আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

হামলার ধকল কাটিয়ে আবার বিদ্যুৎ রপ্তানি শুরু করছে ইউক্রেন

কয়েক মাস ধরে রাশিয়ার একের পর এক হামলার ধকল কাটিয়ে উঠেছে ইউক্রেন। গত ছয় মাসের মধ্যে এই প্রথমবার ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে।গত বছরের অক্টোবর মাস থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়া দীর্ঘমেয়াদি হামলা শুরু করে। হামলায় ইউক্রেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটিতে ব্ল্যাকআউট হয়েছে। শীতকালে শহরগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।এ পরিস্থিতিতে ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়। তবে এখন আবার দেশটি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার সক্ষমতা অর্জন করেছে।ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারম্যান হালুশচেঙ্কো রপ্তানি অনুমোদনের একটি নির্বাহী আদেশে সই করেছেন। তবে বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে স্থানীয় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে।হালুশচেঙ্কো বলেন, প্রায় দুই মাস ধরে অবকাঠামো থেকে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ইউক্রেনীয়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না। সবচেয়ে কঠিন শীতকাল পার হয়ে গেছে বলেন তিনি। সূত্র: প্রথম আলো

প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংকট
তাইওয়ান ঘিরে ফেলার মহড়া চীনের

স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চার দিক থেকে ঘিরে ফেলার মহড়া চালাচ্ছে চীন। মার্কিন নেতার সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের প্রতিক্রিয়ায় খোলাখুলিভাবে এমন আগ্রাসী তৎপরতার ঘোষণা দিল বেইজিং। গত বছরের আগস্টের পর গতকাল শনিবার থেকে শুরু হওয়া নতুন তিন দিনের চীনা মহড়াকে ‘সম্প্রসারণবাদী আচরণ’ আখ্যা দিয়ে নিন্দা করেছে তাইওয়ান। চীনের আপত্তি ও সতর্কতার পরও মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইপের নেত্রী সাই ইং-ওয়েনের সাক্ষাতের পর এ মহড়া শুরু হলো। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, গত বছর আগস্টে তাইওয়ান ঘিরে চীনের বড়সড় মহড়ার পেছনেও যুক্ত ছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের তখনকার স্পিকার। সেবার স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর প্রণালিজুড়ে নজিরবিহীন মহড়া শুরু করেছিল চীন। গতবারের সঙ্গে পার্থক্যও রয়েছে কিছু। ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট ও কেভিন ম্যাকার্থি রিপাবলিকান দলের। আর আগেরবার মার্কিন স্পিকারই সশরীরে তাইওয়ান গিয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন বেইজিং সফর শেষ করার পরপরই এ মহড়া শুরু করল চীন। সূত্র: কালের কণ্ঠ

সাইবার নিরাপত্তা
উত্তর কোরিয়ার কর্মকাণ্ডে উদ্বেগ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপানের

অস্ত্র কর্মসূচির সহায়তায় সাইবার দুনিয়ায় বড় ধরনের আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা করছে উত্তর কোরিয়া। এতে উদ্বগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। সম্প্রতি তিনটি দেশ সম্মিলিতভাবে দেয়া এক বিবৃতিতে এ কথা জানায়। খবর রয়টার্স ও গিজচায়না। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও মিত্র দেশগুলো জানায়, উত্তর কোরিয়ার অস্ত্র প্রোগ্রামের ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু দেশটির হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি ফান্ড চুরির মাধ্যমে এ প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। চলতি সপ্তাহেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। সেখানে বলা হয় উত্তর কোরিয়ার মতো দেশগুলো তাদের অবৈধ আয় হস্তান্তরে ও পাচার করতে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স (ডেফি) পদ্ধতি ব্যবহার করছে। এটি ক্রিপ্টো খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। তবে উত্তর কোরিয়া হ্যাকিংসহ সব ধরনের সাইবার হামলার বিষয় অস্বীকার করেছে। সূত্র: বণিক বার্তা ।

