদদলিত হয়ে ঘটছে মৃত্যুও। বিনামূল্যে আটাবাহী ট্রাক লুট করে নিচ্ছে জনগণ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও আটা না পেয়ে বিক্ষোভের দৃশ্যও চোখে পড়ছে দেশটির বেশ কয়েকটি শহরের রাস্তায়। জিও নিউজ, ডন। মঙ্গলবার দেশটির একটি সরকারি বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে আটা সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় দুজনের। একইদিনে পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজাফফরগড় ও ওকারা জেলায় কায়েদ-ই-আজম স্টেডিয়ামে সরকারের বিনামূল্যে আটাদানকেন্দ্রে পদদলিত হয়ে ৪৫ নারীসহ মোট ৫৬ জন আহতের খবর পাওয়া যায়। মৃতদের মধ্যে রয়েছে একজন বৃদ্ধ নারী ও অন্যজন পুরুষ। পদপিষ্ঠ হয়ে মৃত ওই নারীর নাম নাসিম আখতার। তিনি সাহিওয়ালের কারবালা রোডের বাসিন্দা আমিরের স্ত্রী। এই ঘটনায় আরও ৪৫ নারী ও দুই পুরুষ আহত হয়। বাকিদের ১১২২ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে। সূত্র: যুগান্তর

Nagad

কোলার থেকেই প্রচারণা শুরু করবেন রাহুল

ভারতের সাধারণ নির্বাচনের প্রচারে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যের কোলার জেলায় এক জনসভায় ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্য করেছিলেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় রাহুলকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং হারাতে হয়েছে লোকসভার সদস্য পদ। এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণা সেই কোলার থেকেই শুরুর ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। তিনি আগামী ৫ এপ্রিল সেখানে জনসভা করবেন বলে গতকাল বুধবার জানিয়েছেন।
রাহুলের এই ঘোষণা আসার আগে কর্ণাটক নির্বাচনের দিনক্ষণ জানায় নির্বাচন কমিশন, যেখানে ক্ষমতাসীন বিজেপি টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার আশা করছে। ভোট গ্রহণ হবে আগামী ১০ মে। রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ হতেই কেরালার ওয়েনাদ কেন্দ্রের আসন শূন্য ঘোষণা করা হয়। সূত্র: সমকাল

প্রধান বিচারপতির ক্ষমতা কমানোর আইন পাস পাকিস্তানে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলতে শোনা গিয়েছিল, ‘যদি প্রধান বিচারপতির শক্তি খর্ব করতে আইন না বানানো হয়, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’ এরপরই বিল পাকিস্তানের সংসদে পেশ করা হলো। তার প্রধান লক্ষ্যই প্রধান বিচারপতির শক্তি খর্ব করা। কেননা দেশটিতে প্রধান বিচারপতি অনেক ক্ষমতার মালিক। প্রধান বিচারপতির এই শক্তির কারণেই দেশটির এক সময়ের শক্তিশালী প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। ফলে সেই শক্তি খর্ব করতেই ব্যবস্থা নিল শাহবাজ শরিফ। ঘটনার সূত্রপাত পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্বাচনকে ঘিরে। গত ২২ মার্চ আকস্মিকভাবে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দেশটির নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানে আদালতের নির্দেশ থাকলেও, তা পিছিয়ে ৮ অক্টোবরে করার সিদ্ধান্ত জানায়। পাকিস্তানের প্রধান বিরোধী দল, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ ঘটনার তীব্র বিরোধিতা করে একে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে। সূত্র: বিডি প্রতিদিন।

কৃত্রিম বুদ্ধিমত্তা
৩০ কোটি কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হলেও চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি

বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষের কর্মসংস্থানে প্রভাব পড়লেও বৈশ্বিক অর্থনীতি এবং শ্রম উৎপাদনশীলতায় বড় ধরনের গতি যোগ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গোল্ডম্যান স্যাকসের নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশ বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রম উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে, যদিও প্রভাব পড়বে কর্মসংস্থানের ওপর। তবে ৩০ কোটি মানুষের কর্মসংস্থান কেড়ে নিলেও চাঙ্গা হবে বৈশ্বিক অর্থনীতি। খবর দ্য ন্যাশনাল নিউজ।প্রতিবেদনে মার্কিন বিনিয়োগ ব্যাংকটির বিশ্লেষকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রম খরচ হ্রাস, নতুন কর্মসংস্থান ও স্থায়ী কর্মীদের মাধ্যমে উৎপাদনশীলতার গতি ত্বরান্বিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে উল্লেখযোগ্য হারে। আজ থেকে ১০ বছর পর বিশ্বব্যাপী অন্তত অর্ধেক প্রতিষ্ঠানও যদি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি ব্যবহার করে, তাহলে বৈশ্বিক ডিজিপি ৭ শতাংশ বাড়তে পারে। এআইয়ের মাধ্যমে এক দশকের মধ্যে বিশ্বব্যাপী বার্ষিক উৎপাদনশীলতা ১ দশমিক ৪ শতাংশ পয়েন্ট বাড়ানো সম্ভব হতে পারে, যদিও উদীয়মান বাজার অর্থনীতির ক্ষেত্রে এ প্রভাবগুলো খানিকটা বিলম্বিত হবে। এ বিষয়ে গোল্ডম্যান স্যাকসের মুখ্য অর্থনীতিবিদ জেন হ্যাটজিয়াস বলেন, ‘যদিও জেনারেটিভ এআইয়ের প্রভাব শেষ পর্যন্ত নির্ভর করবে এটির কার্যকারিতা ও প্রয়োগের ওপর। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত অনুমানটি যদি সঠিক হয় এবং এটি প্রতিশ্রুত কার্যকারিতা প্রদর্শনে সমর্থন হয়, তাহলে তা বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকেই তুলে ধরে।’ সূত্র বণিক বার্তা।

প্রবল যুদ্ধের পূর্বাভাস!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৪০০তম দিন আজ। আপাতত যুদ্ধের খবরে আসছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রণক্ষেত্রের খবর। রাশিয়ার টানা আক্রমণে কোনোমতে শহরটি এখনো আছে ইউক্রেনের নিয়ন্ত্রণে। চলমান পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মরিয়া হয়ে পশ্চিমা মিত্রদের দ্রুত ভারী অস্ত্র পাঠাতে বলেছিলেন। আর না হয়, তার সেনাদের ফ্রন্টলাইনে পাঠাবেন না বলেও হুমকি দিয়েছিলেন। সেই হুমকির পর তড়িঘড়ি ইউক্রেনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে পশ্চিমারাও। ইতিমধ্যে ইউক্রেনে পৌঁছেছে জার্মানির অত্যাধুনিক লেপার্ড-টু ট্যাংক। গত মঙ্গলবারই ১৮টি লেপার্ড হাতে পেয়েছে জেলেনস্কির বাহিনী। কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে একই সময়ে ইউক্রেনে গেছে ব্রিটেনের চ্যালেঞ্জার ট্যাংকও। এরই মধ্যে ইংল্যান্ড থেকে এই অত্যাধুনিক চালানোর প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন ইউক্রেনীয় সেনারাও। বলা যায়, জেলেনস্কি ঘোষিত ‘পাল্টা আক্রমণের’ জন্য প্রয়োজনীয় ভারী অস্ত্র পেতে শুরু করেছে কিয়েভ। এদিকে চুপ করে বসে নেই মস্কো। বরং জলে-স্থলে সামরিক শক্তির জানান দিচ্ছে পরাশক্তি রাশিয়া। শক্তিমত্তার জানান দিতে সুপারসনিক ক্রুজ মিসাইল মসকিতের মহড়া চালাচ্ছে রুশ নৌবহর। শব্দের তুলনায় তিন গুণ বেশি গতিসম্পন্ন, রাশিয়ার সুপারসনিক মিসাইল মসকিত। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তালিকায় যার সাংকেতিক নাম ‘এসএস-এন-২২ সানবার্ন’। এটি মূলত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। আড়াইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম সোভিয়েত আমলের মসকিত। জাপান সাগরে এখন সেটিরই মহড়া চালাচ্ছে রাশিয়া। এরপরই রাশিয়া তাদের নতুন ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদ্ধতি ও কয়েক হাজার সেনা নিয়ে সামরিক মহড়া শুরু করেছে। গত বুধবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, তিন হাজারেরও বেশি সেনা এবং প্রায় ৩০০ সরঞ্জাম এ মহড়ায় যুক্ত আছে। এ প্রসঙ্গে রুশ মিসাইল রেজিমেন্ট কমান্ডার কালগায়েভ ইয়েভগেনি বলেন, ‘রুশ প্রতিরক্ষা সদর দপ্তরের নেতৃত্বেই কৌশলগত এ সামরিক মহড়া চালাচ্ছে মিসাইল রেজিমেন্ট। এরই ধারাবাহিকতায় ইয়ার্স মিসাইল সিস্টেম মাঠে নামানো হলো। ঝালিয়ে নেওয়া হচ্ছে শত্রুপক্ষের বিরুদ্ধে আমাদের সৈন্যদের লড়াইয়ের সক্ষমতা।’ সূত্র: দেশ রুপান্তর

