আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

মামলায় ফুলেফেঁপে উঠছে প্রচার
২৪ ঘণ্টায় ট্রাম্পের নির্বাচনি তহবিলে ৪০ লাখ ডলার অনুদান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখনও ১৯ মাস দূরে। কিন্তু এখন থেকেই প্রচারণায় নেমে পড়েছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ জানুয়ারি দক্ষিণ ক্যারোলিনা ও নিউ হ্যাম্পশায়ারে নিজের নির্বাচনি প্রচারণার অভিষেক করেন ট্রাম্প। এর ঠিক দুমাসের মাথায় বৃহস্পতিবার পর্নো তারকা কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হলেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালত। নির্বাচনি প্রচারের ভরা মজলিশে ট্রাম্পের গলায় চেপে বসা এ মামলার ঢোল অভিশাপের বদলে উলটো আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে রিপাবলিকান শিবিরে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফুলেফেঁপে উঠেছে ট্রাম্পের প্রচারণা তহবিল।সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ৪০ লাখ মার্কিন ডলার চাঁদা পেয়েছেন নির্বাচনি তহবিলে। ট্রাম্পের প্রচারণা তহবিলের প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। ম্পের প্রচারাভিযানের তথ্যমতে, দাতাদের ২৫ শতাংশের বেশি প্রথমবারের মতো ট্রাম্পকে অর্থ দিয়েছেন। এতে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ে আরও এগিয়ে গেলেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসাবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। সুত্র: যুগান্তর

ইরানে হিজাব না পরায় দুই নারীর মাথায় ছুড়ে মারা হলো দই, গ্রেপ্তার ৩

জনসমাগমস্থলে চুল ঢেকে না রাখায় ইরানে দুই নারীর মাথায় দই ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। এরপর ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি দোকানে দুই নারী ক্রেতা ঢুকেছেন। তাঁদের সঙ্গে এক ব্যক্তি কথা বলছেন। একপর্যায়ে ওই ব্যক্তি দোকানের তাকে রাখা দইয়ের বাটি তুলে দুই নারীর মাথায় ছুড়ে মারেন। ইরানের বিচার বিভাগ বলেছে, জনসম্মুখে চুল প্রদর্শনের জন্য ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে জনসম্মুখে চুল প্রদর্শন অবৈধ। জনসমাগমস্থলে গোলযোগ তৈরির জন্য ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।মাসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাধ্যতামূলক হিজাব পরার নিয়ম বাতিলের দাবিতে ইরানে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। এর মধ্যেই এই গ্রেপ্তার করার ঘটনা ঘটল।ভিডিও ফুটেজে দোকানে দুই নারীকে পণ্য কেনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এক ব্যক্তি দুজনের সঙ্গে কথা বলার পর দুজনের মাথায় দই ছুড়ে মারেন। এরপর দোকানের বিক্রেতা ওই হামলাকারীকে দোকান থেকে বাইরে নিয়ে যান। সূত্র: প্রথম আলো

ভারতীয় প্রতিরক্ষাপণ্য রপ্তানিতে রেকর্ড

ভারতের প্রতিরক্ষা খাতের সরঞ্জাম উৎপাদন ও রপ্তানি ক্রমেই বাড়ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল শনিবার জানিয়েছেন, চলতি অর্থবছরে এ খাতে ভারতের রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২০ কোটি রুপি। এটি এখন পর্যন্ত প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বলা হচ্ছে, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয়াদিল্লির কাছে অগ্রাধিকার।ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল জানান, ২০২২-২৩ অর্থবছরে ১৫ হাজার ৯২০ কোটি রুপির প্রতিরক্ষাপণ্য (হার্ডওয়্যার) রপ্তানি করেছে ভারত। ২০২০-২১ অর্থবছরে আট হাজার ৪৩৪ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ৯ হাজার ১১৫ কোটি এবং ২০১৮-১৯ অর্থবছরে ১০ হাজার ৭৪৫ কোটি রুপির অস্ত্র-সরঞ্জাম রপ্তানি করা হয়েছে। অথচ ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে রপ্তানি আয় ছিল মাত্র এক হাজার ৫২১ কোটি রুপি। রাজনাথ সিং আরো জানান, নরেন্দ্র মোদির সরকার ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে এক লাখ ৭৫ হাজার কোটি রুপি অর্থমূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ সময়ের মধ্যে প্রতিরক্ষা খাতের রপ্তানি ৩৫ হাজার কোটি রুপিতে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে। তিনি জানান, ২০২৬ সাল নাগাদ রপ্তানি আয় ৪০ হাজার কোটি রুপিতে তুলবে ভারত। সূত্র: কালের কণ্ঠ