Nagad

মধ্যপ্রাচ্যে সুসম্পর্কের সুবাতাস
শিয়া-সুন্নি ধর্মীয় বিভেদ এবং মধ্যপ্রাচ্যেজুড়ে প্রভাব বিস্তারের সহিংস প্রতিযোগিতা চলছিল সৌদি আরব-ইরানের মধ্যে। তিক্ততায় তলানিতে ঠেকেছিল দুই দেশের সম্পর্ক। তবে সম্প্রতি ভেঙে যাওয়া এ সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতাকে ত্বরান্বিত করেছে এপ্রিলের শুরুর সপ্তাহে চীনের বেইজিংয়ে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকে দুই মন্ত্রী ইরান-সৌদির মধ্যে পুনরায় ভিসা ও বিমান চলাচল কার্যক্রম শিগগিরই শুরুর কথা জানান। এর আগে মধ্যপ্রাচ্যের দুই ক্ষমতাধর দেশ গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে। তবে, শিয়া মুসলিম অধ্যুষিত ইরান ও সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখতে একে অন্যের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে জড়িয়ে আছে। ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবাননে এই নজির স্পষ্ট। এখন দুই বৈরী দেশের সম্পর্কের বরফ গলায় মধ্যপ্রাচ্যজুড়ে সুসম্পর্কের সুবাতাস বইবে এমন আশা করা হচ্ছে। ইতিমধ্যে এ আশা জাগিয়েছে ইয়েমেন ও সিরিয়া প্রসঙ্গে সৌদির বদলে যাওয়া মনোভাব। আট বছর পুরনো সংঘাতের অবসানে সৌদি আরব ও ওমানের দূতেরা আগামী সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানা যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন এ সংক্রান্ত আলাপে সম্পৃক্ত দুই ব্যক্তি। ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতি আন্দোলনের কর্মকর্তাদের সঙ্গে স্থায়ী একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে ওই দুই দেশের কর্মকর্তারা সেখানে যাবেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তারা। সূত্র: দেশ রুপান্তর

চ্যাটজিপিটির বিরুদ্ধে হতে যাচ্ছে প্রথম মানহানির মামলা!

চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রথমবারের মতো মানহানির মামলা হতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবটটিতে অস্ট্রেলিয়ার হেপবার্ন শায়ার শহরের মেয়র ব্রায়ান হুড সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।গত বছরের নভেম্বরে এআই চ্যাটবট হিসেবে চ্যাটজিপিটি উন্মুক্ত করা হয়। অল্প সময়েই কয়েক মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার শুরু করেন।সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ হুড জানতে পারেন, ২০০০ সালের দিকে দেশটির রিজার্ভ ব্যাংকের সহযোগী অঙ্গপ্রতিষ্ঠান ‘নোট প্রিন্টিং অস্ট্রেলিয়া’ এর সাথে সংশ্লিষ্ট বৈদেশিক ঘুষ কেলেঙ্কারির মামলার অপরাধী হিসেবে তার নাম দেখাচ্ছে চ্যাটজিপিটি। এদিকে মেয়রের আইনজীবীরা জানান, হুড নিজেই সেসময় মুদ্রা ছাপানোর কাজ নিয়ে বিদেশি কর্মকর্তাদের ঘুষ লেনদেনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এ বিষয়ে তৎকালীন সময়ে তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আনা হয়নি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

সন্ত্রাসবিরোধী অভিযানে নামছে পাকিস্তান

পাকিস্তানে চরম আর্থিক দুরাবস্থার মধ্যেই দেশব্যাপী সন্ত্রাসবিরোধী নতুন অভিযান শুরু হতে যাচ্ছে। পাকিস্তান থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে এ অভিযান শুরু হচ্ছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানায়।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে গত শুক্রবার এনএসসির বৈঠক হয়। দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর দেশব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এনএনসি জানায়, পুরো জাতি ও সরকারকে নিয়ে একটি ব্যাপক সর্বাত্মক অভিযান শুরু করার বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছে। দুই সপ্তাহের মধ্যে জঙ্গিবিরোধী অভিযানের বিস্তারিত সুপারিশ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়। এর পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে গেছে। চলতি বছর টিটিপি ও তাদের উপদলগুলো দেশটির বিভিন্ন অঞ্চলে রক্তক্ষয়ী হামলা চালায়। এগুলোর মধ্যে পেশোয়ার শহরের একটি মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলা অন্যতম। সূত্র: দৈনিক বাংলা।

