আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

৩ মাসে ১২ হাজার বিদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

এ বছরের জানুয়ারির শুরু থেকে ২৯ মার্চ পর্যন্ত ১২ হাজার ৩৮০ জন বিদেশি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানান। খবর: দ্য স্টার’র। এদের মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ আর দুই হাজার ৭৭৪ জন নারী রয়েছেন এবং বেশিরভাগই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক।তিন ক্যাটাগরির বিদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে- এক হচ্ছে যারা কারাদণ্ডের মেয়াদ শেষ করেছেন। দ্বিতীয়ত, অভিবাসন অধিদপ্তর যাদেরকে বিভিন্ন সময়ে আটক করেছে আর তৃতীয়ত আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে অভিবাসন দপ্তরের হাতে তুলে দিয়েছে। সূত্র; সমকাল

কাঠগড়ায় উঠছেন ট্রাম্প

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার ঘটনায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় আগামী মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে ট্রাম্প উপস্থিত হবেন বলে জানিয়েছেন তাঁর এক আইনজীবী। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যাঁকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে। অভিযোগ তদন্তের পর নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন।
যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধের বিচারের আগে গ্র্যান্ড জুরির কাছে প্রমাণ উপস্থাপন করেন প্রসিকিউশন। এরপর গোপন ভোটের মাধ্যমে নির্ধারিত হয় ফৌজদারি অপরাধে ব্যক্তির বিচার হবে কি না। ঠিক কী কী অভিযোগে সাবেক প্রেসিডেন্টের বিচার হবে, তা গতকাল পর্যন্ত নির্দিষ্ট করে প্রকাশ করা হয়নি। তবে স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার ধামাচাপার ঘটনার জেরে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতিসহ ৩০ দফা অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। নিউ ইয়র্ক টাইমসসহ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান বলেছে অভিযোগের সংখ্যা ‘দুই ডজন’। সূত্র: কালের কণ্ঠ

টর্নেডোয় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের আরকানসাস, নিহত ২

শক্তিশালী টর্নেডোয় লন্ডভন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আরকানসাস। এতে নিহত হয়েছেন অন্তত দুজন। আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার অঙ্গরাজ্যটিতে টর্নেডো আঘাত হানে। এতে রাজধানী লিটল রকে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনবহুল এ শহরে নিহতের কোনো খবর পাওয়া যায়নি। লিটল রকের মেয়র ফ্রাঙ্ক স্কট জুনিয়র টুইটে জানিয়েছেন, টর্নেডোয় তাঁর শহরে আহত হয়েছেন অন্তত ২৪ জন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ন্যদিকে গভর্নর সারাহ স্যান্ডার্স জানান, রাজধানী লিটল রক থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াইনি শহরে টর্নেডোয় দুজন মারা গেছেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন। সূত্র: প্রথম আলো

Nagad

ভারত-চীন রাশিয়ার জোটে
মস্কোর নতুন পররাষ্ট্র নীতি

ইউক্রেন যুদ্ধের মাঝেই নতুন পররাষ্ট্র নীতি গ্রহণ করল রাশিয়া। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্তৃক গৃহীত নতুন এই নীতিতে বিশ্ব মঞ্চে চীন ও ভারতকে রাশিয়ার প্রধান মিত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৪২ পৃষ্ঠার এই পররাষ্ট্র নীতির নথিতে ইউরেশিয়া মহাদেশের দেশগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সার্বভৌম বৈশ্বিক শক্তি, কূটনৈতিক সমন্বয়ের গুরত্বের ওপর জোর দেওয়া হয়েছে। নতুন এই বৈদেশিক নীতিতে বিশ্ব রাজনীতিতে পশ্চিমা আধিপত্য দূরীকরণকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন পররাষ্ট্র কৌশল নিয়ে বক্তব্য দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও। বলেন, প্রেসিডেন্ট পুতিন কর্তৃক গৃহীত বৈদেশিক নীতিতে পশ্চিমকে মস্কোর অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে চিহ্নিত করা হয়েছে।প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ শেষে দেশে ইউক্রেন সেনা : ইউক্রেনের ৬৫ জন সামরিক সদস্যের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরেছে। বৃহস্পতিবার পেন্টাগন এ কথা জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ‘এই সপ্তাহে ৬৫ জন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্য ওকলাহোমার ফোর্ট সিলে প্যাট্রিয়ট প্রশিক্ষণ শেষ করে ইউক্রেনে ফিরেছেন।’ সূত্র: যুগান্তর

