আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
স্ন্যাপচ্যাট ব্যবহার করে শতাধিক শিশুকে ফাঁদে ফেলেন ফিনল্যান্ডের যৌন নিপীড়নকারী
ফিনল্যান্ডে এক যৌন নিপীড়নকারীকে গতকাল বৃহস্পতিবার কারাদণ্ড দিয়েছেন আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহার করে শতাধিক শিশুকে ফাঁদে ফেলেছিলেন তিনি। জেসে এর্ককোনেন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ১২০ মেয়েশিশু অভিযোগ করেছিল। তাদের বেশির ভাগেরই বয়স ১২ থেকে ১৬ বছর।
দক্ষিণাঞ্চলীয় ফিনল্যান্ডের পিরকানমা আদালতে ২৭ বছর বয়সী এর্ককোনেনের বিরুদ্ধে শুনানি হয়। শুনানিতে বলা হয়, স্ন্যাপচ্যাট ব্যবহার করে কিশোরীদের সঙ্গে কথা বলতেন তিনি। তাদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে বলতেন।জেসে এর্ককোনেনের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন, প্রতারণা, হুমকি, গাঁজাসংশ্লিষ্ট অপরাধসহ মোট ১৯০টি অভিযোগ আনা হয়েছে। তাঁকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।ভুক্তভোগীদের বেশির ভাগই ভালকিয়াকোস্কি এবং আশপাশের এলাকার বাসিন্দা।এর্ককোনেন তাঁর ভুক্তভোগীদের কাউকে কাউকে দেখা করার জন্য এবং যৌন সম্পর্কের জন্য রাজিও করিয়েছিলেন। তাদের অর্থকড়ি, অ্যালকোহল, তামাক ও গাঁজা সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হতো। পরে ওই কিশোরীদের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। সূত্র: প্রথম আলো


ওয়াগনারপ্রধানের দাবি
রুশ বাহিনীর কাছে বাখমুত তুলে দেওয়ার কাজ শুরু
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপ বলেছে, ইউক্রেনের বাখমুত শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর তারা সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে। এ লড়াইয়ে তাঁর ২০ হাজার যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছেন বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।আগামী ১ জুনের মধ্যে শহরটির নিয়ন্ত্রণ রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াগনার বাহিনীর প্রধান। তবে কিয়েভের দাবি, এখনো বাখমুতের কিছু এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে কয়েক মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এ পর্যন্ত এ যুদ্ধের সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াই এটিই। নিজের যোদ্ধাদের বাখমুত ছেড়ে যাওয়া শুরু করার কথা জানানোর সময় প্রিগোজিন বলেন, রাশিয়ার নিয়মিত সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাঁর বাহিনী আবার বাখমুতে ফিরতে প্রস্তুত রয়েছে। সূত্র: কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্রে ঘরে আরবি বলা মানুষের সংখ্যা ব্যাপক বেড়েছে
মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে ঘরে আরবি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ১৯৮০ সালে দুই লাখ ১৫ হাজার মানুষ আরবিতে কথা বলত, ২০২১ সালে এসে তা ১৪ লাখে ঠেকেছে। খবর: আরব নিউজ’র।পিউ’র সহ-গবেষক জেফ্রি প্যাসেল ও মোহামাদ মোসলিমানি বলেন, তাদের গবেষণা মতে, আরবি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসাবাড়িতে ব্যবহার হওয়া অ-ইংরেজি ভাষাগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের আরও যে ভাষা যেমন, তুর্কি, ফারসি ও হিব্রু ভাষা সে তুলনায় কম বেড়েছে। জার্মানি ও ইতালিতে বিপুল সংখ্যক আরবি ভাষাভাষী থাকলেও যুক্তরাষ্ট্র এসব দেশের চেয়ে এগিয়ে রয়েছে। সূত্র: সমকাল
এরদোগানের নারী ভোটাররা এখন ‘তুর্কি গান্ধী’র প্রেমে
দিন সবসময় সমান যায় না। আজ যে খুব কাছের কাল সে বহুদূরের।