উত্তেজনার মধ্যে তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠক নিয়ে ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখাতে তাইওয়ানের আশপাশে উত্তেজনার মধ্যে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। গতকাল থেকে শুরু হওয়া এই মহড়ার বিপরীতে শান্ত প্রতিক্রিয়া দেখানোর আশ্বাস দিয়েছে স্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, লস এঞ্জেলেসে মার্কিন স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের প্রতিক্রিয়ায় স্বশাসিত দ্বীপটির কাছে চীন মহড়া করবে বলে আগে থেকেই অনুমান করা হচ্ছিল; সাই যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরদিন চীনের ঘোষণায় সেই অনুমান সত্য হলো। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে; দ্বীপটিকে মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনে বলপ্রয়োগ থেকেও পিছপা হবে না বলে হুঁশিয়ার করেছে বেইজিং। ইউরোপের গুরুত্বপূর্ণ দুই নেতার চীন সফর শেষ হওয়ার কয়েকঘণ্টা পর বেইজিং তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরুর ঘোষণা দেয়। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তারা ‘পরিকল্পনা অনুযায়ী’ তাইওয়ান প্রণালি ও তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশে যুদ্ধ প্রস্তুতিমূলক টহল ও ‘জয়েন্ট সোর্ড’ মহড়া শুরু করতে যাচ্ছে। ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি ও বাইরের শক্তির মধ্যে মিথস্ক্রিয়া এবং উসকানির বিরুদ্ধে এটা গুরুতর হুঁশিয়ারি এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার সুরক্ষায় জরুরি পদক্ষেপ’, সংক্ষিপ্ত বিবৃতিতে বলে ইস্টার্ন থিয়েটার কমান্ড। এর পাল্টায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও ব্যাপক মাত্রায় সতর্ক রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

কোঁকড়ানো চুলে মার্কিন নারীর বিশ্ব জয়

কোঁকড়ানো চুলে বিশ্ব জয় করলেন মার্কিন নারী এভিন ডুগাস। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার বাসিন্দা এই নারীর বয়স ৪৭ বছর। এখনও পর্যন্ত সবচেয়ে বড় আফ্রো বহন করে অর্থাৎ কালো, ঘন কোঁকড়ানো চুলের দ্বারা গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। ৯৮৪ ইঞ্চি লম্বা, ১০.৪ ইঞ্চি চওড়া এবং ৫.৪১ ফুট ব্যাস পরিমাপ করার পর, এভিন ডুগাস আবারও বৃহত্তম আফ্রো-এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন।রেকর্ড অনুসারে, দ্বিতীয়বার তিনি এই বিশ্ব রেকর্ড গড়লেন। এভিন যখন ২০১০ সালে প্রথম খেতাব অর্জন করেন, তখন তার আফ্রোটির পরিধি ছিল ৪ ফুট ৪ ইঞ্চি (১৩২ সেমি)। চুলের স্টাইল তৈরি করতে এভিনের ২৪ বছর সময় লেগেছে, কারণ এভিন তার চুলকে প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছিলেন।এভিন ডুগাস বলেন, ‘কোঁকড়া চুলকে সোজা করতে গিয়ে আমি একাধিকবার বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করেছি। সেই রাসায়নিকগুলি এখন ক্যান্সারের কারণ এবং এগুলি নিয়ে বড় মামলা চলছে। তাই আমি আনন্দিত যে, অনেক বছর আগে এগুলো ব্যবহার করা আমি ছেড়ে দিয়েছি।’ কৃত্রিম ভাবে যত্নের পরিবর্তে ডুগাস এখন চুলে হট অয়েল ট্রিটমেন্ট করেন। শ্যাম্পু, কন্ডিশনার মাখার আগে চুলে মাখন দিতে শুরু করেন। সূত্র: সমকাল

আলজাজিরার অনুসন্ধান
গোল্ড মাফিয়াদের স্বর্গ দুবাই!

