ব্যাংকিং ব্যবস্থায় নৈতিকতার অনুশীলন প্রয়োগ করতে হবে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। সংগৃহীত ছবি।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এবং সুশাসনের অভাবকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেশের ব্যাংক খাতে ইতোমধ্যে যে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে এই খাতে আস্থাহীনতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

গভর্নর বলেন, করপোরেট গভর্ন্যান্স ও খেলাপি ঋণকে দেশের ব্যাংকিং খাতের বড় দুই সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেছেন, পরিকল্পনার মাধ্যমে আমাদের ব্যাংকিং সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। ব্যাংকিং ব্যবস্থায় নৈতিকতার অনুশীলন প্রয়োগ করতে হবে।

বুধবার (২৪ মে) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি সম্মেলন উদ্বোধন করতে গিয়ে গভর্নর এসব কথা বলেন।

বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার প্রবৃদ্ধি অর্জনের মূল গতিধারা নিয়ে মূল্যবান পর্যবেক্ষণে ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। দুই দিনব্যাপী এই সামিটে বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৫০ জনের বেশি কর্মকর্তা অংশ নেন।

সম্মেলন উপলক্ষে এবিবি এবং পিডব্লিউসি যৌথভাবে ‘ব্যাংকিং ইভল্যুশন: ড্রিভেন বাই ডিজিটাল ট্রান্সফরমেশন’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের জন্য গৃহীত কৌশলগুলো বিশ্লেষণ করে বিভিন্ন ব্যাংকের সিএক্সও পর্যায়ের নির্বাহীদের নিয়ে একটি জরিপ স্থান পেয়েছে।

ইতোমধ্যে ব্যাংকের ৭৫ শতাংশ লেনদেন ডিজিটালে সম্পন্ন হয় জানিয়ে ২০২৭ সালের মধ্যে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন গভর্নর।

Nagad

ঋণ খেলাপি নিয়ে তিনি বলেন, ব্যাংকের খেলাপি ঋণ বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। একই সঙ্গে করপোরেট সুশাসন নিশ্চিতেরও বিকল্প নেই।

দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকগুলো যে কৌশল গ্রহণ করতে পারে তা বিশ্লেষণ করে মূল্যবান পর্যবেক্ষণ দেওয়া এ সামিটের লক্ষ্য। এতে আর্থিক সেবাখাতকে প্রভাবিত করে এমন বিদ্যমান নীতি ও নিয়ন্ত্রক কাঠামো নিয়ে গবেষণায় জোর দেওয়া হবে। এ শিল্পের স্টকহোল্ডার, ইকোসিস্টেম এনাবেলার্স ও নীতি নির্ধারকদের এগিয়ে যাওয়ার পথে সুপারিশ দিয়ে এ সম্মেলন সহযোগিতা এবং একীভূত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে বৃদ্ধি করেছে।

সম্মেলন নিয়ে এবিবি’র চেয়ার সেলিম আর. এফ. হোসেন বলেন, এবিবি ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার প্রবৃদ্ধিকে তরান্বিত করা প্রধান গতিধারাগুলো সম্পর্কে মূল্যবান পর্যবেক্ষণ দেবে।