পাকিস্তানে সশস্ত্র হামলায় নিহত ১৩

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

ছবি- সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সেনা ছাউনিতে সশস্ত্র হামলায় ছয় সেনাসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক লোকও রয়েছে। এছাড়া নিহত অন্যান্যরা সশস্ত্র সন্ত্রাসী। একই সাথে হামলার এই ঘটনায় এক নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৩ মে) পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সি’র।

এর আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর কম্পাউন্ডে হামলা ও পরিবারকে জিম্মি করার জেরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। পরে রাতভর লড়াইয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় বেলুচিস্তানের মুসলিম বাগ জেলায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) কম্পাউন্ডে হামলা চালায় সন্ত্রাসীরা। সেই সময় সন্ত্রাসীরা তিনটি পরিবারকে জিম্মি করে।

আরও বলা হয়েছে, এফসি কম্পাউন্ড মুসলিম বাগে সন্ত্রাসীদের প্রাথমিক আক্রমণ প্রতিহত করার পরে ১২ মে সন্ধ্যায় অভিযান শুরু হয়। তা ১৩ মে সকালে সম্পন্ন হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় আমাদের দেশের সাত সন্তান শহীদ হয়েছে। যার মধ্যে একজন বেসামরিক লোকও আছে। এ সময় ছয়জন আহত হয়েছেন।

Nagad

সারাদিন/১৪ মে/এমবি