সুদানে যুদ্ধবিরতি ঘোষণা
আফ্রিকান দেশ সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা করা হয়।
দেশটিতে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া আরও ১৮০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র জানান, রাজধানী খার্তুম ও দেশের অন্যান্য স্থানে লড়াই চলছে। শহরের কেন্দ্রস্থলে বিমানবন্দরের কাছে সেনা সদর দপ্তরের চার পাশেও লড়াইয়ের খবর পাওয়া গেছে।
সংঘর্ষের কেন্দ্রে থাকা দুই প্রতিদ্বন্দ্বী জেনারেল ২৪ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তাদের নেতৃত্বাধীন দুই বাহিনী এই সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করছে।
সারাদিন/১৯ এপ্রিল/এমবি