জাপানে নতুন অর্থবছরেও মূল্যস্ফীতি অব্যাহতের শঙ্কা

Nagad

জাপানে শুরু হয়েছে নতুন অর্থবছর। তবে নতুন বছরেও পুরনো সমস্যা মিটছে না। এপ্রিল থেকে শুরু হওয়া এ বাণিজ্য বছরেও মূল্যস্ফীতি ও তার রেশ দেশটির ভোক্তাদের পিছু ছাড়ছে না। এমনকি মজুরি যা বৃদ্ধি পেয়েছে, তাও মূল্যস্ফীতির সঙ্গে পেরে উঠছে না। জাপানে এখনো কাঁচামালের দাম অনেক বেশি, যা কোম্পানিগুলোর মুনাফায় ভাগ বসাচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য আরো একদফা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খবর কিয়োডো।মেয়োনিজ ও ডেইরি পণ্য থেকে আমদানি করা ওয়াইন পর্যন্ত ৫ হাজার ১০০টির বেশি খাদ্য ও পাণীয়ের দাম বাড়বে বলে এক গবেষণায় জানিয়েছে তেইকোকু ডাটাব্যাংক। প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, প্রতি মাসে জাপানের পরিবারগুলোকে খাদ্যপণ্যের পেছনে অতিরিক্ত ২ হাজার ১৪০ ইয়েন বা ১৬ ডলার বেশি ব্যয় করতে হবে। কেবল নিত্যপণ্যের দামই যে বাড়ছে তা নয়। ভোক্তাদের ওপর নানামুখী চাপ তৈরি হচ্ছে। গণপরিবহন থেকে প্যাকেজ ডেলিভারি পর্যন্ত খরচ বাড়ছে। আবার কভিড-১৯ মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে ও ক্রমবর্ধমান বাজার পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে থিম পার্কের মতো বিনোদন কেন্দ্রে টিকিটেরও দাম বাড়ানো হচ্ছে। ভোক্তারা এরই মধ্যে মূল্যস্ফীতির বাড়তি চাপের কারণে ক্ষতির মুখে পড়ছেন। জাপানে মূল্যস্ফীতি চার দশকে সর্বোচ্চে পৌঁছেছে। এ পরিস্থিতিতে কর্মীদের জীবনধারণ সহজ করতে মজুরি বৃদ্ধির আলোচনা চলছে। কর্তৃপক্ষের সঙ্গে জাপান শ্রমিক ইউনিয়নের এ আলোচনা ফলপ্রসু হলে দিন দশেকের মধ্যে সর্বোচ্চ মজুরি বৃদ্ধি দেখবেন দেশটির শ্রমিকরা। সূত্র: বণিক বার্তা।

ছাঁটাই হওয়া প্রযুক্তি কর্মীরা এখন কোথায়?
এখনো পর্যন্ত এ বছরে আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ১ লাখ ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এই ছাঁটাই হওয়া কর্মীরা এখন কোথায় রয়েছেন?