নতুন সংকটের শঙ্কা বিদেশী ব্যাংকে আমানতে পিছু হটছে জার্মানরা

বিদেশের ব্যাংকে আমানত রাখা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন জার্মানির নাগরিকরা। অধিকতর আকর্ষণীয় মুনাফার টোপ ফেলেও তাদের প্রলুব্ধ করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তাদের মনে ভয় কাজ করছে। বিদেশের ব্যাংকগুলোয় আমানত রাখলে যেকোনো সময় ঝামেলা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, জার্মান নাগরিকদের সবচেয়ে বেশি অর্থ জমা আছে ইউরোপের বিভিন্ন ব্যাংকে। নগদ ২ লাখ কোটি ইউরো। পাশাপাশি তুলনামূলক দুর্বল অর্থনীতির দেশগুলোতেও অধিকতর মুনাফায় আমানত রাখার প্রবণতা ছিল তাদের। এসব দেশের মধ্যে লিথুয়ানিয়া, মাল্টা, ইতালি ও পর্তুগাল অন্যতম। কিন্তু গত ১০ মার্চ থেকে এ প্রবণতা হঠাৎ করেই কমে যায়। সেদিন সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যায়। ফলে ব্যাংক খাতের চলমান অস্থিরতা প্রমাণিত হয়।ফেব্রুয়ারির তুলনায় ১০ মার্চ থেকে জার্মানির নাগরিকদের বিদেশের ব্যাংকে আমানত রাখার চাহিদা ১৫-২০ শতাংশ কমেছে। চেকটোয়েন্টিফোর ও বিয়াল্লো নামক দুটি অনলাইন প্লাটফর্ম এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: বণিক বার্তা।

ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড
সুইডেনের আবেদন ঝুলিয়ে রাখল তুরস্কের পার্লামেন্ট

অবশেষে ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড। এতদিন দেশটির সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। তবে পরশু তুরস্কের পার্লামেন্ট দেশটিকে অনুমোদন দেয়। আর এতে নর্ডিক দেশটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের ৩১তম সদস্য হওয়ার পথ খুলে গেছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড ‘সন্ত্রাসীদের’ মদদ দিচ্ছে এই অভিযোগে আঙ্কারা দীর্ঘদিন হেলসিঙ্কির আবেদন ঝুলিয়ে রেখেছিল।
গত বছরের মে মাসে প্রতিবেশী সুইডেনও ফিনল্যান্ডের সঙ্গেই ন্যাটোতে যুক্ত হওয়ার আবেদন করেছিল। কিন্তু ‘সন্ত্রাসীদের’ মদদ দেওয়ার একই অভিযোগে আঙ্কারা এখনো সুইডেনের আবেদন ঝুলিয়ে রেখেছে। বৃহস্পতিবারের ভোটে তুরস্কের ২৭৬ আইনপ্রণেতার সবাই ফিনল্যান্ডের পক্ষে ভোট দেন। ন্যাটোর ৩০ সদস্যের সবাই এখন ফিনল্যান্ডকে নতুন সদস্য হিসেবে মেনে নিতে প্রস্তুত। এর আগে হাঙ্গেরির তরফ থেকেও সমর্থন পাচ্ছিল না দেশটি। তবে এ সপ্তাহের প্রথমে হাঙ্গেরিও বিষয়টি মেনে নিয়েছে। এর ফলে আগামী জুলাই মাসে ন্যাটোর নতুন সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে ফিনল্যান্ড। সূত্র: বিডি প্রতিদিন।

