মায়ের সাথে ঘুরতে গিয়ে নদীতে পড়ে শিশু নিখোঁজ
পিরোজপুরে মায়ের সাথে ঘুরতে গিয়ে সেতু থেকে পোনা নদীতে পড়ে একটি শিশু নিখোঁজ হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভাণ্ডারিয়া উপজেলায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: পারভেজ আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিশু সিনথিয়া(৫) কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মো: কাওসার খানের মেয়ে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে স্রোত থাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একই দিন রাত ১২টায় উদ্ধার অভিযান শেষ করেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্টেশন কর্মকর্তা মো: পারভেজ আহমেদ গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যায় এই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। পরে একই দিন রাতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেন। তিনি আরও জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
সারাদিন/২৭ এপ্রিল/এমবি