অবশেষে লা লিগার শিরোপা জিতলো বার্সা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

অবশেষে আক্ষেপ ঘুচলো। চার বছর পর লা লিগার শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে এটি বার্সর ২৭তম লিগ শিরোপা। সবশেষ ২০১৮-২০১৯ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিলো কাতালান ক্লাবটি।

রোববার (১৪ মে) রাতে লা লিগার শিরোপা নিশ্চিতের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এস্পানিওলের ঘরের মাঠে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সা।

এদিন দুই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রবার্ট লেভানডফস্কি। দলের হয়ে বাকি দুই গোল করেছেন আলেহান্দ্রো বালদে এবং জুল কুন্দে।

এই জয়ে ৩৪ ম্যাচে ২৭ জয় এবং ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ শিরোপা জয় নিশ্চিত করলো বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।

বার্সেলোনার শিরোপা জয়ে উচ্ছ্বসিত কোচ জাভি হার্নান্দেজ বলেন, “দুর্দান্ত জয়ে আমরা লা লিগা জিতেছি। এটা দারুণ অনুভূতি। ডার্বিতে জিতে আমরা লা লিগা জিতেছি, যা সাধারণ কোনো ব্যাপার নয়। ১০ মাসের কঠোর পরিশ্রম ও সাধনার ফল এটি। ভক্তদের ও ক্লাবের এই শিরোপা প্রাপ্য।”

সারাদিন/১৫ মে/এমবি 

Nagad