অভিযুক্ত ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন নিয়ে কয়েক দিনের জল্পনা শেষ পর্যন্ত সত্যি হলো। সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প। দেশটির ইতিহাসে ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প অভিযুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তাদের মতে, এ ঘটনায় গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাবেক পর্নো অভিনেত্রী এবং স্ট্রিপার স্টরমি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের জন্য তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে ট্রাম্পের নির্দেশেই ওই নারীর সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়। মূলত এ অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সূত্র: দেশ রুপান্তর

ট্রাম্প অভিযুক্ত হলে রাস্তায় নাচবেন বলেছিলেন স্টর্মি ড্যানিয়েলস, এখন তিনি দুঃখিত!

বৃহস্পতিবার (৩০ মার্চ) যখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের খবর গণমাধ্যমগুলোতে আসতে শুরু করে, তখন ঘোড়ায় চড়ছিলেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা স্টর্মি ড্যানিয়েলস। খবর ইউএসএ টুডে-এর।প্রায় দুই ঘণ্টা পর খবরটি পান ড্যানিয়েলস। বাড়ি ফিরে নিজের আইনজীবীকে ফোন করে ঘটনা জানতে চেয়েছিলেন তিনি।ব্যাপারটা প্রত্যাশিত থাকার পরও ড্যানিয়েলস শুনে অবাক হয়েছিলেন বলে জানান তার আইনজীবী ক্লার্ক ব্রুস্টার।কয়েক সপ্তাহ আগে ড্যানিয়েলস জানিয়েছিলেন, ট্রাম্প অভিযুক্ত হলে তিনি ‘রাস্তায় নাচবেন’।২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে বৃহস্পতিবার ড্যানিয়েলসের ওই রাস্তায় নাচার মন্তব্যকে ‘সম্ভবত মজা করার উদ্দেশ্যে করা’ বলে খারিজ করে দিয়েছেন ব্রুস্টার।আদতে অভিযোগের মাত্রা টের পাওয়ার পর ড্যানিয়েলসের আর নাচার কোনো মেজাজই ছিল না বলে জানান ব্রুস্টার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ডোনাল্ড ট্রাম্পকে আদালতে হাজির করানোর প্রস্তুতি চলছে

ডোনাল্ড ট্রাম্পের মামলার শুনানি হবে মঙ্গলবার দুপুরে আর মিস্টার ট্রাম্প যখন ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে যাবেন তখন তাকে ঘিরে থাকবে ফেডারেল এজেন্টরা। তিনি ফ্লোরিডা থেকে তার ব্যক্তিগত বিমানে করে যাবেন বলে মনে করা হচ্ছে এবং তার সুরক্ষার দায়িত্বে থাকবে ওই এজেন্টরা।
তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি স্টর্মি ড্যানিয়েলস নামের এক নারীর সাথে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান কছেন। মি. ট্রাম্প, তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন।বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দিয়েছে।মিস্টার ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি। তবে তার একজন আইনজীবী শুক্রবার বলেছেন তিনি নিজেও এগুলো এখনো দেখেননি। সূত্র: বিবিসি বাংলা।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অন্তত ৪, আহত বহু

যুক্তরাষ্ট্রের আরকানসর লিটল রক ও আশপাশের শহরগুলোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চারজন নিহত ও বহু আহত হয়েছেন। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়, ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে।ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা।আরকানসর উইনে একটি টর্নেডো আঘাত হানার পর সেখানে অন্তত দুইজনের মৃত্যু হয় বলে সেইন্ট ফ্রান্সিস কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন।এর আগে অঙ্গরাজ্যটির নর্থ লিটল রক থেকে আরও একজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়।ইলিনয়ের বেলভিডিয়ারে একটি নাট্যশালার ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে। সূত্র: বিডি নিউজ