অটোমানদের দেশ তুরস্কের টানা দুই দশকের অধিপতি, ভোটার সমর্থকদের চোখে দেশের ‘অপরাজিত নায়ক’ প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের (৬৯) দ্বিতীয় দফার দৌড়েও এবার পাহাড়সমান দেওয়াল হয়ে দাঁড়াল এই অপ্রিয় সত্যটি! ঘাড় ঘুরিয়ে দেখলেই চোখে পড়ে-২০ বছর আগে, ১৯৯০ দশকের মেয়র নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত সবসময় তার পাশে ছিলেন নারী ভোটাররা। তুলনা চিত্রের কষ্টিপাথরে দেখলে পুরুষের চেয়ে নারী সমাজেই বেশি জনপ্রিয় ছিলেন সে সময়ের মাঝবয়সি এরদোগান।ভাগ্যের কী করুন কশাঘাত-বছরের পর বছর ধরে তুর্কি জনপদের অন্দর মহলে নায়ক হয়ে থাকা নয়নমণিই আজ চক্ষুশূল! পশ্চিমা গণমাধ্যম বলছে, ‘নারীরা এবার মুখ ফিরিয়ে নিয়েছেন। রোববারের (২৮ মে) দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন না এরদোগানকে। তারা এখন ‘তুরস্কের মহাত্মাগান্ধী’ খ্যাত মৃদুভাষী কামাল কিলিচদারোগ্লুর (৭৪) প্রেমে অন্ধ!’ সূত্র: যুগান্তর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধু অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধু একটি অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে। এ আগ্রহ থেকেই দেশটি নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। স্থানীয় সময় ২৫ মে বেলা ১টায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনিক ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে কোন রাজনৈতিক দলের কী করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে আমি কোনো কথা বলব না। আমি যেটা বলব, এ প্রশ্নে যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধু একটি অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন দেয়ায়। এ কারণেই আমরা গতকালের নতুন নীতিমালাটি ঘোষণা করেছি। আমি বলব, (বাংলাদেশ) সরকারের পক্ষ থেকে আমাদের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়ে গতকাল দেয়া বক্তব্যে আমরা উৎসাহিত হয়েছি।’ তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে আরো এগিয়ে নেয়ার সবচেয়ে টেকসই পদ্ধতি হলো গণতন্ত্র। এ কারণেই আমরা আমাদের এ ঘোষণাটি দিয়েছি এবং বিষয়টিকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’ সূত্র: বণিক বার্তা ।
আম কেনা থেকে শুরু করে বিলাসবহুল ঘড়ি, ২০০০ রূপির নোট হাতবদলের প্রাণান্ত চেষ্টা
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ভারতের বাজার থেকে ২০০০ রূপির নোট প্রত্যাহারের ঘোষণার পর থেকে দেশটিতে এই নোট ভাঙিয়ে নানা পণ্যদ্রব্য কেনার হিড়িক পড়ে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে প্রিমিয়াম ব্র্যান্ডের পণ্য কিনতেও ২০০০ রূপির নোট ব্যবহার করছেন ভারতীয়রা। মূলত ব্যাংকে গিয়ে নোট বদলে নেওয়া বা ডিপোজিট করার ঝক্কি এড়াতে এমনটা করছেন তারা। খবর রয়টার্সের। গত ১৯ মে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দেয়, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশটির সবচেয়ে বড় অংকের কাগজি নোট, ২০০০ রূপির নোট সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে। এই সিদ্ধান্তের পেছনে কারণ না জানালেও, বিশ্লেষকরা বলছেন এমন একটি সময়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তটি এসেছে যখন ভারতের রাজ্য ও সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশে নগদ লেনদেনের পরিমাণ বেড়ে যায় এবং এসব অনেক চুক্তিরই কোনো খবর পাওয়া যায় না। তবে ২০১৬ সালে রাতারাতি দেশটির ৮৬ শতাংশ মুদ্রা রহিতকরণের পদক্ষেপ নেওয়ার পর যেমনটা হয়েছিল, এবার মুদ্রা বিনিময় সেরকম বিঘ্নিত হবে না বলে মনে প্রত্যাশা করা হচ্ছে।এদিকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে ২০০০ রূপির নোট বদলে নেওয়া বা বড় অঙ্ক ডিপোজিট করে আবার কর বিভাগের তদন্তের মুখে পড়ার ঝামেলা নিতে চাইছেন না অনেকেই। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
কঠিন পরীক্ষায় ইমরান
কেন দল ছাড়ছেন হেভিওয়েট নেতারা?
