কলকাতায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

গ্রীষ্মকাল শুরু হতে এখনও কয়েকদিন বাকি। কিন্তু এরই মধ্যে ভয়ংকর হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতা ও আশপাশের জেলাতে উষ্ণতার রেকর্ড গড়েছে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে।

সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের চোখরাঙানি বাড়ছে। এতটাই রোদের তেজ যে, ঘরের বাইরে পা ফেলা দায়।

কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৬ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।

বুধবার (১২ এপ্রিল) কলকাতা ও আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। সকালেই তাপমাত্রা ৩৮ ডিগ্ৰি ছুঁয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তা ৪০ ডিগ্ৰি ছুঁতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সারাদিন/১২ এপ্রিল/এমবি 

Nagad