আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

বাফুফে–কেলেঙ্কারি
সালাউদ্দিন কি কিছু্ই জানতেন না
ফিফা বলেছে, বাফুফের অনিয়ম চলে আসছে বেশ কয়েক বছর ধরে। প্রশ্নটা তাই ওঠেই, এত বছরেও কি তা চোখে পড়েনি বাফুফে সভাপতির?

কাজী সালাউদ্দিন যদিও বলছেন, ‘দায় আমাকেই নিতে হবে’, আপাতদৃষ্টে এটাকে নিছকই তাঁর একটি দায়সারা মন্তব্য বলে মনে হচ্ছে। ব্যাপারটা যেন এমন, ছাত্র পরীক্ষায় ফেল করার পর শিক্ষক হতাশ হয়ে বলছেন, ‘হ্যাঁ, আমারই হয়তো দোষ…আমিই হয়তো তাকে ঠিকভাবে পড়াতে পারিনি।’ বাস্তবে ফিফার তদন্তে উঠে আসা বাফুফের যাবতীয় অনিয়ম এবং তার পরিণতিতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুই বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়ায় বাফুফে সভাপতি হিসেবে সালাউদ্দিনের শুধু দায় স্বীকারকে অত সরল দৃষ্টিতে দেখার সুযোগ নেই। ফিফার বিচারিক চেম্বারের রায়ে যদিও সালাউদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয়নি, তবু এটা তো বলাই যায় যে, বাফুফে সভাপতি হিসেবে তিনি তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ।বলা হচ্ছে, এ ঘটনার জন্য দায়ী সাধার‌ণ সম্পাদকসহ বাফুফের সেসব কর্মকর্তার ‘আলসেমি’ ও ‘উদাসীনতা’, যাঁরা ফিফার কাছে যথাযথভাবে নিজেদের সপক্ষে তথ্যপ্রমাণ হাজির করতে পারেননি। যাঁদের হাত দিয়ে বাফুফের আর্থিক লেনদেন হয়, হিসাব–নিকাশগুলো যাঁরা দেখেন, তাঁদের অপেশাদারির মাশুল গুনতে হচ্ছে এখন। সূত্র: প্রথম আলো

বিদ্যুতের রেকর্ড চাহিদা মেটাতে হিমশিম

দেশে বিদ্যুতের রেকর্ড ১৬ হাজার মেগাওয়াট চাহিদা ছিল গতকাল রবিবার। উৎপাদনে রেকর্ড করলেও এই চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। গতকাল সর্বোচ্চ উৎপাদন করা হয়েছে ১৪ হাজার ৯৯৯ মেগাওয়াট। গত বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছিল বাংলাদেশ—১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।এই অবস্থায় সারা দেশে চলা দাবদাহের মধ্যে গতকাল এক হাজার এক মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি)। তবে রাজধানী ঢাকায় লোডশেডিং কম হলেও গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিং করতে হয়েছে। বিপিডিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।প্রচণ্ড দাবদাহের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। এতে বেড়েছে বিদ্যুতের চাহিদা। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থা চলবে আরো কয়েক দিন। ফলে উৎপাদন না বাড়লে সমান তালে চলবে লোডশেডিংও। তবে বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চেষ্টা করছে বিপিডিবি। সাবাড়ির বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করা হয়েছে। তবে বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, জেলা শহর ও গ্রামাঞ্চলে দিনে চার থেকে আট ঘণ্টার বেশি লোডশেডিং করা হয়েছে। ফলে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানসহ অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। গরম সবচেয়ে বেশি দুর্ভোগ বাড়িয়েছে রোজাদারদের। কষ্ট পেয়েছে শিশু ও বয়স্করা। সূত্র: কালের কণ্ঠ

