জনগণ সিদ্ধান্ত নেবেন, রাজনীতি করবো কি না: কঙ্গনা

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

ছবি- সংগৃহীত

টেসলা মোটরস ও টুইটার’-এর সিইও ইলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করে ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত লিখছেন, দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি!

অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেরও সেই ক্ষতির পরিমাণ জানিয়েছেন। নিজেকে একাধিকবার খাঁটি দেশপ্রেমীও দাবি করেছেন কঙ্গনা। সামাজিকমাধ্যমে কোমর বেঁধে তর্ক ও ঝগড়াও করেন তার ভাষায় ‘দেশদ্রোহী’দের সাথে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ইলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করেন অভিনেত্রী কঙ্গনা। সেখানেই লেখা ছিল, “আমার যা মনে হয়, আমি তাই-ই বলব। তাতে যদি আমার আর্থিক ক্ষতি হয়, তবে তাই হোক।”

সেই সাক্ষাৎকার শেয়ার করে অভিনেত্রী কঙ্গনা লিখেছেন, “এটাই চারিত্রিক দৃঢ়তা। এটাই প্রকৃত সাফল্যের উদাহরণ। হিন্দুত্বের হয়ে কথা বলতে গিয়ে ও দেশদ্রোহীদের বিরুদ্ধে আওয়াজ তুলে আমি প্রায় ২০-২৫টি সংস্থার চুক্তি হারিয়েছি। বছরের প্রায় ৩০-৪০ কোটি রুপি আমার হাতছাড়া হয়েছে। তবে আমি স্বাধীনচেতা। যা চাইব সেটাই বলব।” এখানেই থামেননি কঙ্গনা।

পাশাপাশি মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিকেরা ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করেন বলে দাবি করেন অভিনেত্রী কঙ্গনা। তিনি বলেন, এদের কিছু অ্যাজেন্ডা রয়েছে। ধনী ব্যক্তিদের অন্তত টাকা-পয়সার কথা চিন্তা করা উচিত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, আপনি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে চান কি-না? উত্তরে অভিনেত্রী কঙ্গনা বলেন, “যদি আপনি বলেন আমি রাজনীতিক হতে চাই, তা হলে সেটা অত্যন্ত অশালীন একটা চিন্তা। এটা আপনার বলার কথা নয়, এটা জনগণের বলার কথা। যাদের হাতে ক্ষমতা আছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করেন, এটা তাদের বলার কথা।” কঙ্গনা আরও বলেন, “আমি রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কী ভাবি, সেটা বিচার্য নয়। মানুষ সিদ্ধান্ত নেবেন, তারা আমাকে সুযোগ দেবেন কি-না। আমি এই সিদ্ধান্ত তাদের উপরেই ছাড়লাম।”

Nagad

সারাদিন/১৮ মে/এমবি