টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ভারত
দীর্ঘ ১৫ মাস টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে রেখেছে অস্ট্রেলিয়া। এবার তাদের সরিয়ে শীর্ষে উঠেছে ভারত। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগেই অস্ট্রেলিয়াকে টপকে টেস্টের চূড়ায় উঠলো ভারত।
মঙ্গলবার (০২ মে) টেস্ট র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।


২০২২ সালে মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।
বাৎসরিক র্যাঙ্কিংয়ের হালনাগাদে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন ভারত। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৬।
এছাড়া ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার দল। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড এবং ছয় নম্বরে রয়েছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে। আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নয় এবং দশ নম্বরে যথাক্রমে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
সারাদিন/০২ মে/এমবি