ট্রেনে ঈদযাত্রা শুরু, টিকিট ছাড়া স্টেশনে ঢুকতে পারছেন না কেউ
ট্রেনের আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হলো। সোমবার সকাল থেকেই যাত্রী নিয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে আন্তঃনগর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে। এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে চট্টগ্রামের উদ্দেশে মহানগর প্রভাতী ট্রেনটি সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও পরে সকাল সাড়ে ৯টার দিকে ছেড়ে যায়। এদিকে গত রোববারের দুর্ঘটনার কারণে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে ঘুরে দেখা যায়, স্টেশনে ঢোকার প্রবেশ পথেই বাঁশ দিয়ে বেরিকেড দেয়া হয়েছে। যাতে টিকিট ছাড়া কেউ ঢুকতে না পারে। প্রত্যেক যাত্রীকে আলাদাভাবে চেক করা হচ্ছে। যাদের টিকিট আছে, তাদের স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। একই সঙ্গে যারা অন্যজনের টিকিটে নিজে ভ্রমণ করতে চান তাদেরও ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অর্থাৎ সকাল থেকে টিকিট ছাড়া কোনো যাত্রীকে যেতে দেয়া হচ্ছে না। সূত্র: দৈনিক বাংলা।

নির্বাচনে যাবে না বিএনপি, স্বতন্ত্র প্রার্থীতে বাধা নেই

Nagad

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনেও দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তেই বহাল রয়েছে দলটি। তবে জনপ্রিয় শক্তিশালী কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে শক্তভাবে বাধাও দেবে না তারা। এর আগে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন ‘দলীয় প্রতীকে’ না করার সিদ্ধান্ত জানিয়েছিল। এখনও সে সিদ্ধান্তেই অনড় রয়েছে তারা। এ পরিস্থিতিতে সিটিগুলোর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন মাঠ পর্যায়ের বিএনপির পদধারী এবং পদবিহীন কোনো কোনো নেতা। ইতোমধ্যে গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নেওয়ার ‘আভাস’ দিয়েছেন। অন্যদিকে, বিগত খুলনা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও দলের মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুও প্রার্থী হওয়ার ব্যাপারে ‘ইতিবাচক’ মনোভাব ব্যক্ত করেছেন। একই সঙ্গে বরিশালের সাবেক বিএনপিদলীয় মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। গাজীপুরে প্রার্থী হবেন দলীয় নেতা নূরুল ইসলামের ছেলে সরকার শাহ নূর ইসলাম। এ ছাড়া রাজশাহীর সিটি নির্বাচনেও শেষ মুহূর্তে বিএনপির নেতা-সমর্থকদের মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: সমকাল

এক ব্যবসায়িক সাম্রাজ্যের পতন: ৪ হাজার কোটি টাকা দেনা করে ৩০ ঋণদাতাকে ঝুঁকিতে ফেলেছে হাবিব গ্রুপ

বাংলাদেশে ছোট ব্যবসাগুলোকে ব্যাংক ঋণ পেতে বড় বড় ঝক্কিঝামেলা পোহাতে হয়। তবে কখনো সামান্য পরিমাণ, আবার কখনো কোনো জামানত ছাড়াই বড় ঋণ পাওয়া মামুলি বিষয় ছিল চট্টগ্রাম-ভিত্তিক বনেদি শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের জন্য।পরিতাপের বিষয়, ব্যবসা সম্প্রসারণের ব্যয়বহুল উদ্যোগ ৭৫ বছরের পুরনো পারিবারিক ব্যবসাটিকে প্রায় পথে নামিয়ে এনেছে। প্রায় ৪ হাজার কোটি টাকার পাওনা আদায়ে ঋণদাতারা হাবিব গ্রুপের বিরুদ্ধে যেসব মামলা করেছে, তা থেকে গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়েছেন গ্রুপের সব পরিচালক।একদা স্বচ্ছল এই ব্যবসায়ী গোষ্ঠীর পতন – অদূরদর্শী ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য কীভাবে একটি প্রতিষ্ঠিত পারিবারিক ব্যবসাকেও মূল্য চুকাতে হয় – এবং কীভাবে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে সঠিক বিধি অনুসরণ না করার মূল্য দেয় – তারও উদারহণ। বন্দর নগরীর লাভ লেনে হাবিব গ্রুপের সদর দপ্তর। এককালে কর্মব্যস্ততা ও প্রাণচাঞ্চল্যতায় মুখর এই অফিস দেখে প্রায় বিরানই মনে হয়। এরমধ্যেই তাদের ৩১টি অঙ্গপ্রতিষ্ঠানের অধিকাংশ কার্যক্রম বন্ধ করেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ঘোষণাতেই সীমাবদ্ধ অতিপ্রয়োজনীয় ৯ পণ্যের সরকারি দাম নির্ধারণ

