সতর্কতা সংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব কেটে যাওয়ায় দেশের সব সমুদ্রবন্দর থেকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৫ মে) সকালে দেওয়া আবহাওয়ার সবশেষ বার্তায় এই নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গতকাল (রোববার) সন্ধ্যা ৬টায় কক্সবাজার উপকূল দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ অতিক্রম করে যায়। এরপর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

গত ০৮ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিলো। পরে সেটি নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়ে গত বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

সারাদিন/১৫ মে/এমবি

Nagad