হবিগঞ্জে দু’পক্ষে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ সংবাদদাতাহবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচঙ্গে দুই পক্ষের টেঁটাযুদ্ধে সুব্রত দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান জয় দাশের সাথে একই গ্রামের শনি দাশের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার পুলিশ জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সদর হাসপাতাল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সারাদিন/১৩ এপ্রিল/এমবি  

Nagad