দেশে অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, দাম নিয়ে কারসাজি প্রতিরোধে সরকারিভাবে পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়ার রেওয়াজ রয়েছে। কয়েক বছর ধরে চিনি ও ভোজ্যতেলের দাম পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করে আসছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। পণ্যবাজারে অস্থিরতার কারণে আট মাস আগে বাণিজ্য মন্ত্রণালয় নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার ঘোষণা দেয়। কিন্তু এখনো তা বাস্তবায়ন না করায় বহির্বিশ্বে দাম কমলেও দেশের বাজারে এসব পণ্যের দাম স্থিতিশীল হয়নি। ২০২২ সালের ৩০ আগস্ট সচিবালয়ে দ্রব্যমূল্য-সংক্রান্ত বৈঠকে পরবর্তী ১৫ দিনের মধ্যে দেশের অতিপ্রয়োজনীয় নয়টি পণ্যের দাম নির্ধারণের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। নির্ধারিত ওই নয়টি পণ্যের মধ্যে রয়েছে চাল, গম, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, ডিম, রড ও সিমেন্ট। গমের মধ্যে আটা ও ময়দা, ভোজ্যতেলের মধ্যে পাম অয়েল ও সয়াবিন দুই ধরনের পণ্যই রয়েছে। তবে ওই ঘোষণা বাস্তবায়নে এখনো তেমন কোনো উদ্যোগ নিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশে কমেনি বরং কিছু পণ্যে দাম উল্টো বেড়েছে। ডলার ও এলসি সংকট, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকা, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির অজুহাতসহ নানা কারণ দেখিয়ে এখনো বাড়তি দামেই পণ্য বিক্রি করছেন আমদানিকারক ব্যবসায়ীরা। সূত্র: বণিক বার্তা।

কুমিল্লায় ইঞ্জিন ও ছয় বগি লাইনচ্যুত, আহত অর্ধশত
মালবাহী ট্রেনে যাত্রীবাহীর ধাক্কা

কুমিল্লায় মালবাহী ট্রেনকে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে উলটে যায়। এতে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়েছে।অন্যদিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইন থেকে ছিটকে জমিতে পড়ে। এ দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এ সময় আহত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১১ কর্মকর্তা-কর্মচারী শরীরে আঘাত পেলেও তা খুব গুরুতর নয় বলে জানা গেছে। চট্টগ্রাম-৮ উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ইসির ১২ কর্মকর্তা সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির আহত সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম। চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল ৫৮৪ জন। এ ট্রেনে বগি ছিল ১৪টি। ট্রেনটি রোববার বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সূত্র: যুগান্তর

