দ্বিতীয়বার ‘গোল্ডেন গ্লাভস’ জিতলেন দে হেয়া
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারলেও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার দাভিদ দে হেয়া দুই ম্যাচ হাতে থাকতেই জিতে নিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন গ্লাভস’ জিতলেন ৩২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ ১৬ ম্যাচে জাল অক্ষত রেখেছেন দে হেয়া।


দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার ক্লিন শিট রেখেছেন ১৪ ম্যাচে। এছাড়া নিউক্যাসল ইউনাইটেডের নিক পোপ এবং আর্সেনালের অ্যারন র্যামসডেল ১৩টি করে ম্যাচে জাল অক্ষত রেখেছেন।
শনিবার (২০ মে) ভিটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে লিভারপুল।
আসরে লিভারপুলের আর একটি ম্যাচ বাকি আছে। তাই আলিসনের পক্ষে আর দে হেয়াকে ছোঁয়া সম্ভব না হওয়ায় এই পুরস্কার জিতলেন দে হেয়া।
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
সারাদিন/২১ মে/এমবি