সিলিকন ভ্যালিতে গত কয়েক মাসে কী পরিবর্তন হয়েছে, তা বুঝতে হলে খুব বেশি আগে যাওয়ার প্রয়োজন হবে না, গত ফেব্রুয়ারি মাসেই মার্ক জাকারবার্গের ‘২০২৩ সাল হবে কর্মদক্ষতার বছর’ ঘোষণার মাধ্যমেই অনেকটা আন্দাজ করা যায়। এই পরিবর্তন হয়তো সাধারণ মানুষের কানে খুব বেশি কিছু মনে হবে না, যদি না কেউ সিলিকন ভ্যালির ছাঁটাই হয়ে যাওয়া কর্মী হন। গত নভেম্বর মাসে ১১,০০০ কর্মীকে ছাঁটাই করার পর এই মাসের ১৪ তারিখেই মেটা আবারো ১০,০০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। তবে মেটাই একমাত্র কোম্পানি নয়। এই মাসের ২০ তারিখে অ্যামাজন তাদের নয় হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে, যারা এর আগেই আরও ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করে ফেলেছে। ক্রাঞ্চবেজ নামক এক সূত্র অনুযায়ী, এখনো পর্যন্ত এই বছরে আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ১,১৮,০০০ কর্মীকে ছাঁটাই করেছে, যে সংখ্যা গত বছরে ছিল ১,৪০,০০০ জন! এবং আরও কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। মার্চের ২৪ তারিখ বিজনেস-সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রধান পরিচালনা কর্মকর্তা ইঙ্গিত দিয়েছে, তার কোম্পানিও ৮ হাজার কর্মীকে ছাঁটাই করবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে ৭ জনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির।
শনিবার টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে রাতারাতি একাধিক টর্নেডো আঘাত হানে। আমরা শিগগিরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ করব। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে আমাদের সময় লাগবে।’সূত্র: সমকাল

নতুন সংকটের মুখে শ্রীলঙ্কা!
দেশ ছাড়ছে মধ্যবিত্তরা

অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে নতুন বছরে নতুন শুরুর আশা ছিল শ্রীলঙ্কার। কিন্তু দীর্ঘমেয়াদি সংকটের অভিঘাত এখনো সইতে হচ্ছে দেশটির। বিদেশি সহায়তার পরও হু হু করে বাড়ছে দেশটির মূল্যস্ফীতি। গেল ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতির হার ৫০ শতাংশের ওপরে ছিল। অথচ শ্রমিক-চাকরিজীবীদের বেতন বাড়েনি। অনেকে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারানো লোকের সংখ্যাও কম না। এ পরিস্থিতিতে শ্রীলঙ্কার তরুণদের অনেকেই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। দেশটির সরকারি সূত্র অনুযায়ী, ২০২২ সালেই ৩ লাখের বেশি মানুষ বাইরের দেশে কাজ খুঁজতে গিয়েছে। আর চলতি বছর প্রথম দিনেই দেশ ছেড়েছে আরও ৭৩ হাজার মানুষ। অবস্থা এমন দাঁড়িয়েছে, দেশটি তার বিভিন্ন শিল্প খাতের প্রয়োজনীয় লোকবলই পাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, এভাবে চললে উৎপাদন কমে গিয়ে আরেক দফা সংকটে পড়তে পারে দ্বীপরাষ্ট্রটি। ইকোনমিস্টের এক প্রতিবেদনে দেশটির ব্যবসায়ীদের বরাতে বলা হয়েছে, তারা কর্মী সংকটে ভুগছেন, যাদের মধ্যে ম্যানেজার পদও রয়েছে। খালি থাকা ম্যানেজার পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য তাদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হচ্ছে। কোম্পানিগুলো সাধারণত ২০ থেকে ৩৫ বছর বয়সীদেরই নিয়োগ দিত এবং এ বয়সের তরুণরাই চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিতেন। তবে এখন চল্লিশ এবং পঞ্চাশ বছর বয়সীরাও চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। সূত্র: দেশ রুপান্তর

