চীনা প্রেসিডেন্টের সাথে ‘দীর্ঘ-অর্থপূর্ণ’ ফোনালাপ হয়েছে: জেলেনস্কি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এই প্রথম চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। চীনের প্রেসিডেন্টের সাথে ‘দীর্ঘ এবং অর্থপূর্ণ’ ফোনালাপ হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

বুধবার (২৬ এপ্রিল) প্রথমবারের মতো এই দুই নেতার মধ্যে ফোনালাপ সম্পন্ন হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এইসব খবর জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে জেলেনস্কি বলেন, “আমি বিশ্বাস করি এই ফোনালাপ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি শক্তিশালী প্রেরণা দেবে।” ফোনালাপে উভয় নেতা বেইজিং এ ইউক্রেনের একজন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও একমত হয়েছেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

চীনের পক্ষ থেকেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তারা সবসময় ‘শান্তির পক্ষে দাঁড়িয়েছে’।

বুধবারের ফোনালাপের বিষয়ে এক বিবৃতি দিয়েছে চীন। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং-র বরাত দিয়ে বলা হয়েছে, “চীন দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে কখনো অন্য পাশে চুপচাপ দাঁড়িয়ে আগুন জ্বলতে দেবে না কিংবা সেই আগুনে ঘি ঢালবে না অথবা নিজেদের লাভের জন্য সেই সংকটের সুযোগ নিতেও দেবে না।”

সারাদিন/২৭ এপ্রিল/এমবি

Nagad