আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

বিক্ষোভে হাঁড়িপাতিল মানা

পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট। তবে এর আগেই দেখা দিল বিপত্তি। প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে হাজির হাজারো মানুষ। তাঁদের অনেকের হাতে হাঁড়িপাতিল। এতে বাদ সাধল পুলিশ। শেষমেশ প্রেসিডেন্ট পৌঁছানোর আগে হাঁড়িপাতিলসহ অনেক বিক্ষোভকারীকে ফিরে যেতে বাধ্য করা হয়। অনেকের কাছ থেকে হাঁড়িপাতিল জব্দ করা হয়। গত বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় গানজেস এলাকায় এ ঘটনা ঘটে। বেশ কিছুদিন হলো ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বিরুদ্ধে চলছে বিক্ষোভ। পেনশন সংস্কার আইনে চাকরিতে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করা হয়েছে। এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিবাদে তাঁরা হাঁড়িপাতিল হাতে নিয়ে রাজপথে নামছেন। হাঁড়িপাতিল বাজিয়ে মাখোঁর প্রতি অসন্তোষের কথা জানান দিচ্ছেন তাঁরা। সূত্র: প্রথম আলো

বিদেশিরা গণহারে খার্তুম ছাড়ছেন
মানবিক সংকট তীব্র হওয়ার আভাস

টানা ১০ দিনের সংঘাতের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার কর্মীরা গণহারে সুদান ত্যাগ করছেন। গতকাল সোমবার ফ্রান্স দূতাবাস বন্ধ করে দিয়েছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করে সুদানের সংঘাত অব্যাহত থাকায় তীব্র মানবিক সংকটের আভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সুদান গুরুত্বপূর্ণ ওষুধ, খাবার ও পানির সংকটে পড়তে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দুর্যোগ মুহূর্তে সাড়াদানে অভিজ্ঞদের নিয়োগ করেছে। সূত্র: কালের কণ্ঠ

বিশ্বজুড়ে লাগামছাড়া ‘যুদ্ধব্যয়’

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে লাগামছাড়া ‘যুদ্ধব্যয়ে’ নেমেছে গোটা বিশ্ব। ২০২২ সালে মাত্র এক বছরে বিশ্বের প্রতিরক্ষা খাতের খরচ দাঁড়িয়েছে ২.২৪ ট্রিলিয়ন ডলার।বাংলাদেশি টাকায় দুই কোটি ৩৭ লাখ ৬৭ হাজার কোটি টাকার কাছাকাছি। যা সামরিক খাতে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ব্যয়ের রেকর্ড সৃষ্টি করেছে। টানা আট বছর ধরে বেড়েই চলেছে এই খরচ।স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউট (এসআইপিআরআই বা সিপ্রি) প্রকাশিত বার্ষিক সামরিক খরচবিষয়ক রিপোর্টে সোমবার এ তথ্য দেওয়া হয়েছে। ২০২২ সালে এই খরচ বাড়ার নেপথ্যে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন অন্যতম ভ‚মিকা পালন করেছে। এতে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় ইউরোপে এই খরচ বৃদ্ধি পেয়েছে শতকরা ১৩ ভাগ। কমপক্ষে ৩০ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ গতিতে খরচ বৃদ্ধি সেখানে। সিপ্রি বলেছে, বেশির ভাগ খরচ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত। আলজাজিরা। সূত্র: যুগান্তর

Nagad

অস্ত্র কিনতে ২ কোটি ৩৮ লাখ কোটি টাকা ব্যয়
অর্থের পরিমাণ ২.২৪ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৩৭ লাখ ৬৭ হাজার কোটি টাকা। গত বছর এই পরিমাণ টাকা অস্ত্র কেনার জন্য ব্যয় করেছে বিশ্বের দেশগুলো। যা বিশ্বের জিডিপির ২ দশমিক ২ শতাংশ। বিশ্বে সামরিক খাতে যে ব্যয় সর্বকালের সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) প্রকাশিত নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ইউরোপের দেশগুলো তাদের সামরিক বাহিনীর জন্য ১৩ শতাংশ বেশি খরচ করেছে। আর ওই বছরটির (২০২২) প্রায় পুরোটা জুড়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলেছে। সিপ্রির প্রতিবেদনে বলা হয়, গত বছর শুধু ইউক্রেনেই সামরিক খরচের পরিমাণ সাত গুণ বেড়ে ৪ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা দেশটির জিডিপির এক-তৃতীয়াংশ। এর পাশাপাশি দেশটি অন্যান্য দেশ থেকে শতকোটি ডলার মূল্যের অস্ত্রসহায়তা পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, টানা আট বছর ধরে এই খরচ বেড়েই চলেছে।তবে রাশিয়ার হুমকি মোকাবিলায় সামরিক খরচ বৃদ্ধি করেছে অন্য দেশগুলোও। এসআইপিআরআই’র মিলিটারি এক্সপেন্ডিচার অ্যান্ড আর্মস প্রোডাকশন প্রোগ্রামের সিনিয়র গবেষক নান তিয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক খাতে অব্যাহতভাবে খরচ বৃদ্ধি পাচ্ছে। এটা এই ইঙ্গিত দিচ্ছে যে, আমরা ক্রমশ অনিরাপদ একটি বিশ্বে বসবাস করছি। অবনতিশীল নিরাপত্তা পরিবেশে বিভিন্ন দেশ তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। নিকট ভবিষ্যতে এর উন্নতি ঘটবে না। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এর ফলে রাশিয়ার প্রতিবেশী অথবা সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন দেশগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ফলে ফিনল্যান্ড তার সামরিক ব্যয় বাড়িয়ে দেয় শতকরা ৩৬ ভাগ। লিথুয়ানিয়া বাড়ায় শতকরা ২৭ ভাগ। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের আছে প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত। এ দেশটি এপ্রিলেই ন্যাটোর ৩১তম সদস্য হয়েছে। অন্যদিকে সামরিক জোট কমপক্ষে ২০০ বছর এড়িয়ে আসছে সুইডেন। সূত্র: বিডি প্রতিদিন।

