আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৩

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

থাইল্যান্ডে আজ রোববার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনী দৌড়ে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা এগিয়ে আছেন। থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৮টায় ৯৫ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫ কোটি নিবন্ধিত ভোটার পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্যকে নির্বাচিত করতে ভোট দেবেন। প্রায় ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।সাম্প্রতিক ইতিহাসে কয়েক দফায় সামরিক অভ্যুত্থানের কবলে পড়া দেশটির জন্য এবারের নির্বাচনকে ঘুরে দাঁড়ানোর নির্বাচন বলে উল্লেখ করা হচ্ছে। সেনা–সমর্থিত প্রধানমন্ত্রী প্রাউথ চান–ওচার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোকে লড়াই চালাতে হবে.থাইল্যান্ডের সেনাপ্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী প্রাউথ চান–ওচা সবশেষ ২০১৪ সালে হওয়া অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। এবারের নির্বাচনে অংশ নিয়ে আরও এক মেয়াদে ক্ষমতায় থাকতে চান তিনি। তবে সেনাবিরোধী দুটি দলের সঙ্গে তাঁর ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: প্রথম আলো

অগ্নিপরীক্ষার মুখে এরদোয়ান

২০ বছর ধরে তুরস্কের রাজনীতিতে আধিপত্য ধরে রেখেছেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। আরো পাঁচ বছর প্রেসিডেন্ট পদে থাকতে এবারও নির্বাচনে লড়ছেন তিনি। এ নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ রবিবার। অর্থনৈতিক সংকট, সাম্প্রতিক ভূমিকম্পের ব্যাপক ক্ষতি ও বিরোধীদের ঐক্যের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন অনেকটা একনায়ক হয়ে ওঠা এরদোয়ান। বর্ষীয়ান এই রাজনীতিকের জন্য তাই আজকের ভোট এক অগ্নিপরীক্ষা। নির্বাচনে জিতলে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন এরদোয়ান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত তিনবার প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। রক্ষণশীল ধারার রাজনীতির জন্য পরিচিত এরদোয়ান আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষ তুরস্কে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য সমালোচিত। তার পরও ধর্মীয় উচ্ছ্বাসসহ জনরঞ্জনকারী রাজনীতির বদৌলতে একের পর এক নির্বাচনে জয় পেয়েছেন তিনি। এমনকি প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করার মতো সিদ্ধান্তের পেছনে জনসমর্থন আদায় করতে পেরেছেন। এখনো রক্ষণশীল ভোটারদের অনেকের সমর্থন পাচ্ছেন এরদোয়ান। তবে বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন তাঁর জন্য সবচেয়ে কঠিন হতে চলেছে। সূত্র: কালের কণ্ঠ

ইউনিসেফের তথ্য
সুদানে সাড়ে ৪ লাখ শিশু বাড়িছাড়া

সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনীর সংঘর্ষে ক্ষতির শিকার হয়েছে সুদানের শিশুদের বড় একটি অংশ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে, চলমান যুদ্ধের কারণে কমপক্ষে সাড়ে চার লাখ শিশু বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর আনাদুলু। কয়েক সপ্তাহ ধরে আফ্রিকান দেশটির সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে।ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, আনুমানিক ৮২ হাজার শিশু প্রতিবেশী দেশে পালিয়ে গেছে এবং বাকি তিন লাখ ৬৮ হাজার শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, সুদানের নৃশংস সংঘাতে মূল্য দিতে হচ্ছে শিশুদের। হাজার হাজার শিশু বেদনাদায়ক ঘটনার সম্মুখীন হয়েছে। অনেকে বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। সূত্র: বণিক বার্তা।

Nagad

ঘৃণার বাজার বন্ধ, ভালোবাসার দোকান খুলেছি: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে রাহুল গান্ধী

ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন রাহুল গান্ধী। গত বছর যখন গুজরাট নির্বাচনের উত্তাপ লেগেছিল জাতীয় রাজনীতির মহলে, তখন রাহুল ছিলেন কর্ণাটকে। সেই রাজ্যে ২১ দিন ধরে ‘ভারত জোড়ো’ যাত্রায় হাঁটেন তিনি। চলতি বছরও কর্ণাটকের উত্তর থেকে দক্ষিণ চষে বেড়ান রাহুল। করেন একাধিক জনসভা। মানুষের মাঝে মিশে যান। ওঠেন বাসে, চাপেন বাইকের পেছনে। প্রচারের সময় বারবার রাহুল গান্ধীর গলায় শোনা গেছে ‘ভালোবাসার বার্তা’। এই আবহে আজ (১৩ মে) কংগ্রেস জিততেই ফের রাহুলের গলায় শোনা গেল সেই ‘ভালোবাসার বার্তা’। প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী আজ বলেন, ‘কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালোবাসার দোকান খুলেছে।’ পাশাপাশি এই ফলাফলের জন্য তিনি কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানান। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

কর্ণাটকে কংগ্রেসের বাজিমাত

দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক কাজ করল না ‘মোদি-ম্যাজিক’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) কর্ণাটকের ২২৪ বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ১৩৭টিতে। বিজেপি মাত্র ৬৫টিতে। ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই।একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ আসন। বিরোধী দল কংগ্রেস ১২০টির বেশি আসনে এগিয়ে থাকার পর পরাজয় মেনে নেন বাসবরাজ। তিনি বলেন, কর্ণাটকে বিজেপি সাফল্য অর্জন করতে পারেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিধানসভার ২২৪ আসনের মধ্যে এখন পর্যন্ত ১২৮ আসনে এগিয়ে আছে কংগ্রেস। বিজেপি এগিয়ে আছে ৬৬ আসনে। ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) এগিয়ে আছে ২২ আসনে। বাকি ৩ আসনে এগিয়ে আছে অন্যরা। সূত্র: যুগান্তর

পাকিস্তানের সেনা ছাউনিতে সশস্ত্র হামলা, নিহত ১৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সেনা ছাউনিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ছয় সেনাসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এছাড়াও এক নারীসহ আহত হয়েছে আরও ছয়জন। শনিবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, শুক্রবার (১২ মে) ভোরে উত্তর বেলুচিস্তানের মুসলিম বাগ এলাকার একটি ফ্রন্টিয়ার কর্পস সেনা ছাউনিতে এ হামলার ঘটনা ঘটে।এর আগে ঝড়ের গতিতে সেনা ছাউনিটির কম্পাউন্ডের দখল নেয় এদকদল সশস্ত্র হামলাকারী । এ সময় একটি আবাসিক ব্লকের তিনটি পরিবারকে জিম্মিও করে তারা। শিশুরাও তাদের হাত থেকে রেহাই পায়নি। পরে জিম্মিদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযান চলাকালে কমপক্ষে ৬ সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিককে হত্যা করা হয় । এ সময় এক নারীসহ আরও ছয়জন আহত হয়। সেনাবহিনী আরও জানায়, নিহতদের মধ্যে ওই ছয় হামলাকীরাও রয়েছে। সূত্র: দেশ রুপান্তর

গাজায় থামছে না ইসরায়েলি হামলা
পাঁচ দিনে নিহত ৩৩, আহত ১৪৭ ফিলিস্তিনি

গাজায় পাঁচ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকালের হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে টানা হামলায় প্রাণ হারিয়েছে ৩৩ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১৪৭ জন। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকালও গাজার বিভিন্ন শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। মূলত ইসরায়েলের হামলার প্রতিবাদেই তারা রকেট ছুড়ছে। গত আগস্ট থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিসরের মধ্যস্থতা চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে না। সম্প্রতি একটি বিমান ঘাঁটি পরিদর্শনে যেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। হামলা শুরু হওয়ার পর সেখানে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা। অবরুদ্ধ অঞ্চলটির বেশকিছু স্থানে এই হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে। সূত্র: বিডি প্রতিদিন ।

আমাকে জোর করে আটকে রাখতে চায় পুলিশ: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জামিনে ছাড়া পাওয়ার পরও ইসলামাবাদ পুলিশ নানা ছলাকলা করে তাকে আদালতে আটকে রাখতে চেয়েছিল। ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার পথে এক ভিডিও বার্তায় ইমরান এমন অভিযোগ তোলেন। আল-জাজিরা জানায়, রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শীর্ষ নেতা ইমরান জামিনে মুক্তি পেয়ে লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন। দুর্নীতির মামলায় নাটকীয় গ্রেপ্তারকাণ্ড, জেলখানা-আদালতে দৌড়াদৌড়ির পর গত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট তাকে জামিন দেন। তাকে দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়। তবে ইমরান ও তার আইনজীবীদের আদালতে কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হয়। এক ভিডিও বার্তায় ইমরান জানান, ইসলামাবাদ পুলিশ তাকে ছাড়তে চাইছিল না। শেষ পর্যন্ত তিনি হুমকি দেন যে, তাকে জোর করে আটকে রাখার খবর তিনি জনতার কাছে বলে দেবেন। এরপর কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সূত্র: দৈনিক বাংলা।

