বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আগামী ৯, ১২ এবং ১৪ মে চেমসফোর্ডে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা সরাসরি সম্প্রচারিত হবে কি না, তা নিয়ে ছিল সংশয়। অবশেষে সেই শঙ্কা কেটে গেছে। যদিও আয়ারল্যান্ডসহ আরও কয়েকটি দেশে সিরিজটি কীভাবে দেখা যাবে তা জানিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড।

এছাড়া সিরিজ শুরুর দিন তিনেক আগে সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। তবে বাংলাদেশে কোনো চ্যানেলে দেখা যাবে, তা এখন পর্যন্ত অনিশ্চিত।

শনিবার (০৬ মে) এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

আয়ারল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সিরিজটির মূল সম্প্রচার স্বত্ব কিনেছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। আয়ারল্যান্ডে তারা খেলা দেখাবে প্রিমিয়ার স্পোর্টস-১ : চ্যানেল ৪১২, প্রিমিয়ার স্পোর্টস-২ : চ্যানেল ৪১৯, নাউ টিভি এবং ভার্জিন মিডিয়া। এছাড়া উত্তর আমেরিকায় উইলো টিভি এবং ভারতে ফ্যানকোডের মাধ্যমে সিরিজটি দেখা যাবে।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের সূচি:

Nagad

১ম ওয়ানডে- ০৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড;
২য় ওয়ানডে- ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড;
৩য় ওয়ানডে- ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।

সারাদিন/০৭ মে/এমবি