হ্যাকারদের যে গ্রুপটি বিভিন্ন দেশের এটিএম থেকে বিপুল অর্থ চুরি করেছে

কল্পনা করুন যে আপনি ভারতে একজন নিম্ন-আয়ের মানুষ এবং বলিউডের একটা ছবিতে অভিনয়ের জন্য আপনাকে একদিনের একটা কাজ দেওয়া হলো। আপনার চরিত্র কী হবে? আপনাকে একটা ক্যাশ মেশিন থেকে কিছু অর্থ তুলতে হবে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ২০১৮ সালে কয়েকজন লোক ভেবেছিলেন যে তারা সিনেমার এমনই চরিত্রে অভিনয় করছেন – কিন্তু তাদেরকে আসলে ব্যাঙ্ক থেকে বড় আকারের অর্থ চুরির ঘটনায় ব্যবহার করা হচ্ছিল।ওই বছর অগাস্ট মাসের এক সাপ্তাহিক ছুটির দিনে কসমস কো-অপারেটিভ ব্যাঙ্কে এই চুরির ঘটনা ঘটে। এই ব্যাঙ্কের সদরদপ্তর পুনে শহরে।যেভাবে প্রথম ধরা পড়ে-শনিবার দুপুরে ওই ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা হঠাৎ করেই বেশ কিছু সতর্ক-বার্তা পান।এসব বার্তা এসেছিল যুক্তরাষ্ট্রের ভিসা কার্ড কোম্পানি থেকে। সেসব বার্তায় সতর্ক করা হয় যে তারা দেখতে পাচ্ছে এটিএম মেশিন থেকে বিপুল অঙ্কের অর্থ তুলে নেওয়ার চাহিদা পরিলক্ষিত হচ্ছে। দৃশ্যত যেসব লোক কসমস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তারাই এসব অর্থ তুলে নিচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা।

তালেবানের হাতে ‘বন্দি’ তিন ব্রিটিশ নাগরিক
আটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে, জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগানিস্তানে তালেবানের হেফাজতে তিন ব্রিটিশ নাগরিক বন্দি আছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।
বন্দিদের মধ্যে একজনের নাম কেভিন কর্নওয়েল, ৫৩ বছর বয়সী এই ব্যক্তি মিডলসব্রার বাসিন্দা বলে প্রেসিডিয়াম নেটওয়ার্ক নামের ওই মানবাধিকার সংগঠনের স্কট রিচার্ডস বিবিসিকে জানিয়েছেন।কর্নওয়েল ও অনামা আরেক ব্যক্তিকে গত ১১ জানুয়ারি আটক করা হয়; তৃতীয় ব্রিটিশ নাগরিককে তালেবান পৃথক এক দিনে হেফাজতে নেয় বলেও রিচার্ডস নিশ্চিত করেছেন।আটক তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান প্রেসিডিয়াম নেটওয়ার্ক মূলত সংকটগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়কে সহায়তা করে; সহিংসতা বা দারিদ্র্যের কারণে ক্ষতিগ্রস্ত মানুষজনের প্রয়োজনের কথা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে ‍তুলে ধরে। সূত্র: বিডি নিউজ

 

নিরাপত্তা পরিষদের সভাপতি হল রাশিয়া

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এপ্রিল মাসের জন্য সভাপতি হয়েছে রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্যসহ মোট ১৫টি দেশ রয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রত্যেকেই এক মাসের জন্য পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করে। চলতি মাসের জন্য এবার রাশিয়া সেই দায়িত্ব পেয়েছে। বিবিসি জানায়, রাশিয়ার এবারের সভাপতিত্বের বিষয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার সভাপতির দায়িত্ব নেয়ার প্রক্রিয়ায় বাধা দিবে না তারা। নিরাপত্তা পরিষদের অন্য স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন-সূত্র: দৈনিক বাংলা।