বুরকিনা ফাসোতে সামরিক পোশাকধারীদের সশস্ত্র হামলা, নিহত ৬০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ডয়চে ভেলের সোমবারের (২৪ এপ্রিল) খবরে জানানো হয়েছে, শুক্রবার মালির সীমান্তবর্তী গ্রাম কারমায় এ ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ বেসামরিক লোক হতাহতের এ তথ্য জানায় রোববার।সংবাদমাধ্যম জানায়, শতাধিক অস্ত্রধারী সামরিক বাহিনীর পোশাকে মোটরসাইকেল ও পিকআপে করে হামলা চালায় গ্রামটিতে। এ সময় এলোপাতাড়ি গুলির পাশাপাশি আগুন দেয়া হয় ঘরবাড়িতে। চালানো হয় লুটপাট।গত সপ্তাহে পার্শ্ববর্তী আরেকটি গ্রামেও একই কায়দায় হামলা চালানো হয়। যাতে প্রাণ যায় সেনা সদস্যসহ ৩৪ জনের। তবে কোনো গোষ্ঠী কিংবা সন্ত্রাসী সংগঠন হামলার সাথে জড়িত কিনা তা জানা যায়নি। ডয়চে ভেলে জানাচ্ছে, আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীরা কয়েক বছর ধরেই সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। বুরকিনা ফাসোর সামরিক জান্তা সম্প্রতি বিদ্রোহের বিরুদ্ধে অভিযান ঘোষণা করেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত এক দশকে বিদ্রোহ দমনের এই অভিযানে ১০ হাজারেরও বেশি লোক মারা গেছেন।হিউম্যান রাইটস ওয়াচের বরাতে জানানো হয়েছে ২০২২ সাল থেকে বেসামরিক ব্যক্তিদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ বেড়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। সূত্র: বণিক বার্তা।

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি সেনাবাহিনী-আরএসএফ

পূর্ব আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর বিবিসির- ব্লিঙ্কেন বলেন, ৪৮ ঘণ্টা আলোচনার পর সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি মেনে চলার কথা।এতে আরও বলা হয়, গত ১৫ এপ্রিল দেশটির ক্ষমতা দখলে ২ সামরিক নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতিতে রাজি হলো বিবদমান পক্ষগুলো। সূত্র: সমকাল

টাইটানিকডুবির তদন্তে ব্যবহৃত নকশা নিলামে বিক্রি হলো প্রায় ২ লাখ পাউন্ডে

টাইটানিক ডোবার পর তদন্তকাজে ব্যবহৃত জাহাজটির একটি ৩৩ ফুট বড় নকশা এক লাখ ৯৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। খবর বিবিসি’র।টাইটানিক ডোবার কয়েক সপ্তাহ পরে দুর্ঘটনার তদন্ত করতে ব্রিটিশ তদন্তকারীদের জন্য জাহাজটির হাতে আঁকা ওই নকশাটি তৈরি করা হয়েছিল।গত শনিবার (২২ এপ্রিল) ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টিতে অনুষ্ঠিত ওই নিলামে কয়েকটি মেডেলও বিক্রি হয়।মেডেলগুলো দেওয়া হয়েছিল টেলিগ্রাফিস্ট হ্যারল্ড কটামকে। তিনি টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচাতে সহায়তা করেছিলেন।কটামকে একটি রুপার কার্পাথিয়া মেডেল ও একটি লিভারপুল হিউমেন সোসাইটি মেডেল দেওয়া হয়। ছবি: হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন
সব মিলিয়ে টাইটানিকসংশ্লিষ্ট বস্তুগুলো নিলামে মোট তিন লাখ ৯৫ হাজার পাউন্ডে বিক্রি হয় বলে জানিয়েছেন নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড্

