ইউক্রেনকে আরও ৩৭ কোটি ৫০ লাখ ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনকে আরও ৩৭ কোটি ৫০ লাখ ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (২১ মে) জো বাইডেন এই সামরিক সহায়তা ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ ও বিবিসি’র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ার সাথে হওয়া যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে সর্বোচ্চটা করছে যুক্তরাষ্ট্র।”

জাপানের হিরোশিমা শহরে ‘জি-৭’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবার সাত শিল্পোন্নত দেশের জোটের সম্মেলনে অংশ নিয়েছেন জেলেনস্কি। সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সাথে বৈঠক করেন বাইডেন। ওই সময় নতুন সামরিক সহায়তার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

এবারের সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে গোলাবারুদ, আর্টিলারি, সাঁজোয়া যান। এছাড়াও প্যাকেজের আওতায় ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বৈঠকে জেলেনস্কিকে জো বাইডেন বলেন, “গোটা ‘জি-৭’ জোট ইউক্রেনের পাশে রয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কোথাও যাচ্ছি না।”

যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন।

Nagad

সারাদিন/২১ মে/এমবি