এরদোয়ানকে হারানোর স্বপ্ন দেখছে তুরস্কের বিরোধীদলগুলো

তুরস্কের প্রবল ক্ষমতাধর প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের জন্য রোববারের নির্বাচন হতে যাচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াই। কারণ এবার তাকে মোকাবিলা করতে একজোট হয়েছে বিরোধী সবগুলো দল । এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কুলুচদারুলু শুক্রবার তার সমর্থকদের যে সমাবেশটিতে হাজির হয়েছিলেন – তাতে তার দুই পাশে ছিলেন সেদেশের অনেকগুলো রাজনৈতিক দল থেকে আসা মিত্রেরা।তুরস্কের রাজনীতিতে অনেকদিন এমনটা ঘটেনি।আংকারায় তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। তার মধ্যেই সেই সমাবেশে মি. কুলুচদারুলু ঘোষণা করলেন – তিনি দেশে “শান্তি ও গণতন্ত্র” পুনঃপ্রতিষ্ঠা করবেন।অন্যদিকে যাকে ক্ষমতাচ্যূত করার জন্য তিনি ভোটারদের আহ্বান জানাচ্ছেন – সেই ২০ বছর ধরে ক্ষমতায় থাকা মি. এরদোয়ান বলছেন, বহু চ্যালেঞ্জ সত্ত্বেও তুরস্কের মাথা উঁচু রেখেছেন তিনি। চ্যালেঞ্জগুলোর একটি ছিল অর্থনীতি – যার ওপর দিয়ে দুই অংকের মুদ্রাস্ফীতি এবং ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের মত বহু ঝড়-ঝাপটা বয়ে গিয়েছে। তুরস্কের এবারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের সময় এ দুটিই ছিল প্রধান ইস্যু।কেমাল কুলুচদারুলুর বয়স এখন ৭৪ এবং তাকে একজন মৃদুভাষী লোক হিসেবেই মনে করা হয়। কিন্তু শুক্রবারের সমাবেশে তিনি এক জোরালো বক্তৃতা দিয়েছেন আগত জনতার উদ্দেশ্যে। সূত্র: বিবিসি বাংলা।

মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ইসরায়েল-ইসলামিক জিহাদ

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি শনিবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ২০২১ সালের ১০ দিনের যুদ্ধের পর গাজা সীমান্তের এপার-ওপারের মধ্যে হওয়া সবচেয়ে বাজে সংঘাতের অবসানের লক্ষ্যে মিশরের মধ্যস্থতায় এই চুক্তিটি হল।
যুদ্ধবিরতিতে দুই পক্ষের সংঘাত থেমে যাওয়ার পর বেশ কয়েকদিন জনশূন্য থাকা গাজার রাস্তাগুলোতে ফিলিস্তিনিদের সপ্রাণ উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সড়কে নেমে আসা ফিলিস্তিনিদের অনেকেই উল্লাসধ্বনি আর গাড়ির হর্ন বাজিয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন, অনেকে ছুটে গেছেন সংঘাতে নিহতদের বাড়িতে, শেষ শ্রদ্ধা জানাতে। “ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের মধ্যে হওয়া চুক্তির আলোকে দুই পক্ষ যে যুদ্ধবিরতিতে পৌঁছেছে তা ঘোষণা করছে মিশর। যুদ্ধবিরতি কার্যকর হলে তখন থেকেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা বন্ধ, ঘরবাড়ি ধ্বংস ও সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হামলা বন্ধসহ যুদ্ধবিরতির সবকিছু মেনে চলবে উভয় পক্ষ,” চুক্তিতে এমনটা লেখা আছে বলে দেখেছে রয়টার্স। সূত্র: বিডি নিউজ