জলবায়ু পরিবর্তনে পুড়ছে দেশ
► মরুভূমির গরম নিয়ে বইছে নজিরবিহীন দাবদাহ ► বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষনিধন, নদী হত্যা, বায়ুদূষণ ও মনুষ্যসৃষ্ট কারণেই এ পরিণতি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ মরুভূমির মতো গরম নিয়ে বইছে নজিরবিহীনভাবে। এতে ঘরের বাইরে যারাই বের হচ্ছেন তাদের গায়ে জ্বালাপোড়া করছে। এবার অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে নতুন সমস্যা হচ্ছে, অনেকেরই ঠোঁট ফেটে যাচ্ছে। আর এটি হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের ঘাটতির কারণে। বিশেষজ্ঞরা এ অবস্থার জন্য বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। তারা পাশের দেশগুলোর নির্গত মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাসকে বাংলাদেশের উষ্ণায়নের জন্য দায়ী করছেন। এর সঙ্গে বৃক্ষনিধন, নদী হত্যা ও ভরাট, বায়ুদূষণ, খোলা জায়গার অভাবসহ মনুষ্যসৃষ্ট কারণগুলোকেও তাপপ্রবাহের কারণ হিসেবে চিহ্নিত করছেন। জলবায়ু-বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে এখন থেকেই যথাযথ পদক্ষেপ না নিলে ৩০ বছরের মধ্যে গ্রীষ্মকালে দেশে গড় তাপমাত্রা ৩ থকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর বছরের সর্বোচ্চ তাপমাত্রা তখন ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশনের (সিইজিআইএস) হিসাবে ১৯৬১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে তাপমাত্রা বেড়েছে ০.০০৬৭ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৯১ থেকে ২০০০ সালের মধ্যে তাপমাত্রা বেড়েছে ০.৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত বেড়েছে গড়ে ০.৫৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত গড়ে ১.০৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ছয়জন গবেষক ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটসহ পাঁচ শহরের ওপর গবেষণা করে দেখেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি যেখানে দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হচ্ছে, সেখানে ঢাকার তাপমাত্রা গত ২০ বছরে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সূত্র: বিডি প্রতিদিন ।

কুমিল্লায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন, সাতটি বগি লাইনচ্যূত

চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বেশ কিছু যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যূত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন পৌঁনে সাতটার দিকে হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর কয়েক ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় আহতদের আশেপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

ঈদযাত্রা
স্ট্যান্ডিং টিকিট কিনতে ভোর থেকে কমলাপুরে যাত্রীদের ভিড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে আজ। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এ বছর ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে স্টেশনে সেই চিরচেনা ভিড় ও ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি, তারা যাত্রা শুরুর আগে স্ট্যান্ডিং টিকিট নিতে কাউন্টারে যাচ্ছেন। এতে ভোর থেকে কমলাপুর স্টেশনে বেশ ভিড় দেখা গেছে।
স্ট্যান্ডিং টিকিটের জন্য সেহরির পরপরই স্টেশনে এসেছেন পারাবত এক্সপ্রেসের যাত্রী মাহমুদ। তিনি সিলেট যাবেন। কিন্তু অনলাইনে টিকিট পাননি। মাহমুদ জাগো নিউজকে বলেন, এবার আমি অনেক চেষ্টা করেও টিকিট পায়নি। যেহেতু গ্রামে যেতে হবে, তাই স্ট্যান্ডিং টিকিট পেতে আজ এসেছি। বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছি, টিকিট পেলে আজই চলে যাবো।শহিদুল ইসলাম যাবেন খুলনায়, তিনিও অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি। শহিদুল জাগো নিউজকে বলেন, আমি অনলাইনে নিবন্ধনই করতে পারিনি। এজন্য টিকিট কাটতে পারিনি। এখন দাঁড়ানো টিকিট হলেও চলবে। কষ্ট করে হলেও বাড়ি ফিরতে হবে। বাসভাড়া বেশি নেওয়া হচ্ছে। তাই ট্রেনের স্ট্যান্ডিং টিকিট নিতে ভোর থেকে অপেক্ষা করছি। সূত্র: জাগো নিউজ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনার বাংলা এক্সপ্রেস সোমবার বন্ধ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ মেরামতের জন্য সোমবার বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস।মঙ্গলবার থেকে আবার ট্রেনটি যথারীতি চলবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।রোববার সন্ধ্যায় কুমিল্লার হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস। তাতে ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। আহত হন অন্তত পঞ্চাশ যাত্রী।রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় ট্রেনের সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়ে সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ফলে সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না। “আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেনটির নতুন রেক তৈরি করে ১৯ এপ্রিল সকাল ৮টার সময় আবার ঢাকা ছেড়ে যাবে সোনার বাংলা এক্সপ্রেস।” সূত্র: বিডি নিউজ