তিন ব্রিটিশ নাগরিককে আটক করেছে তালেবান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

ছবি- সংগৃহীত

আফগানিস্তানে যুক্তরাজ্যের তিনজন নাগরিককে আটক করে রেখেছে তালেবান প্রশাসন। শনিবার যুক্তরাজ্যের অলাভজনক গোষ্ঠী প্রেসিডিয়াম নেটওয়ার্ক এই তথ্য জানিয়েছে।

রোববার (০২ এপ্রিল) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

প্রেসিডিয়াম নেটওয়ার্ক টুইটারে বলেছে, তারা ভুক্তভোগীর পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে তালেবানের হাতে আটক ব্রিটিশ নাগরিকদের বিষয়ে কমনওয়েলথ ও আটকৃতদের পরিবারকে সহায়তা করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

তালেবানের উদ্দেশে টুইটারে প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানায়, ভুল বোঝাবুঝি থেকে তিন জনকে আটক করা হতে পারে। তাদের ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সারাদিন/০২ এপ্রিল/এমবি

Nagad