‘স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলমান গভমেন্ট নির্বাচন করবেন। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ রোববার (৭ মে) দুপুরে বনানীর সেতু ভবনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীতে কোন দেশেই তত্ত্বাবধায়ক নামের কোনো সরকার নেই। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচন করবে।’

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার করা হয়। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র ও বৈশিষ্ট্য ছিল, সেটার সম্পূর্ণ বিরোধী অবস্থানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে জেতানোর নিশ্চয়তা দিতে পারবে, এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে তারা।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছে আওয়ামী লীগ। তবে এ বিষয়ে কোনো প্রকার চাপ দেখিনি। শুধু নিরপেক্ষ নির্বাচনের পরামর্শ ছিল।’

Nagad

নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে সকল প্রকার সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী হবে।