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় সন্ত্রাসবিরোধী কার্যালয়ে ‍দুইটি বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।পুলিশ জানিয়েছে, সেখানে হামলার কোনো প্রমাণ মেলেনি। গোলাবারুদের গুদামে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় ভবনও ভেঙে পড়েছে।আফগানিস্তানের পার্শ্ববর্তী খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘সম্ভবত বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে’ গোলাবারুদে আগুন লেগেছে। এখন পর্যন্ত বাইরে থেকে হামলার কোনো প্রমাণ মেলেনি।কাউন্টার টেরোরিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহেল খালিদ রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণ দুটি সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।এ ব্যাপারে তিনি বলেন, ‘একটি গুদামে আমাদের বিপুল পরিমাণ অস্ত্র মজুদ ছিল, অসতর্কতার কারণে সেখানে বিস্ফোরণ হতে পারে বলে এখন পর্যন্ত আমরা মনে করছি।’ সূত্র; দৈনিক বাংলা

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার সুদানে কী করছে?

সুদানে যখন সামরিক বাহিনীর দুটি গোষ্ঠীর মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র লড়াই চলছে – ঠিক তখনই রাশিয়ার ভাড়াটে যোদ্ধার বাহিনী ওয়াগনার গ্রুপ এই দেশটিতে আসলে কী করছে – তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগে বলা হচ্ছে – এই ওয়াগনার বাহিনীর সাথে সুদানের বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও সামরিক যোগাযোগ রয়েছে, কিন্তু সেখানে চলমান লড়াইয়ের সাথে কোন রকম সংশ্লিষ্টতার কথা ওয়াগনার গ্রুপ অস্বীকার করছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোশিন বলেছেন, “গত দু’বছর ধরে ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির একজন যোদ্ধারও উপস্থিতি সুদানে নেই।“
এখন পর্যন্ত সুদানের ভেতরে রুশ ভাড়াটে সৈন্যদের থাকার কোন প্রমাণ মেলেনি।
মার্কিন সাংবাদিকরাও বলছেন, এখন পর্যন্ত ওয়াগনারের যোদ্ধারা সরাসরি সুদানের লড়াইয়ে জড়িত থাকার কোন নিশ্চিত খবর পাওয়া যায়নি।কিন্তু কিছু সূত্রে একটি লিবিয়ান মিলিশিয়ার মাধ্যমে আরএসএফ প্রধান জেনারেল হামদান ডাগালোর বাহিনীর কাছে অস্ত্র ও যুদ্ধসরঞ্জাম পাঠানোর খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি বাংলা।

ফক্স নিউজ ছাড়লেন টাকার কার্লসন
যুক্তরাষ্ট্রের শীর্ষ টেলিভিশন সঞ্চালকদের অন্যতম একজন টাকার কার্লসন।

সবে বিশাল অংকের অর্থ দিয়ে নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডোমিনিয়নের করা মানহানির মামলার নিষ্পত্তি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কোম্পানি ফক্স কর্পোরেশন। এর মধ্যেই তাদের তারকা অনুষ্ঠান সঞ্চালক টাকার কার্লসনের ফাক্স নিউজ ছাড়ার খবর এলো।যুক্তরাষ্ট্রে ‘হায়েস্ট রেটেড’ টিভি হোস্টদের মধ্যে কার্লসন অন্যতম। ফক্স নিউজের পক্ষ থেকেই তাদের বিচ্ছেদের ঘোষণা এসেছে বলে জানায় বিবিসি।ফক্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফক্স নেটওয়ার্ক এবং কার্লসন ‘আদালা হওয়ার বিষয়ে’ একমত হয়েছেন।কার্লসনের সর্বশেষ টেলিভিশন অনুষ্ঠানটি গত ২১ এপ্রিল শুক্রবার প্রচার করা হয়।তার স্থলে একজন উপযুক্ত স্থায়ী সঞ্চালক খুঁজে না পাওয়া পর্যন্ত ফক্স নিউজের অন্যান্য সঞ্চালকরা অস্থায়ীভাবে কার্লসনের করা অনুষ্ঠানগুলোর কাজ চালিয়ে নেবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। দুই প্যারার ওই বিবৃতিতে কেনো কার্লসন ফক্স নিউজ ছাড়ছেন তা কোনো কারণ জানানো হয়নি।মাত্র কয়েকদিন আগে ৭৮ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার দেওয়ার বিনিময়ে আদালতের বাইরে ডোমিনিয়নের সঙ্গে মানহানির মামলা নিষ্পত্তি করেছে ফক্স কর্পোরেশন।যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমিনিয়নও ভোট চুরির পরিকল্পনায় জড়িত ছিল বলে খবর প্রচার করেছিল ফক্স।
ওই খবরকে মিথ্যা ও অগ্রহণযোগ্য দাবি করে ফক্সের বিরুদ্ধে মামলা করে ডোমিনিয়ন। তাদের অভিযোগ ছিল, ফক্স জেনেশুনেই এ রকম খবর প্রচার করেছিল। সূত্র: বিডি নিউজ