নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন।

শনিবার (০৮ এপ্রিল) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যের দুই জায়গায় বন্দুকধারীরা এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার কারণ জানা যায়নি।

নিহতের মধ্যে ওই রাজ্যের এমগবানে বাস্তুচ্যুত লোকদের জন্য বানানো একটি ক্যাম্প থেকে ২৮ জন এবং ওটুকপো স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত উমোগিদি গ্রাম থেকে ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীকে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সারাদিন/০৯ এপ্রিল/এমবি 

Nagad