মোখা’র তাণ্ডবে মিয়ানমারে নিহত বেড়ে ২০২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

ছবি- সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মোখা’র তাণ্ডবে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাাঁড়িয়েছে। এখনও শত শত মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ মে) দেশটির সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুয়ের প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝড়ে শহরটির বেশির ভাগ ঘরবাড়ির ছাদ উড়ে যায় এবং এটি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।

মানুষের মৃত্যুর পাশাপাশি এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে, কাঠের বাড়ি এবং মাছ ধরার নৌকা ভেঙে গেছে। এছাড়া হাজার হাজার গাছপালা ধ্বংস করেছে ঘূর্ণিঝড় ‘মোখা’।

গত ১৬ বছরের মধ্যে এই রাজ্যটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়ে আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। মিয়ানমারের বেসামরিক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, রাজ্যটিতে ঘূর্ণিঝড়ে প্রায় ১ হাজার ১৩৬টি বাড়ি ধ্বংস হয়েছে।

রাখাইনের ১৭টি ছোট শহরকে দুর্যোগ কবলিত এলাকা বলে ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার।

Nagad

সারাদিন/১৮ মে/এমবি