নিরাপত্তারক্ষীকে টপকে সালমানকে জড়িয়ে ধরলো ক্ষুদে ভক্ত
নিরাপত্তারক্ষীদের টপকে বলিউড ভাইজান সালমান খানকে জড়িয়ে ধরলেন ক্ষুদে এক ভক্ত। বুধবার (২৪ মে) সালমান খনের এমন একটি ভিডিও পড়েছে অনলাইনে, যা মন কেড়ে নিলো নেটপাড়ার। এই ঘটনায় বাহবা জুটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে প্রবেশ করছেন বলিউড ভাইজান সালমান খান। ঘিরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। হঠাৎই ছুটে আসে একটি বাচ্চা। এসে জড়িয়ে ধরেন সালমান খানকে। বাচ্চাটির পিঠ থাবরে মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় ভাইজানকে। কথাও বলেন। পাশে নিরাপত্তারক্ষী শেরা থাকলেও একবারও বাধা দেননি।


এই ভিডিওর কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সালমান খানের ভক্তরা। একজন কমেন্ট করলেন, “সালমান খান বরাবরই বাচ্চাদের ভালোবাসে। ছোটদের সাথে ওর রসায়ন অসাধারণ।” আরেকজন লিখেছেন, “সালমান খানের তুলনা হয়তো সালমান খানই। এই ভিডিও দেখে মনটা ভরে গেল। আরও একবার ভালোবেসে ফেললাম লোকটাকে।”
সারাদিন/২৫ মে/এমবি