গত দুই দশক ধরেই বিশ্বের বৃহত্তম স্বর্ণ-বাণিজ্য কেন্দ্রগুলোর অন্যতম হয়ে উঠেছে দুবাই। ভারতের পরে সংযুক্ত আরব আমিরাতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ও অবৈধ বাণিজ্যের ওপর নজর রাখা বেসরকারি সংস্থাগুলোর মতে-শহরটি অর্থ পাচারকারী এবং স্বর্ণ চোরাচালানকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। ব্যবসায়ীদের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশের সরকারি কর্মকর্তারাও নিজেদের কালোটাকা সাদা করছে দুবাইয়ের এই সোনা কারবারিদের সঙ্গে মিশে। চোখ কপালে ওঠার মতো তথ্য হলো-জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নানগাওয়ারও ‘গোল্ড মাফিয়া’দের একজন। ‘গোল্ড মাফিয়া’ শিরোনামে প্রকাশিত কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার চার পর্বের এক অনুসন্ধানী প্রতিবেদনে ভয়ংকর এ চিত্র উঠে এসেছে।তিন মহাদেশজুড়ে গোপনে কার্যক্রম চালানো কয়েক ডজন স্বর্ণ চোরাচালান চক্র এবং এ সংক্রান্ত হাজার হাজার নথি পর্যালোচনা করে আলজাজিরা অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন তৈরি করেছে। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, এসব স্বর্ণ চোরাচালান চক্রের মাধ্যমে আমলা ও ব্যবসায়ীরা কীভাবে শত শত কোটি ডলার মুনাফা করছেন। বিভিন্ন দেশের অর্থ পাচারকারী ও চোরাচালানকারী চক্র কীভাবে দুবাইয়ের বিভিন্ন ব্যবসাবান্ধব নীতি ব্যবহার করে স্বর্ণ ব্যবসায়ী হয়ে ওঠে ও বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে, তা এই প্রতিবেদনে উঠে এসেছে। জিম্বাবুয়ের ‘স্বর্ণ চোরাচালানকারী’ ইয়ান ম্যাকমিলান। ছদ্মবেশে থাকা আলজাজিরার অনুসন্ধানী দলের সাংবাদিকদের তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে দুবাই। দুবাই, দুবাই, দুবাই।’ আলজাজিরার তথ্য মোতাবেক, জিম্বাবুয়ে থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিমাসে শত শত কোটি ডলারের স্বর্ণ চোরাচালান হচ্ছে। সূত্র: যুগান্তর

হিজাব না পরা নারীদের শনাক্ত করতে গোপন ক্যামেরা বসাচ্ছে ইরান
ইরানে হিজাব না পরা নারীদের শনাক্ত করার জন্য প্রকাশ্য স্থানগুলোয় গোপন ক্যামেরা স্থাপন করতে শুরু করেছে ইরান। সেদেশের পুলিশ জানিয়েছে, যে নারীরা চুল ঢাকা কাপড় পরবেন না, তাদের ‘পরিণতি সম্পর্কে সতর্ক করে’ লিখিত বার্তা পাঠানো হবে। পুলিশের দাবি, হিজাব আইনের বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এর ফলে সেটি বন্ধ হবে।গত বছর হিজাব ঠিকমত না পরার অভিযোগ তুলে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতা রক্ষক পুলিশ।পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল।মাহসা আমিনির মৃত্যুর পর গ্রেপ্তারের ঝুঁকি থাকলেও ইরানে অনেক নারী হিজাব পরা ছেড়ে দিচ্ছেন, বিশেষ করে বড় শহরগুলোতে। সূত্র: বিবিসি বাংলা।