কঠিন পরীক্ষায় পড়েছেন ইমরান খান। দলের হেভিওয়েট নেতারা একে একে তাকে ছেড়ে যাচ্ছেন। দলের প্রধান মুখপাত্র ফাওয়াদ চৌধুরী, সাবেক মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরিন মাজারিসহ দলের কমপক্ষে দুই ডজন সাবেক মন্ত্রী, এমপি ইমরান খানের দল ত্যাগ করেছেন। দলের সেক্রেটারি জেনারেল আসাদ উমর এ পদ ত্যাগের ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় গোটা বিশ্বের চোখ এখন পাকিস্তানের দিকে। ইমরানের নেতারা দল ছেড়ে যাওয়ার পর পিটিআই প্রধান টুইটে এক সমর্থক লেখেন: ‘আমরা সবাই পাকিস্তানে জোরপূর্বক বিয়ের কথা শুনেছি। কিন্তু পিটিআই-এর জন্য নতুন একটি ঘটনার দেখা মিলছে, জোরপূর্বক ডিভোর্স।’ নেতাদের দল ছাড়ার ঘটনায় পিটিআই এ জন্য সরকারের নিরবচ্ছিন্ন হয়রানিকে দায়ী করেছে। মঙ্গলবার ইসলামাবাদের এক আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান অভিযোগ করেন, তার দলের নেতাদের দল ছাড়ার জন্য জোর করা হচ্ছে। তবে এ জোর করার পেছনে কারা সে বিষয়ে কিছু বলেননি তিনি। তবে তিনি মন্তব্য করেছেন, ‘মানুষ দলত্যাগ করছেন না, তাদের বন্দুকের মুখে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। এ কৌশলে রাজনৈতিক দলকে ভাগ করা যায় না।’ খানের একজন প্রধানতম সহযোগী শিবলি ফারাজ আল জাজিরাকে বলেন, কিছু ‘ভালো লোক’ দল ছেড়ে চলে যাওয়া দুঃখজনক বটে, তবে বিষয়টিকে তিনি আশীর্বাদ হিসেবেও দেখছেন। ‘অনেকেই ছিলেন সুযোগসন্ধানী। তারা দলের সম্পদ নয় বরং বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন’ ফারাজ বলেন। তিনি বলেন, এ দলত্যাগের কোনো প্রভাব আসন্ন সাধারণ ও প্রাদেশিক নির্বাচনে পিটিআই-এর ওপর পড়বে না। ফারাজ ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করেন। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর থেকেই নির্বাচনের দাবিতে সারা দেশে ক্যাম্পেইন পরিচালনা করছেন তিনি। সূত্র বিডি প্রতিদিন
‘বুকার’ পেলেন গোসপোদিনভ ও রোডেল
আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ এবং অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল। ‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তারা। বুলগেরিয়ান ভাষায় এবারই প্রথম কোনো উপন্যাস বুকার পেল।মর্যাদাপূর্ণ পুরস্কারটি সারা বিশ্বের কথাসাহিত্যের কাজকে স্বীকৃতি দেয়। বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (৬২,০০০ ডলার) লেখক এবং অনুবাদক সমানভাবে পাবেন।পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা দেয় এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগৎকে ক্ষুদ্রতম বিবরণে পুননির্মাণ করার প্রক্রিয়া নিয়েই উপন্যাসটি আবর্তিত হয়েছে।ঔপন্যাসিক এবং কবি জর্জি গোসপোদিনভ ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। গোসপোদিনভ হলেন সবচেয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক। তার লেখা ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। সূত্র; দৈনিক বাংলা।
হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে চায় ভারতের কর্নাটক সরকার
দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার জানিয়েছে তারা বিগত বিজেপি সরকারের আনা বেশ কিছু বিতর্কিত বিল প্রত্যাহার করতে চায় – যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার মতো পদক্ষেপও আছে। এছাড়া ওই রাজ্যে ধর্মান্তরকরণ বিরোধী বিল, গোহত্যা বিরোধী বিল-সহ যে সব আইন নিয়ে সাম্প্রতিক অতীতে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছে, সেগুলোও তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।কর্নাটকে কংগ্রেস মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে এক টুইটে জানিয়েছেন, “পূর্বতন বিজেপি সরকারের আনা যে সব বিল রাজ্যের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলছে, লগ্নি নিরুৎসাহিত করছে, কর্মসংস্থান তৈরি করছে না – এবং যেগুলো অসাংবিধানিক, ব্যক্তি অধিকারের লঙ্ঘন – সেগুলো পুনর্বিবেচনার জন্য সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।” তিনি আরও জানান, কংগ্রেস এমন একটি কর্নাটক গড়ে তুলতে চায় যেখানে ‘অর্থনৈতিক ও সামাজিক সাম্য’ থাকবে।যদিও এই টুইটে নাম করে নির্দিষ্ট কোনও বিলের কথা উল্লেখ করা হয়নি, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি খাড়গে স্পষ্ট করে দিয়েছেন হিজাব নিষেধাজ্ঞা বিল বা ধর্মান্তরকরণ বিরোধী বিলের মতো সব বিতর্কিত আইনই তাদের রাডারে আছে। সূত্র: বিবিসি বাংলা।