সৌদি আরব হজ ও উমরাহতে ছবি তোলা-ভিডিওর নতুন নিয়ম ঘোষণা করল

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার প্রফেটস মসজিদে হজ ও উমরাহতে হজ ও উমরাহ পালনকারীদের ছবি ও ভিডিও নেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস-এর।পবিত্র স্থানগুলোর পবিত্রতা বিবেচনায় নিয়ে নতুন এই নিয়মগুলো করা হয়েছে।টুইটারে জারি করা বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র দুই স্থানের পবিত্রতা বিবেচনায় নিয়ে পবিত্র দুই মসজিদে আমাদের শিষ্টাচার বজায় থেকে ছবি তুলতে হবে।’এসব স্থানে ছবি তোলা ও ভিডিও ধারণের জন্য যেসব নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো হলো:কারও অনুমতি না নিয়ে তার ছবি তোলা যাবে না-প্রার্থনারত অবস্থায় কারও ছবি তোলা যাবে না-নামাজ পড়া বা দোয়া পড়ার সময় কাউকে বিরক্ত করা যাবে না সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

দুবাইতে বাড়ছে বাড়ি ভাড়া – কারণ কি রুশদের আগমন?

আরেখা প্রেটোরিয়াসের জন্য ফেব্রুয়ারি আর মার্চ মাসটা ছিল অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় ভরা। কারণ, তিনি ও তার স্বামী ক্রিস কয়েক সপ্তাহ ধরেই দুবাই শহরে নতুন একটি বাড়ি খুঁজছিলেন। তারা ২০১৯ থেকে শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে থাকছিলেন, কিন্তু বাড়িওয়ালা গত বছরই তাদের নোটিশ দেন যে তাদেরকে উঠে যেতে হবে, কারণ ওই বাড়িতে তিনি নিজেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যা হলো, ক্রিস ও আরেথা তিন বেডরুমের ভিলা বাড়িটির ভাড়া দিচ্ছিলেন বার্ষিক ৩৪,০০০ ডলার। কিন্তু এখন তারা ওই একই এলাকায় নতুন বাড়ি খুঁজতে গিয়ে দেখতে পেলেন, সমমানের বাড়ির ভাড়া ৭৫% বেড়ে গেছে।তারা শহরের অন্য এলাকাতেও বাড়ি খুঁজতে শুরু করলেন, কিন্তু তাদের বাজেটের মধ্যে কোন ভিলা বাড়ি পেলেন না।শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা শহরের কেন্দ্রস্থল থেকে অনেক দূরে এবং বেশ ছোট একটি বাড়ি নিতে বাধ্য হলেন, কিন্তু তারও দিতে হবে বার্ষিক ভাড়া ৪৫,০০০ ডলার – এখনকার চাইতে ৩২% বেশি। সূত্র: বিবিসি বাংলা ।

ফিলিপিন্সে ফেরিতে আগুন লেগে নিহত ১০

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে বলে দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন।তিন্ জানান, আগুন লাগার পর ফেরিটি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড মারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, এয়ারকন্ডিশন কেবিন থেকে শুরু হওয়া এ আগুনে নয়জন আহত হয়েছেন। ফেরিটির যাত্রীধারণ ক্ষমতা ৪৩০ জন।কোস্টগার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, আগুন লাগা এমভি লেডি মেরি জয় থ্রি জাহাজে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার করা যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে।কোস্টগার্ড জানিয়েছে, তারা একটি তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নে সহযোগিতা করছে, পাশাপাশি তেল চুইয়ে পড়ার কোনো ইঙ্গিত আছে কিনা তা পরীক্ষা করে দেখছে। সূত্র: বিডি নিউজ